For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেখে নিন কোন স্ট্র্যাটেজিতে আজ খেলা উচিৎ কলকাতার

দেখে নিন কোন স্ট্র্যাটেজিতে আজ খেলা উচিৎ কলকাতার

Google Oneindia Bengali News

নতুন অধিনায়কের নেতৃত্বে আরও একটি আইপিএল জয়ের সুযোগ কলকাতা নাইট রাইডার্সের সামনে। এই সুযোগ হাতছাড়া করতে করতে নারাজ কেকেআর টিম ম্যানেজমেন্ট।
পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রথম মরসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএল জিততে মরিয়া দীনেশ কার্তিকও। ফলে সানরাইজার্স হায়দরাবাদের জন্য আজ যে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলার অবকাশ রাখে না।

দেখে নিন কোন স্ট্র্যাটেজিতে আজ খেলা উচিৎ কলকাতার

এক নজরে দেখে নিন আজ কোন স্ট্র্যাটেজিতে ম্যাচ খেলা উচিৎ কেকেআর-এর।

১. টসে জেতো ফিল্ডিং নাও। কেকেআর-এর মূল মন্ত্র এখন এটাই। খুব কম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। তার উপর ম্যাচ যখন ইডেনে, তখন এই সিদ্ধান্ত কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক নেবেন তা ধরে নেওয়াই যায়। কারণ ইডেনের মাঠে সেকেন্ড ইনিংসে রান তাড়া করতে নেমে সুবিধা পাচ্ছে টিমগুলি।

২. পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভারে যতটা সম্ভব রান বাড়িয়ে রাখা। এই ক্ষেত্রে মূলত দায়িত্ব থাকবে ওয়েস্ট ইন্ডিজের সুপারস্টার সুনীল নারিনের উপর। এমনিতেই এই আইপিএলে প্রথম ছয় ওভারে রান তোলার ক্ষেত্রে সকল দলের থেকে এগিয়ে কলকাতা।

৩. পাওয়ার প্লে-র শেষেই দেখা গিয়েছে বেশিরভাগ ম্যাচে একের পর এক উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স। এক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিতে মূল দায়িত্ব নিতে হবে রবিন উথাপ্পা এবং দীনেশ কার্তিককে।

৪. প্রথম উইকেট আউট হলে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠানো উচিত শুভমন গিলকে। তরুণ এই বিস্ফোরক ব্যাটসম্যানকে উপরের দিকে সুযোগ দেওয়া হলে মিডিল অর্ডারের উপর চাপ কম পড়বে।

৫. বল হাতে স্পিনারদের সঙ্গে ভরসা দিচ্ছেন তরুণ পেশার প্রসিদ্ধ কৃষ্ণ। এই ম্যাচে শুরুর দিকে কম করে তিন ওভার বল দেওয়া প্রয়োজন কৃষ্ণকে। কারণ তরতাজা থাকায় সেই সময় কৃষ্ণের বোলিং আরও ধারালো হয়ে যায়। কৃষ্ণর গতিতে সমস্যা হয়েছে বহু ক্রিকেচারেরই।

৬. সুনীল নারিন বল হাতে ভাল বল করলেও, মাঝের ওভারগুলিতে আরও বেশি দায়িত্ব নিতে হবে কুলদীপ যাদব এবং পিযূষ চাওলাকে। এই দুই স্পিনাকর নিজেদের জাত চেনাতে পারলে ম্যাচ জিততে সমস্যা হওয়ার কথা নয় কেকেআর-এর জন্য।

৭. সানরাইজার্সের ইনিংসে যত শ্রীঘ্র সম্ভব কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ কেন যদি সেট হয়ে যায় তাহলে যত কঠিন ম্যাচই হোক না কেন, ম্যাচ বেড় করে ঠিক নিয়ে যাবেন এই কিউয়ি তারকা।

English summary
In the second qualifier of ipl 2018, kkr will face srh. It is a must win game for both teams. Kkr should follow some important steps to make the match easy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X