For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০-এ পা দিলেন কপিল দেব! ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারের এই ৫ রেকর্ড ভোলার নয়

রবিবার (৬ জানুয়ারি) ৬০-এ পা দিলেন কপিল দেব। দেখে নেওয়া যাক এই কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডারের কিছু রেকর্ড ।
 

Google Oneindia Bengali News

রবিবার (৬ জানুয়ারি) ৬০ বছরে পা দিলেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার ও ভারতকে প্রথম বিশ্বকাপ দেওয়া অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। ক্রিকেটের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই অলরাউন্ডারের ভারতের হয়ে অভিষেক হয়েছিল ১৬ অক্টোবর ১৯৭৮-এ। ফয়জলাবাদে ১৯ বছরের কপিল প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন মাত্র ৮ রান, পেয়েছিলেন ১টিই উইকেট।

কিন্তু তার পরের ১৬ বছরে তিনি ভারতের হয়ে ১৩১টি টেস্ট খেলেন। ২৯.৬৪ গড়ে ৪৩৪টি উইকেট নিয়েছিলেন। ইনিংসে ৫ উইকেট ২৩বার। সেই সঙ্গে ৩১.০৫ গড়ে করেন ৫২৪৮ রান। শতরান ৮টি। একদিনের ক্রিকেটেও সমান সাফল্য পেয়েছিলেন। ২২৫ ম্যাচে ৩৭৮৩ রান করেন এবং ২৫৩টি উইকেট দখল করেছিলেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Here's wishing <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a>'s 1983 World Cup winning Captain and one of the best all-rounders in Indian cricket <a href="https://twitter.com/therealkapildev?ref_src=twsrc%5Etfw">@therealkapildev</a> a very happy birthday 🍰🍰 <a href="https://t.co/n9CUfNkeZj">pic.twitter.com/n9CUfNkeZj</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1081809605737566213?ref_src=twsrc%5Etfw">January 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন তাঁকে ভারতীয় বোর্ডও সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। যুবরাজ সিংসহ আরও কয়েকজনও শুভেচ্ছা জানিয়েছেন। এই কিংবদন্তি অলরাউন্ডারের জীবনের এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তাঁর কিছু অবিস্মরণীয় রেকর্ড।

সর্বোচ্চ উইকেট শিকারী

সর্বোচ্চ উইকেট শিকারী

১৯৯৪ সালে কপিল দেব (৪৩৪) নিউজিল্যান্ডের অলরাউন্ডার রিচার্ড হ্য়াডলি (৪৩১)-কে টপকে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। তবে ১৯৯ সালেই তাঁকে পেরিয়ে যান কোর্টনি ওয়ালশ। বর্তমানে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মুথাইয়া মুরলিধরন (৮০০)। আর কপিল রয়েছেন তালিকায় ৭ নম্বরে।

বিরলতম ডাবল

বিরলতম ডাবল

ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত তিনিই একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে একই সঙ্গে ৫০০০-এর বেশি টেস্ট রান ও ৪০০-এর বেশি উইকেট শিকার করেছেন। এই বিরলতম ডাবল-এর রেকর্ডই অলরাউন্ডার হিসেবে তাঁর মাহাত্ব বোঝানোর জন্য যথেষ্ঠ।

সবচেয়ে কম বয়সী

সবচেয়ে কম বয়সী

এখনও তাঁর ঝুলিতে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট (২১ বছর, ২৫ দিন), ২০০ উইকেট (২৪ বছর) ও ৩০০ উইকেট (২৭ বছর, ২ দিন) শিকার করার রেকর্ড রয়েছে।

একমাত্র 'হেরো' ও অধিনায়ক

একমাত্র 'হেরো' ও অধিনায়ক

১৯৮৩ সালে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে কপিল দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে ৯ উইকেট নিয়েছিলেন। যা তাঁকর কেরিয়ারের সেরা বোলিং। তিনিই একমাত্র অধিনায়ক হিসেবে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার রেকর্ডের অধিকারী। তবে সেই ম্যাচ অবশ্য ভারত ১৩৮ রানে হেরেছিল। তাই হারা ম্যাচে এক ইনিংসে সেরা বোলিং-এর রেকর্ডও তাঁর দখলে রয়েছে।

২০০-তে প্রথম

২০০-তে প্রথম

১৯৯৪ সালে কেরিয়ার শেষ করার সময়, তিনিই ছিলেন একদিনের ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী (২৫৩)। বস্তুত, একদিনের ক্রিকেটে তিনিই প্রথম ২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন।

এই সব রেকর্ড বাদ দিলেও, শুধুমাত্র, ১৯৮৩ সালের লর্ডস-এর ব্যালকনি-তে বিশ্বকাপ হাতে হাসমুখে তাঁর ছবিটির জন্যই চিরকাল ভারতীয় সমর্থদের মনের এক বিশেষ স্থআনে থেকে যাবেন কপিল দেব।

English summary
On Sunday (6 Jan) Kapil Dev has turned 60. On this occasion let's see some records made by the legendary Indian allrounder.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X