For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতি মেরে সাথি!কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠে কী লিখলেন রোহিত শর্মা

বিচার চাই, কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠলেন রোহিত শর্মা

  • |
Google Oneindia Bengali News

কেরলে নৃশংস হাতি হত্যা মামলায় বিচার চাই। সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছে ভারতীয়রা। সেলিব্রেটিদের অনেকেই কেরলের মালাপ্পুরম জেলায় আনারসে বাজি ভরে হাতি খুনের ঘটনার প্রতিবাদ করেছেন। এবার প্রতিবাদে সামিল ভারতীয় দলের সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা।

নৃশংস হত্যা

কেরালার মালাপ্পুরম জেলায় মানুষের দেওয়া বাজি ভরা আনারস খেয়ে অন্তঃসত্ত্বা হাতির মুখ ও জিভ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পেটের ভিতরের সন্তানকে বাঁচাতে পুকুরে নেমে আশ্রয় নেওয়া অবস্থায় হাতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যায়।

সারা দেশে হইচই

ইতিমধ্যে এই ঘটনায় সারা দেশে হইচই পরে গিয়েছে। কেরলের ঘটনায় সর্বত্র নিন্দার ঝড়। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

রোহিত প্রতিবাদে যা লিখলেন

কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠে রোহিত লিখেছেন, 'কেরলে গর্ভবতী হাতির সঙ্গে যা হয়েছে শুনে মনখারাপ। কোনও জীবজন্তুর সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয়।এই অন্যায় মেনে নেওয়া যায় না। কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। '

বিরাটের পোস্ট

হাতি খুনে নিন্দা করেছেন বিরাট কোহলিও। ভারত অধিনায়ক লিখেছেন, 'পশুদের প্রতি আমাদের আরও বেশি সহৃদয় হওয়া উচিত।'

প্রতিবাদ জানালেন সুরেশ রায়না

ক্রিকেটার সুরেশ রায়নাও প্রতিবাদে একটি কার্টুন পোস্ট করেছেন। যেখানে প্রতীকি হিসেবে হাতির সামনে একটি আনারস রাখা। সত্যিই এই আনারস খাওয়া উচিত কিনা, সেই নিয়ে হাতির মুখের অভিব্যক্তি তুলে ধরা হয়েছে। কেরলের মুখ্যামন্ত্রীকে ট্যাগ করে রায়না দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

লোকেশ রাহুলের পোস্ট

লোকেশ রাহুল টুইট করে হাতি হত্যায় মন খারাপ জানিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হরভজন সিং, কুলদীপ যাদবরাও প্রতিবাদ জানান।

English summary
#KeralaElephantMurder: Rohit Sharma furious over killing of pregnant elephant, ask for action against culprit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X