For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তবে কি ধোনির কেরিয়ার শেষ! এ কোন ইঙ্গিত দিলেন প্রাক্তন নির্বাচক

তবে কি ধোনির কেরিয়ার শেষ! এ কোন ইঙ্গিত দিলেন প্রাক্তন নির্বাচক

  • |
Google Oneindia Bengali News

করোনায় থেমে ক্রিকেট। বিশ্বমহামারী করোনা নিয়ে এখন চারিদিকে উদ্বেগ। দেশে দেশে লকডাউন পরিস্থিতি। ভাইরাসের সংক্রমের কারণে ভারতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়েছে।

ধোনিকে নিয়ে ইঙ্গিত এম এস প্রসাদের

ধোনিকে নিয়ে ইঙ্গিত এম এস প্রসাদের

করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার সবচেয়ে বেশি করে যে ক্রিকেটারের নাম বারবার উচ্চারিত হচ্ছে, তিনি মহেন্দ্র সিং ধোনি।এর মাঝেই এবার ধোনি কীভাবে বাদ পড়লেন এবং কেন ধোনির জাতীয় দলে ফেরা অনিশ্চিত, সেই নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

ধোনিকে নিয়ে যা বললেন প্রসাদ

ধোনিকে নিয়ে যা বললেন প্রসাদ

ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে এম এস কে প্রসাদ বলেছেন, '‌ধোনির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় ছিলাম। ধোনি নিজের সেরা ফর্মে ফিরতে পারে কিনা, সেটা দেখার অপেক্ষায় ছিল। সেই সঙ্গে ধোনি লোকেশ রাহুলকে কিছুদিন কিপিং নিয়ে পরামর্শ দিক, এটাই চেয়েছিলাম।' সঙ্গে প্রসাদ জুড়েছেন, 'প্রথমে কিছুদিনের জন্য ধোনি নিজেই খেলতে চায়নি। স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই নিয়ে ওর সঙ্গে আলোচনা হয়েছে। মাহি ফিরতে চাইনি, তখন আমরা ঋষভ পন্থকে সুযোগ দিয়েছিলাম। পন্থকে সুযোগ দিতে গিয়েই ধোনি আড়াল হয়ে যায়।'

রাহুলের কারণে ধোনি সুযোগ পাওয়া কঠিন

রাহুলের কারণে ধোনি সুযোগ পাওয়া কঠিন

লোকেশ রাহুল কিছুদিন আগেই বলেছিলেন, ধোনির জুতোয় পা গলানো কঠিন। কিন্তু প্রাক্তন জাতীয় নির্বাচক এম এস কে প্রসাদ জানিয়েছেন 'নিউজিল্যান্ড সফরে দস্তানা হাতে রাহুল সফল। ফলে টিম ম্যানেজমেন্ট রাহুলের উপরই আস্থা রাখবে। রাহুল যেহেতু ব্যাটিংয়ে পর কিপিংটা দারুণ করছে, তাই প্রথম সুযোগটা রাহুল, আর দ্বিতীয় সুযোগে হয়ত পন্থ। আইপিএল হলে ধোনির ব্যাটিং ওর আন্তর্জাতিক প্রত্যাবর্তনে রাস্তা তৈরি করতে পারত। কিন্তু আইপিএল স্থগিতে এই পরিস্থিতিতে শুধু কিপিং দক্ষার জন্যে ধোনির প্রত্যাবর্তনের সুযোগ কম।'

প্রায় এক বছর ক্রিকেটের বাইরে ধোনি

প্রায় এক বছর ক্রিকেটের বাইরে ধোনি

শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন ধোনি। এরপর দেশের হয়ে তিনি আর মাঠে নামেননি। ঘরোয়া ক্রিকেটেও মাহিকে বাইশ গজে পাওয়া যায়নি। গত বছরের জুলাইয়ের পর সামনে ২০২০ সালের জুলাই আসতে চলেছে। এই অবস্থায় প্রায় ১ বছর ক্রিকেটের বাইরে ধোনি। তাই ধোনির প্রত্যবর্তন সহজ নয়, প্রাক্তন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ এমনটাই মনে করছেন।

 ধোনির বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ

ধোনির বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ

ধোনি! ধোনি! ধোনি! গত বছর জুলাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার বিশ্বকাপের ম্যাচে এই রব উঠেছিল। এরপর শুধুই অপেক্ষা।পরের সময়টায় ধোনি আর ক্রিকেট মাঠের ধার ঘেঁষেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ভারতীয় দলে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল বটে। তবে আইপিএল স্থগিত হওয়ায় আশা নেই ধরে নেওয়াই যায়।

ধোনিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত

ধোনিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত

দলে ঠিক কোথায় ফিট করতে পারেন ধোনি! উত্তর অজানা। চারে নয়, চারে শ্রেয়স আইয়ার রয়েছেন। পাঁচ? ওখানে লোকেশ রাহুল নামক গিয়ার চেঞ্জিং ব্যাটসম্যান জায়গা পাকা করে নিয়েছেন। ছয়? জায়গাটায় হার্দিক পান্ডিয়া উপযুক্ত। এরপর সাতে নিশ্চয় ধোনিকে বয়ে বরোনো হবে না। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। পেসারদের স্বর্গরাজ্যে সাতে ধোনি বেমানান, বদলে বাড়তি অলরাউন্ডারে ঝুঁকবে ভারত

English summary
KL Rahul also keeping wickets, a tricky situation for MS Dhoni to return says MSK Prasad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X