For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচের আগে বড় দুঃসংবাদ! চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন এই কেকেআর খেলোয়াড়

পায়ে চোট পেয়ে দুর্ভাগ্যজনকভাবে আইপিএল থেকে ছিটকে গেলেন তরুণ পেস বোলার কমলেশ নাগরকোটি।

  • |
Google Oneindia Bengali News

প্রথম দুই ম্যাচে পেস বোলার আর বিনয় কুমার ভালো বল করতে না পারায় সম্ভাবনা তৈরি হচ্ছিল তরুণ পেস বোলার কমলেশ নাগরকোটির আইপিএল অভিষেকের। তবে পায়ে চোট পেয়ে দুর্ভাগ্যজনকভাবে আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। যার ফলে কমলেশের কপাল তো পুড়লই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সও সমস্যায় পড়ে গেল।

চোট পেয়ে আইপিএলের বাইরে কেকেআর-এর এই খেলোয়াড়

কমলেশ কিছুদিন আগে শেষ হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে অনবদ্য বোলিং করেন। তারপরই কলকাতা টিম ম্যানেজমেন্ট কমলেশকে নিলামে তুলে নেয়। তবে এখন তিনি খেলতে না পারায় তাঁর জায়গায় কর্ণাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে জরুরি ভিত্তিতে দলে নেওয়া হয়েছে।

কৃষ্ণ নিজেও ফাস্ট বোলার। বছর ২২ বয়স। একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩টি টি২০ ও ১৯টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। আইপিএল শুরুর আগেই কমলেশের চোট লাগে। সেই সময় থেকেই কৃষ্ণ দলের সঙ্গে রয়েছেন।

ঘটনা হল, পেস বোলিং বিভাগে কলকাতা অন্য দলের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। প্রথমে মিচেল স্টার্ক বাদ চলে যান। তারপরে কমলেশ নাগরকোটি বাদ যাওয়ায় এতবড় টুর্নামেন্টে কীভাবে কলকাতা পেস বোলিং বিভাগকে সামাল দেয় সেটাই এখন দেখার।

অগত্যা বিনয় কুমারের ফর্ম না থাকলেও তার উপরে ভরসা করা ছাড়া টিম ম্যানেজমেন্টের হাতে আর কোনও উপায় রইল না। এছাড়া মিচেল জনসন, টম কুমার ও শিবম মাভি রয়েছেন। এদের দিয়েই গোটা মরশুম কাজ চালাতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে।

English summary
Kolkata Knight Riders pacer Kamlesh Nagarkoti has been ruled out of the IPL 2018 due to foot injury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X