For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বল বিকৃতি বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ, খুশি কপিল দেব

বল বিকৃতি ইস্যুতে অজি ক্রিকেটাররা শাস্তি পাওয়ার পর মুখ খুললেন কপিল দেব। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক খুশি ক্রিকেট অস্ট্রেলিয়ার পদক্ষেপে। যেভাবে তারা বল বিকৃতি বিতর্কে কঠোর হয়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসন দিয়েছে। এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের শাস্তি দিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া পদক্ষেপ, খুশি কপিল দেব

কপিলদেব বলেছেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া ওঁদের নির্বাসিত করে একটা বড় পদক্ষেপ নিয়েছে। কোনও ক্রিকেট বোর্ড এর আগে এই কাজ করেননি। খেলাকে পরিষ্কার করার জন্য প্রধানত ছোট ক্রিকেটারদের বড় শাস্তি দেওয়া হয়। কিন্তু এইক্ষেত্রে বোর্ডে সবচেয়ে সেরা ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নারকে নির্বাসিত করেছে। '

এছাড়াও কপিলদেব আরও বলেছেন, 'যাঁরা ক্রিকেট খেলাকে ধোঁকা দেবে তাদের শাস্তি দেওয়ার জন্য এবার অন্যান্য ক্রিকেট বোর্ডেরও এতটাই কড়া রাস্তায় হাঁটা উচিত। অস্ট্রেলিয়াকে কুর্নিশ , এত দ্রুত তারা এত বড় পদক্ষেপ নিয়েছে। বল বিকৃতি থামাতে তাদের এই পদক্ষেপের পর আরও কিছু এলেও আমি অবাক হব না। '

অনেক সময় নিজেদের স্পাইকওয়ালা বুট পড়ে মাঠে উপস্থিত সদস্যরা দৌড়ন পিচকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে। যাতে পিচে কিছু স্ক্র্যাচ পড়ে যায়। সেটাকেও আইনের তলায় নিয়ে আসা উচিত। আগে এরকম বহুবার হয়েছে বলে অভিযোগ করেছেন কপিলদেব। ভারতীয় প্রাক্তন পেসারের মতে সেই সময় এই বিষয়গুলিকে আটকানোর জন্য কোনও নিয়ম ছিল না। তিনি পরামর্শ দিয়েছেন আইসিসি এবং বিভিন্ন বোর্ডগুলিকে এবার আরও সক্রিয় হয়ে উঠতে হবে।

তবে কপিলদেব আরও একটা কথা বলেছেন, তিনি বলেছেন কেপটাউন টেস্টেই প্রথম বার এই ধরণের কাজ হতেই পারে না। অভিজ্ঞ এই পেসারের মতে এটা দিনের পর দিন ধরে হয়ে চলেছে এবং তার মতে এতে দলের প্রতিটা ক্রিকেটারই এই ঘটনা জানেন। কপিল বলেছেন, 'দলের বাকি ক্রিকেটাররা জানত না?‌ হতে পারে না। এ সব অপকীর্তি কি শুধু কেপ টাউন টেস্টেই হয়েছে?‌ ইট ওয়াজ আ প্রসেস। ওই মুহূর্তে ধরা না পড়লে, এই বদভ্যাস চলতেই থাকত। ধরা পড়ে যাওয়ার পর ছোট-বড়, নানা আকৃতির সাপ বেরিয়ে আসছে। সব দলেই একটা করে ‌ব্যানক্র‌ফট আছে। এই অস্ট্রেলীয় ধরা পড়ার পর এখন কয়েক মাস এ সব নোংরামি বন্ধ থাকবে।'

English summary
Kapil dev opens up after Aussie cricketers being penalised for ball tampering issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X