For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্যানেদের হতাশ করতে পারে কেকেআরের এই ক্রীড়াসূচি, কিন্তু কেন

ফ্যানেদের হতাশ করতে পারে কেকেআরের এই ক্রীড়াসূচি, কিন্তু কেন

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের সূচি প্রকাশ পেয়েছে কয়েক ঘন্টা হল। তার মধ্য়ে কেকেআর ফ্যানদের মধ্যে সূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বিশেষ একটি কারণের জন্যে এবছরে নাইটব্রিগেডের হোম ম্যাচের সূচি নিয়ে খুশি হতে পারেননি।

হাইভাল্টেজ ডুয়েল দিয়ে কেকেআরের অভিযান শুরু

হাইভাল্টেজ ডুয়েল দিয়ে কেকেআরের অভিযান শুরু

এবছর হাইভোল্টেজ ডুয়েল দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে কেকেআর। শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ মরসুমের পরিসংখ্যান বলছে দুই ম্যাচের মুখোমুখি লড়াইয়ে বিরাটের দলের বিরুদ্ধে কেকেআর এক ম্যাচ হেরেছিল। আর আরসিবিকে অন্য ম্যাচে হারায়।

চিন্নাস্বামীতে কেকেআর জিতলেও ঘরের মাঠে ইডেনে কেকেআর ম্যাচ হেরে বসেছিল। এবার লিগের অভিযান ম্যাচে চিন্নাস্বামীতে বিরাট বনাম দীনেশ মহারণ! ইতিমধ্য়েই এই ম্যাচ ঘিরে নাইট ফ্যানেদের মধ্য়ে উত্তেজনা পারদ তুঙ্গে। সেই সঙ্গে একটু হলেও এবারের আইপিএলে নাইটদের সূচি দেখে কিছু ফ্য়ানের মন খারাপ।

কেন ফ্যানেদের মন খারাপ

কেন ফ্যানেদের মন খারাপ

সোশ্যাল মিডিয়ায় এদিন অনেক ফ্যানই এবছর ইডেনে নাইটদের হোম ম্যাচের একটিও দুপুরের খেলা না পাওয়ার কারণে অভিযোগ জুড়েছেন। প্রতিবছর নাইটদের হোম ম্যাচগুলির মধ্যে অন্তত কমপক্ষে দুটি ম্যাচ দুপুরে থাকে।

বিশেষ করে বর্ষবরণ অর্থাৎ পয়লা বৈশাখের সময় হোম ম্যাচ থাকলে সেটি রবিবার দুপুরে দেওয়া হয়। ফলে অনেকেই রাতের ম্যাচ দেখার পরিবর্তে দুপুরে ঐ ম্যাচটির জন্য টিকিট কাটতে বেশি আগ্রহ দেখান।

বছরের শুরুতে পরিবারকে সঙ্গে নিয়ে শাহরুখের দলের ম্যাচ দেখাই সেখানে মূল উদ্দেশ। রাতের ম্যাচ দেখে বেরানোর পর পরিবহণ সংকটে পরার আশঙ্কা থাকে। তাই পরিবার নিয়ে দুপুরের ম্যাচ দেখতে অনেকেই বেশি আগ্রহী।

আর বর্ষবরণের সময় হলে তো কথাই নেই। ভুরিভোজ সেরে দুপুরেই ইডেনের গ্যালারি ভরান সমর্থকরা। এবার অবশ্য সেই সুবিধে থাকছে না।

২০১৯ সালে কেকেআরের কটি হোম ম্যাচ দুপুরে ছিল

২০১৯ সালে কেকেআরের কটি হোম ম্যাচ দুপুরে ছিল

২০১৯ সালে নাইট রাইডার্সের হোম ম্যাচগুলির মধ্যে ২৪ মার্চ সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচটি দুপুরে ছিল। ১৪ এপ্রিল সিএসকের বিরুদ্ধে ম্যাচটি দুপুরে রাখা হয়েছিল। সেখানে এবছর একটিও হোম ম্যাচ দুপুরে রাখা হয়নি। স্বভাবতই নাইট ফ্যানেদের অনেকেই একটু হলেও এই সূচিতে ক্ষুন্ন।

একনজরে কেকেআরের এবারের ক্রীড়াসূচি দেখে নেওয়া যাক

৩১ মার্চ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু। এরপর ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ খেলবে কেকেআর।

English summary
kkr 2020 ipl schedule: Fans may worried without getting a day match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X