For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই নিলাম, কোন পথে ভাবনা চলছে কেকেআর থিঙ্কট্যাঙ্কের

রাত পোহালেই আইপিএলের নিলাম। নিজের শহরের দলে কী কী বদল হতে চলেছে জানেন কি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই আইপিএল ১১ -র নিলামের আসরে প্লেয়ার তোলার কাজে লেগে পড়বে একের পর এক আটটি ফ্রাঞ্চাইজি। গত মরশুমটা সেরকম ভালো যায়নি কেকেআরের। এবার তাই দু'বারের খেতাব জয়ী শাহরুখ খানের দল ফের ছন্দে ফিরতে আগ্রহী।

রাত পোহালেই নিলাম, কোন পথে ভাবনা চলছে কেকেআর থিঙ্কট্যাঙ্কের

দলের জন্য ৫৯ কোটি টাকা খরচ করতে পারবে কেকেআর ফ্রাঞ্চাইজি। প্লেয়ার রিটেনশানের সময় দুই ক্যারিবিয়ান বিদেশি আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে ধরে রেখেছে নাইটরা। ফলে আরটিএম কার্ড তাদের হাতে রয়েছে ৩ টি।

থিঙ্ক ট্যাঙ্কের খুব একটা ইচ্ছা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে অধিনায়কত্ব পাওয়া গৌতম গম্ভীরকে ধরে রাখার। তবে যে তাঁর জন্য আরটিএম কার্ড ব্যবহার করাই হবে না এমনটাও অবশ্য নিশ্চয়তা পাওয়া যায়নি। কারণ কেকেআর যে যে জায়গায় ক্রিকেটার খুঁজছে সেগুলি হল ওপেনার, তিন নম্বর, মিডল অর্ডার প্লেয়ার, উইকেটরক্ষক ব্যাটসম্যান, ঘরোয়া স্পিনার এবং দেশীয় বা বিদেশি পেসার। আসলে নাইটদের নজরে রয়েছেন টিম ইন্ডিয়ার ধামাকা ওপেনার শিখর ধাওয়ান। তাঁর ইউএসপি মাঠে লোক টানতে পারবে সহজেই। তবে শিখরকে তো শুধু কেকেআরই টার্গেট করবে তা নয়। এদিকে অধিনায়ক হিসেবে কেকেআর টার্গেট করবে কেন উইলিয়ামসন, জো রুট, ফ্যাফ ডুপ্লেসিকেও।

কেকেআর গম্ভীরের জায়গায় যদি বড় কোনও তারকাকে না পায় তাহলে গম্ভীরের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে তারা। ২০১৪ সালে প্রথম নাইট রাইডার্স দলে নিয়েছিল মণীশকে। সেই বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সূত্রের খবর ভারতের দলের জার্সি পাওয়া মণীশকে কেকেআরের অধিনায়কত্বের পদও দেওয়া হতে পারে।
অন্য কার্ডগুলিতে চায়না ম্যান স্পিনার কুলদীপ যাদব ও ন্যাথান কোল্টার নিলেকে নিয়ে আগ্রহ রয়েছে টিম ম্যানেজমেন্টের। কেকেআরের জার্সি গায়ে উঠে আসা কুলদীপ যাদব, জাতীয় দলে যেমন দাগ কেটেছেন তেমনিই ভালো গেছে ঘরোয়া মরশুমও।

কেকেআরের হাতে বাজেটও রয়েছে ৫৯ কোটি। সুনীল নারিনকে ৮.৫ কোটি টাকা, আন্দ্রে রাসেল ৭ কোটি টাকা দিয়ে রেখে দেওয়ায় তাদের স্যালারি ক্যাপ থেকে ২১ কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। এছাড়াও নীতিশ রানা, সঞ্জু স্যামসন, শুভমান গিলের মত ক্রিকেটারদের দিকেও নজর থাকবে কেকেআরের।

এদিকে যাকে নিয়ে এত গন্ডগোল সেই গৌতম গম্ভীর বলেছেন কেকেআর যা সিদ্ধান্ত নেবে তাকে সম্মান করছেন। তবে কেকেআরের জার্সি গায়ে খেলাটা তাঁর কাছে কতটা কাছের তা বলে বোঝাতে পারবেন না।

English summary
KKR is not willing to keep Gautam Gambhir in their team , know the surprise package
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X