For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহালিতে শেষ ম্যাচে জিততে মরিয়া অশ্বিনের দল

লিগ টেবিলে থাকা দু'নম্বর এবং তিন নম্বর দলের লড়াই। প্রথমটি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দ্বিতীয়টি কিংস ইলভেন পঞ্জাব। ইতিমধ্যেই এই দুই দলের মহারণকে ঘিরে পারদ চরমে।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে কিংস ইলেভন পঞ্জাব। এখও পর্যন্ত চলতি আইপিএল-এ অপ্রতিরোধ্যে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের অভাবে একাই ঢেকো দিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

মোহালিতে শেষ ম্যাচে জিততে মরিয়া অশ্বিনের দল

অন্য দিকে, রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে একাদশ আইপিএলের শুরু থেকেই বেশ বিধ্বংশী মেজাজে পঞ্জাবের দল। মূলত ব্যাটিং বিভাগই এই আইপিএলে অন্যতম শক্তি পঞ্জাবের। মোহালির মাঠে এটাই তাঁদের শেষ ম্যাচ, ফলে এই ম্যাচ সমর্থকদের জন্য আপ্রাণ জিততে চাইবেন অশ্বিনরা।

ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, কেএল রাহুল সমৃদ্ধ পঞ্জাব ব্যাটিং লাইনআপ যে কোনও দিন যে কোনও দলের রাতের ঘুম ছোঁটানোর জন্য যথেষ্ট।

পঞ্জাবকে চিন্তায় রাখছে তাঁদের বোলিং ইউনিট। গত তিন ম্যাচেই তাঁদের পেসাররা বহু রান খরচ করেছেন মাঝের ওভারগুলিতে। অ্যান্ড্রু টাই, মোহিত শর্মা, বারিন্দর সরণ কেউই ভরসা দিতে পারেননি দলকে। ফলে এই ম্যাচে পঞ্জাব বোলিং লাইনে যে বীরেন্দ্র সহবাগ বদল আনবেন তা এক প্রকার নিশ্চিত। সেক্ষেত্রে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বেন দারসুইস এবং অঙ্কিত রাজপুত।

তবে, পঞ্জাবের ব্যাটিং শক্তিশালী হলেও পিছেয়ে নেই সানরাইজার্সদের বোলিং বিভাগ। এই আইপিএলের সেরা বোলিং অ্যাটাক রয়েছে উইলিয়ামসনদের দখলেই। ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সাকিব আল হাসান, সিদ্ধার্থ কল, বিলি স্ট্যানলেকরা যে কোনও দিন একার হাতে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন ম্যাচের রং। ফলে এই ম্যাচ আদতে হতে চলেছে পঞ্জাবের ব্যাটিং বনাম হায়দ্রাবাদের বোলিং বিভাগের লড়াই।

সানরাইজার্স কোচ টম মুডিও মনে নেন সেই কথা। তিনি বলেন, "গেল ফর্মে থাকায় পঞ্জাবের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হয়েছে। টি২০ ম্যাচ জেতার জন্য যে ক্ষমতার প্রয়োজন তা আছে পঞ্জাব দলের। তবে আমরাও তৈরি। পঞ্জব ব্যাটিং অর্ডার ভাঙার মতো ক্ষমতা আছে আমাদের।"

English summary
Kings Eleven Punjab will face Sunrisers Hyderabad in the last match in mohali today. Fans are charged up totally for the match and players are also motivating themselves to secure a magnificent win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X