For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাসেল-ব্রেথওয়েট তুলবেন ঝড়! দলের ব্য়াটিং নিয়ে বড় দাবি কেকেআর-এর সহকারী কোচের

কেকেআর-এর সহকারী কোচ সাইমন ক্যাটিচ দাবি করেছেন, আইপিএল ২০১৯-এ আটটি দলের মধ্যে কলকাতার ফ্রাঞ্চাইজির 'ব্যাটিং' লাইনআপই সেরা।
 

Google Oneindia Bengali News

২০১৯-এ আটটি দলের মধ্যে কলকাতার ফ্রাঞ্চাইজির 'ব্যাটিং' লাইনআপই সেরা, এমনই গুরুতর দাবি করলেন কেকেআর-এর সহকারী কোচ সাইমন ক্যাটিচ। এদিন এই বছরই দলে আসা নতুন নাইটদের পরিচয় করানোর জন্য এক অনুষ্ঠানে এসে তিনি জানান, কার্লোস ব্রেথওয়েট দলে আসায় কেকেআর-এর ব্য়াটিং শক্তি অনেকটা বেড়ে গিয়েছে।

ব্য়াটিং নিয়ে বড় দাবি কেকেআর সহকারী কোচের

কেকেআর-এর ব্য়াটিং-কে সেরা বলার অন্যতম কারণ এই ব্রেথওয়েট। এমনটাই জানান নাইট কোচ। ১৪৩ টি টি২০ খেলা ব্রেথওয়েটের ব্য়াটিং গড় কিন্তু ১৭-র নিচে। কিন্তু ক্যাটিচ স্পষ্ট করে দিয়েছেন, কেকেআর নিলামে তাঁর পিছনে ৫ কোটি টাকা ব্যয় করেছে প্রধাণত তাঁর বড় শট মারার দক্ষতার জন্যই। ব্রেথওয়েটের টি২০ স্ট্রাইক রেট ১৪৫.০৪।

রাসেলের সঙ্গে ব্রেথওয়েট মিলে ইনিংসের শেষের দিকে ঝড় তুলবেন আশা করছে নাইট শিবির। ক্যাটিচ জানিয়েছেন, ইনিংসের শেষ দিকে যখন রাসেল-ব্রেথওয়েটদের মতো বড় চেহারার ব্য়াটসম্য়ানরা গিয়ে মাছি তাড়ানোর মতো করে ছয় মারেন, তা দেখতে খুব সুন্দর লাগে।

নাইট ব্যাটিং লাইনআপকেই আইপিএল-এর সেরা বলার পিছনে ক্যাটিচ আরও যুক্তি দিয়েছেন। টেনে এনেছেন গত বছরের পরিসংখ্য়ান কে। তিনি জানিয়েছেন, গত আইপিলএল-এ সর্বোচ্চ রান করা প্রথম ২৫ জন ব্যাটসম্য়ানের তালিকায় নাইটদের ছয় জন ব্যাটম্যান ছিলেন - কার্তিক, লিন, নারাইন, উথাপ্পা, রাসেল ও নীতিশ রানা। এরসঙ্গে এই বছর শুভমানও জ্বলে উঠবেন বলে আশা করছে কেকেআর।

English summary
KKR assistant coach Simon Katich claimed that the Kolkata franchise has 'best' batting, line-up among eight teams in IPL 2019. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X