For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ক্রিকেটারদের আইপিএল না খেলার পরামর্শ কপিল দেবের, কিন্তু কেন?

টানা সূচির ধকল, ভারতীয় ক্রিকেটারদের আইপিএল না খেলার পরামর্শ কপিলের

  • |
Google Oneindia Bengali News

পরপর আন্তর্জাতিক সিরিজ। পরপর ম্যাচ। সে কারণেই তাঁর নিজের ও তাঁর সতীর্থদের পারফরম্যান্সে শিথিলতা আসছে বলে জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সেই সমস্যা সমাধানের মোক্ষম উপায় বতলে দিলেন লেজেন্ড কপিল দেব। প্রয়োজনে ভারতীয় ক্রিকেটারদের আইপিএল না খেলে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

ভারত বনাম নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। এরপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নিজেরাই হোয়াইটওয়াশ হন বিরাট কোহলি অ্যান্ড কং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্টেও শোচনীয় হার হজম করতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। এই পরিস্থিতিতে ক্রাইস্টচার্চে শনিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বিরাটের পারফরম্যান্স ও যুক্তি

বিরাটের পারফরম্যান্স ও যুক্তি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে যথাক্রমে ১০৫ ও ৮৫ রান করেন বিরাট কোহলি। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ১৯ রান করে টিম ইন্ডিয়ার অধিনায়ককে সাজঘরে ফিরতে হয়। এরপর তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হলে, তা রীতিমতো ফুৎকারে উডিয়ে দেন বিরাট। উল্টে বলেন যে তিনি ভালোই ব্যাটিং করছেন। তাঁর ব্যাটিং-এ যতটুকু শিথিলতা নজরে পড়ছে, তা টানা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বলে দাবিও করেন ভারত অধিনায়ক।

কপিলের পরামর্শ

কপিলের পরামর্শ

বিরাট কোহলির এহেন ভাবভঙ্গি যে তাঁর মোটেই পছন্দ হয়নি, তা সরাসরি না হলেও পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন লেজেন্ড কপিল দেব। এর আগে ওয়েলিংটন টেস্টের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন হরিয়ানা হ্যারিকেন। এবার বিরাটের মন্তব্যের প্রেক্ষিতে কপিল বলেছেন, দেশ সবার আগে। জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের নৈতিক কর্তব্য। পরপর আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য শরীরে শিথিলতা তৈরি হলে ভারতীয় ক্রিকেটারদের বরং আইপিএল না খেলে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

ধোনির অপেক্ষায় কপিল

ধোনির অপেক্ষায় কপিল

একদিকে যখন ভারতীয় ক্রিকেটারদের আইপিএল না খেলার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে তখন টুর্নামেন্টে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির খেলা দেখতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানাতেও ভোলেননি কপিল দেব। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন এমএস। বিসিসিআই-র বার্ষিক আর্থিক চুক্তি থেকে বাদ পড়া দেশের প্রাক্তন অধিনায়ক আইপিএলে কেমন খেলেন, সেদিকে তাকিয়ে বিশ্ব। তাকিয়ে রয়েছেন ধোনির একনিষ্ঠ ভক্ত কপিল দেবও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি?

কপিল দেবের কথায়, ভারতীয় ক্রিকেটকে অনকে কিছু দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভক্ত হিসেবে তিনি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহিকে জাতীয় দলে দেখতে চাইলেও প্রাক্তন ক্রিকেটার হিসেবে তিনি বিষয়টি ভারতীয় টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিতে চান বলে জানিয়েছেন হরিয়ানা হ্যারিকেন। কপিলের কথায়, প্রায় এক বছর ক্রিকেটের সঙ্গে সংযুক্ত ছিলেন না ধোনি। তাই ভারতীয় দলে জায়গা পেতে এমএস-কে প্রচুর ম্যাচ খেলতে হবে বলে মনে করেন ১৯৮৩ বিশ্বকাপের নায়ক।

বিরাট সম্পর্কে কপিল

বিরাট সম্পর্কে কপিল

সমালোচনা করেও খারাপ ফর্মের মধ্যে দিয়ে এগোনো বিরাট কোহলির পাশেই দাঁড়িয়েছেন কপিল দেব। তিনি নিশ্চিত যে কোথায় ভুল হচ্ছে, তা টিম ইন্ডিয়ার অধিনায়ক নিজেই খুঁজে বের করবেন। বিরাটের মতো বড় ক্রিকেটাররা দেওয়ালে ধাক্কা খাওয়ার পর কীভাবে ফিরে আসতে হয় জানেন বলে দাবি ভারতীয় লেজেন্ডের।

English summary
Kapil Dev advised Indian cricketer to skip IPL and waiting for MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X