For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি রিকি পন্টিংকে টপকে গেলেন বিরাট কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংকে টপকে গেলেন 'রান মাস্টার' বিরাট। পুণে ম্যাচে বিরাট ২৬ রান হাঁকিয়ে রান আউট হন।

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের বিশ্বরকের্ড টপকে গেলেন 'রান মাস্টার' বিরাট। পুণে ম্যাচে বিরাট ২৬ রান হাঁকিয়ে রান আউট হন।

এলিট ক্লাবে কোহলি

এলিট ক্লাবে কোহলি

এই রান হাঁকানোর সুবাদে অধিনায়ক হিসেবে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ১১হাজার রানের মালিক হয়েছেন। পুনেকে ১ রান করলেই অধিনায়ক হিসেবে ১১ হাজার রানের মালিক হতেন। ম্যাচে সিঙ্গলস নিয়ে এই মাইলস্টোন পূর্ণ করে এলিট ক্লাবে ঢুকে পড়েন বিরাট।

বিরাটের কীর্তি

এর আগে পাঁচ অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান হাঁকিয়েছেন। বিরাট ষষ্ঠ অধিনায়ক ও ভারত থেকে দ্বিতীয় (প্রথমে রয়েছেন ধোনি) যিনি অধিনায়ক হিসেবে ১১ হাজার রান হাঁকালেন।

রিকিকে পিছনে ফেললেন বিরাট

রিকিকে পিছনে ফেললেন বিরাট

এই পরিসংখ্যানে কিংবদন্তি রিকি পন্টিংকে পিছনে ফেলে দিয়েছেন কিং কোহলি। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে বিরাট ১১ হাজার রানের মালিক হয়েছেন। তালিকায় এতদিন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং শীর্ষে ছিলেন। ২৫২ ইনিংস খেলে দ্রুততম হিসেবে রিকি অধিনায়ক হিসেবে ১১ হাজার রান হাঁকিয়েছিলেন। বিরাট সেখানে ১৯৬ ইনিংস খেলে এই কীর্তি হাঁকিয়ে রিকিকে পিছনে ফেললেন।

 একনজরে ছয় অধিনায়ক যারা ১১ হাজার রান করেছেন

একনজরে ছয় অধিনায়ক যারা ১১ হাজার রান করেছেন

১)১৯৬ ইনিংস খেলে অধিনায়ক হিসেবে ১১ হাজার রান বিরাটের।
২) অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ২৫২ ইনিংস খেলে ১১ হাজার রান করেছিলেন।
৩) দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ২৬৪ ইনিংস খেলে এই কীর্তি গড়েন।
৪) অস্ট্রেলিয়ার অ্যালন বর্ডার ৩১৬ ইনিংস খেলে ১১ হাজার রান করেছিলেন।
৫) ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি ৩২৪ ইনিংস খেলে এই কীর্তি গড়েন।
৬) নিউজিল্যান্ডে স্টিভেন ফ্লেমিং ৩৩ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন।

English summary
King Virat Kohli breaks Ricky Ponting’s world record in 3rd T20I against SL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X