For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ক্রিকেটের মহাতারকা হবেন ঋষভ, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মত

ভারতীয় ক্রিকেটের মহাতারকা হবেন ঋষভ, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মত

  • |
Google Oneindia Bengali News

একের পর এক সুযোগ পাচ্ছেন। অথচ সেগুলি কাজে লাগাতে পারছেন না ভারতের তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান ঋষভ পন্থ। ব্যাট হাতে তো বটেই, উইকেটরক্ষকের দস্তানা হাতেও কার্যত ব্যর্থ তিনি। পরিস্থিতি এমন যে তরুণ তারকার পরিবর্তে ভারতীয় দলে ফের মহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভূক্ত করার জন্য রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

তীব্র সমালোচনার মুখে ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। পন্থকে আরও সময় দেওয়ার পক্ষপাতি তিনি। বিরাটের মতোই টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষককে আরও কিছুটা সময় দেওয়ার জন্য ক্রিকেট প্রেমীদের আবেদন করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন।

বিরক্ত বিরাট

বিরক্ত বিরাট

ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে নিয়ে শুরু হওয়া সমালোচনার বহরে বিরক্ত হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। পন্থকে ম্যাচ উইনার আখ্যা দিয়ে তাঁকে আরও কিছুটা সময় দেওয়ার কথা জানিয়েছেন ভিকে। একই সঙ্গে ব্যর্থ হলেই ঋষভকে লক্ষ্য করে 'ধোনি' রব তোলার অভ্যাস বন্ধ করার জন্য সওয়ালও করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

পন্থের পাশে কেভিন

পন্থের পাশে কেভিন

ঋষভ পন্থকে দুর্দান্ত ক্রিকেটার বলে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। বলেছেন, ভুললে চলবে না ঋষভের বয়স মাত্র ২১। ক্রিকেটার হিসেবে পরিণত হতে তাঁকে আরও কিছুটা সময় দেওয়া উচিত বলে মনে করেন কেভিন। ২৪ বা ২৫ বছর বয়সে পন্থ, বিশ্বকে শাসন করবে বলেও বিশ্বাস করেন কেভিন। বলেছেন, আইপিএলে খেলার সময় পন্থকে কাছ থেকে দেখেছেন তিনি। ভারতের তরুণ উইকেটরক্ষকের মধ্যে যে ক্ষমতা আছে, শীঘ্র তার প্রকাশ ঘটবে বলে দাবি পিটারসেনের।

লারাও একমত

লারাও একমত

ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের মতো ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ব্রায়ান লারাও। তাঁর কথায়, পন্থের ওপর মাত্রাতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। ভারতের তরুণ উইকেটরক্ষককে স্বাধীনভাবে খেলতে দেওয়ার পক্ষপাতি ক্রিকেটের রাজপুত্র।

সৌরভের মত

সৌরভের মত

তরুণ ঋষভ পন্থের প্রশংসাই করতে অভ্যস্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তা বলে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষককে আড়ালও করতে চান না তিনি। ঋষভকে সমালোচনা শুনতে দেওয়া উচিত বলে মনে করেন বিসিসিআই সভাপতি। চ্যালেঞ্জ না নিলে ক্রিকেটাররা পরিণত হন না বলেও দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

English summary
Kevin Petersen praises Rishabh Pant after failure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X