For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে থেকে ছিটকে গেলেন কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন

ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে থেকে ছিটকে গেলেন কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন

  • |
Google Oneindia Bengali News

৫-০ ফলে টি-টোয়েন্টি সিরিজ হারার পর নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের চোট গুরুতর। তাই বুধবার থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হতে চলা সিরিজের প্রথম দুটি ওয়ান ডে ম্যাচ তিনি খেলবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে কিউয়ি শিবির উইলিয়াসনকে পাবে কিনা, তারও কোনও নিশ্চিয়তা দেননি চিকিৎসকরা।

ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে থেকে ছিটকে গেলেন কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন

ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে গুরুতর চোট পান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর কাঁধের এসি জয়েন্টে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী কিছুদিন কিউয়ি অধিনায়ককে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই চোটের কারণেই বে ওভালে ভারতের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি কেন উইলিয়ামসন। মাঠের বাউন্ডারি লাইনের বাইরে বসে জাতীয় দলের হার দেখতে হয় তাঁকে। সতীর্থদের পরামর্শ দিতে, ওই ম্যাচে মাঠে জল নিয়েও ঢুকতে দেখা যায় নিউজিল্য়ান্ডের অধিনায়ককে।

দেশের মাঠে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডের গায়ে কাঁটার মতো বিঁধছে। এর প্রতিশোধ নিতে মরিয়া কিউয়ি শিবির ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগেই কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে বলা চলে। চোটগ্রস্ত কেন উইলিয়ামসনের পরিবর্তে নিউজিল্যান্ড দলে সুযোগ পাওয়া মার্ক চ্যাপম্যান কী কেরামতি দেখান, সেটাই দেখার। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে শতরান করা চ্যাপম্যান বড় ম্যাচের চাপ সামলে দেওয়ার জন্য উপযুক্ত বলে জানানো হয়েছে।

৫ ফেব্রুয়ারি অর্থাৎ কাল হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলবে ভারত। ৮ ফেব্রুয়ারি দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হবে অকল্যান্ডের ইডেন পার্কে। ১১ ফেব্রুয়ারি বে ওভালে তৃতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন শিবির। ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ২৯ ফেব্রুয়ারি দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

English summary
Kane Williamson will not be play first two ODI against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X