For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টিবিঘ্নিত ইডেনে ব্যাটিং ব্যর্থতা কেকেআর-এর, সানরাইজার্সের টার্গেট ১৩৯ রান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইডেনে ব্যাটিংয়ে নিজেদের সেভাবে মেলে ধরতে পারল না কলকাতা। অসাধারণ বোলিং করল সানরাইজার্স হায়দরাবাদ।

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইডেনে ব্যাটিংয়ে নিজেদের সেভাবে মেলে ধরতে পারল না কলকাতা। অসাধারণ বোলিং করল সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর-এর হয়ে লড়লেন ক্রিস লিন ও অধিনায়ক দীনেশ কার্তিক। লিন ৪৯ ও কার্তিক ২৯ রান করেন। নির্ধারিত ২০ ওভারে কলকাতা ১৩৮ তুলেছে ৮ উইকেট হারিয়ে রান। সানরাইজার্স পুরো ২০ ওভার পাবে এই রান তোলার জন্য।

বৃষ্টিবিঘ্নিত ইডেনে ব্যাটিং ব্যর্থতা কেকেআর-এর

টসে জেতা থেকেই যেন এদিন ব্যাকফুটে চলে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন ওপেন করতে নামেননি সুনীল নারিন। নামেন রবীন উথাপ্পা ও ক্রিস লিন। তবে উথাপ্পা ৩ রান করে ফিরে যান। দ্বিতীয় উইকেটে নীতীশ রানা ভালো শুরু করেও বিলি স্ট্যানলেকের বলে ১৮ রানে আউট হয়ে ফেরেন।

সাত ওভারে কলকাতা করে ২ উইকেটে ৫২ রান। তারপর বৃষ্টিতে অনেকক্ষণ খেলা থেমে ছিল। যদিও কোনও ওভার নষ্ট হয়নি। বৃষ্টি শেষে বল করতে নেমে হায়দরাবাদ খেলা ধরে নেয়।

হায়দরাবাদের বোলাররা অসাধারণ বোলিং করে কলকাতার ব্যাটসম্যানদের আটকে দেন। দীনেশ কার্তিক বাদে মিডল অর্ডারে কেউ রান পাননি। সুনীল নারিন (৯ রান)-কে চার নম্বরে নামানো হয়। আন্দ্রে রাসেল (৯ রান) তাড়াহুড়ো করে ফিরে যান।

এরপরে নবাগত শুভমান গিল (৩ রান) ও শিবব মাভিকে (৭ রান) নিয়ে এগোনোর চেষ্টা করে ব্যর্থ হন কার্তিক। সবমিলিয়ে কেকেআর ২০ ওভারে ১৩৮ রান তোলে ৮ উইকেটের বিনিময়ে।

English summary
IPL 2018 : Kolkata Knight Riders batting collapses at Eden Gardens in rain interrupted match against Sunrisers Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X