For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ কেন উইলিয়ামসন চির-প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কী বললেন?

বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ কেন উইলিয়ামসন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কী বললেন?

  • |
Google Oneindia Bengali News

বাইশ গজে চিরশত্রু টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের নেতা কেন উইলিয়ামসনের ব্যক্তিগত জীবনে বন্ধুত্ব কতটা নিবিড়, তা প্রমাণ হল আরও একবার। বিরাট কোহলিকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের মর্যাদা দিলেন কেন। বললেন বেশকিছু ভালো কথা। সেগুলি জেনে নেওয়া যাক।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কেন উইলিয়ামসনের কেরিয়ার

কেন উইলিয়ামসনের কেরিয়ার

নিউজিল্যান্ডের হয়ে ৮০টি টেস্ট, ১৫১টি ওয়ান ডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলা কেন উইলিয়ামসন তিন ফর্ম্যাটে যথাক্রমে ৬৪৭৬, ৬১৭৩ ও ১৬৬৫ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪টি শতরান করে ফেলেছেন কেন।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে শুরু

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে শুরু

বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টুর্নামেন্টের সেমিফাইনালে কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল টিম ইন্ডিয়ার। সেই থেকেই বিশ্ব ক্রিকেটের বর্তমান দুই রথির মধ্যে সম্পর্ক নিবিড় হয়। যা এখনও বিদ্যমান।

বিরাট বনাম কেন

বিরাট বনাম কেন

২০০৮-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেখান থেকেই দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মধ্যে অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে হারিয়েছিল কেন উইলিয়ামসনের কিউয়ি শিবির। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ওয়াশ আউট করলেও ওয়ান ডে ও টেস্ট সিরিজে ধুয়েমুছে সাফ হয়েছিল ভারত।

কী বললেন কেন

কী বললেন কেন

বিরাট কোহলির মতো মহান ব্যাটসম্যানের বিরুদ্ধে খেলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেন কেন উইলিয়ামসন। টিম ইন্ডিয়ার অধিনায়কের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে তিনি সম্বৃদ্ধ হয়েছেন বলেও দাবি কিউয়ি অধিনায়কের। বিরাটের সঙ্গে লড়াই তিনি উপভোগ করেন বলেও জানিয়েছেন কেন।

বন্ধু বিরাট

বন্ধু বিরাট

বাইশ গজে চিরশত্রু টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের নেতা কেন উইলিয়ামসনের ব্যক্তিগত জীবনে বন্ধুত্ব কতটা নিবিড়, তা প্রমাণ হল আরও একবার। কেনের কথায়, তাঁর ও বিরাটের মধ্যে ক্রিকেট নিয়ে নানা ধরনের কথা হয়।

নিজের শরীরচর্চার ভিডিও-তে ক্যাপশন চেয়ে মজার জবাব পেলেন অধিনায়ক বিরাট কোহলিনিজের শরীরচর্চার ভিডিও-তে ক্যাপশন চেয়ে মজার জবাব পেলেন অধিনায়ক বিরাট কোহলি

English summary
Kane Williamson is fortunate to play against cricketer like Virat Kohli,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X