For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ গঙ্গোপাধ্যায় আউট হলেই বন্ধ ঘরে আঝোরে কাঁদতেন এই কেকেআর তারকা

সৌরভ গঙ্গোপাধ্যায় আউট হলেই বন্ধ ঘরে আঝোরে কাঁদতেন এই কেকেআর তারকা

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২০ হাজার রানের মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় যে এ প্রজন্মের বহু ক্রিকেটারের অনুপ্ররণা, তা বলাই বাহুল্য। কিছুদিন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার, মহারাজের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন। সেই তালিকায় যোগ হল ভারত তথা কলকাতা নাইট রাইডার্সের বাঁ-হাতি ব্যাটসম্যান নীতীশ রানার নাম। সৌরভ সম্পর্কে জুড়ে থাকা নিজের এক আবেগঘন স্মৃতির প্রসঙ্গ উত্থাপন করলেন দিল্লির ক্রিকেটার।

নীতীশ রানার কেরিয়ার

নীতীশ রানার কেরিয়ার

২০১৫-১৬ মরশুমে ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে অভিষেক ঘটেছিল নীতীশ রানার। সে বছর রঞ্জি ট্রফিতে ৫০.৬৩-র গড়ে ৫৫৭ রান করেছিলেন নীতীশ। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন রানা। ২০১৮ তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ঘরোয়া এবং আইপিএল মিলিয়ে মোট ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচে ২১১০ রান করেছেন নীতীশ রানা। ২০১৭ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩টি ম্যাচে ৩৩৩ রান করেছিলেন রানা।

সৌরভ প্রেমী নীতীশ

সৌরভ প্রেমী নীতীশ

নীতীশ রানা জানিয়েছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাঁর পরিবারে কথার লড়াই চলত। কারণ তাঁর ভাই ছিলেন রাহুল দ্রাবিড়ের ভক্ত, বাবা ছিলেন সচিন তেন্ডুলকরের অনুরাগী। আর তিনি সৌরভের ব্যাটিং দেখতে পছন্দ করতেন বলে জানিয়েছেন নীতীশ। বলেছেন, সৌরভ আউট হলে তাঁকে ভালোমন্দ শুনিয়ে দিতেন তাঁর বাবা। তখন তিনি নিজের ঘর বন্ধ করে অঝোরে কাঁদতেন বলে জানিয়েছেন কেকেআরের ব্যাটসম্যান।

সচিনকে নিয়ে অভিজ্ঞতা

সচিনকে নিয়ে অভিজ্ঞতা

নীতীশ রানা জানিয়েছেন, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পেলেও শুরুর দিকে তিনি প্রথম একাদশে সুযোগ পেতেন না। কিন্তু সেই সময় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর তাঁর প্রতিভা আবিষ্কার করেছিলেন বলে জানিয়েছেন কেকেআর তারকা। জানিয়েছেন, তাঁর এক বন্ধু সচিন ও মুম্বই ইন্ডিয়ান্সের তৎকালীন ম্যানেজার রাহুল সাংভির মধ্যে কথোপকথনে তাঁর নাম শুনেছেন।

ভাবেননি আইপিএল খেলবেন

ভাবেননি আইপিএল খেলবেন

তিনিও কোনওদিন আইপিএলের অংশ হতে পারবেন, তা নাকি ভাবেননি নীতীশ রানা। বলেছেন, টুর্নামেন্টের প্রথম চার কিংবা পাঁচ মরশুমে তিনি ফিরোজ শাহ কোটলাতে খেলা দেখতে যেতেন কেবল বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, এবি ডিভিলিয়ার্স ও অক্ষয় কুমারকে দেখার জন্য। বলিউড খিলাড়ি সেই সময় দিল্লি ডেয়ারডেভিলসের সহ-মালিক ছিলেন।

হারের হতাশা নয়, নিজের ভুল থেকে শেখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়েরহারের হতাশা নয়, নিজের ভুল থেকে শেখার পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

English summary
KKR batsman Nitish Rana used to cry in locked room after Sourav Ganguly's dismissal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X