For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা অনুদানে লোকেশ রাহুলের ব্যাট, জার্সি ও অন্যান্য সামগ্রী কত টাকায় বিক্রি হল জেনে নিন

করোনা অনুদানে লোকেশ রাহুলের ব্যাট, জার্সি ও অন্যান্য সামগ্রী কত টাকায় বিক্রি হল জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে দেশে এখন কঠিন পরিস্থিতি। সংক্রমণ রুখতে বিভিন্ন দেশে করোনা লকডাউন চলছে। এই অবস্থায় ভারতেও চলেছে লকডাউন। ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের রুটি-রুজিতে টান পড়েছে। তাঁদের সাহায্যে করতে ইতিমধ্যে ক্রিকেটাররা বড় ভূমিকা নিয়েছেন। প্রাক্তন থেকে বর্তমান দেশের একাধিক ক্রিকেটার করোনা ত্রাণে নিজেদের সাধ্যমতো দান করেছেন। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছেন লোকেশ রাহুল। করোনার মাঝে সমাজের কল্যাণের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকা ক্রিকেটার।

 করোনা আবহে সমাজ কল্যাণের কাজে রাহুল

করোনা আবহে সমাজ কল্যাণের কাজে রাহুল

জন্মদিনে ভারতীয় ক্রিকেটার জানিয়েছিলেন শিশুদের জন্য কিছু করতে চান বলে জানান। সেই মর্মে সোশ্যাল মিডিয়ায় নিজের এই ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মাতানো নিজের ব্যাটটি নিলামে তুলতে চান বলে জানিয়েছিলেন রাহুল। শুধু ব্যাট নয় বিশ্বকাপে ব্যবহৃত অন্য সামগ্রীগুলিও করোনা সাহায্যের জন্য তিনি নিলামে তুলবেন জানান। সেই সব সামগ্রীরই এবার নিলাম হয়ে গেল।

রাহুলের ব্যাট কত দাম পেল

রাহুলের ব্যাট কত দাম পেল

২০১৯ বিশ্বকাপে রাহুলের ব্যবহৃত ব্যাটটি নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছে। এই ব্যাট দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম বিশ্বসেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাহুল।রাহুলের ব্যাটটি ২ লক্ষ ৬৪ হাজার ২২৮ টাকায় বিক্রি হয়েছে।

রাহুলের অন্য সামগ্রীগুলি কী দাম পেয়েছে দেখে নেওয়া যাক

রাহুলের অন্য সামগ্রীগুলি কী দাম পেয়েছে দেখে নেওয়া যাক

বিশ্বকাপে রাহুলের ব্যবহার করা সামগ্রীগুলির মধ্যে রাহুলের হেলমেটটি দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছে। নিলামে হেলমেটের দাম ওঠে ১ লক্ষ ২২ হাজার ৬৭৭ টাকা। রাহুলের প্যাড বিক্রি হয় ৩৩ হাজার ২৮ টাকায়।

জার্সি বিক্রি কত টাকায়

জার্সি বিক্রি কত টাকায়

রাহুলের বিশ্বকাপের ওডিআই জার্সিটি ১ লক্ষ ১৩ হাজার ২৪০ টাকায়। অন্যদিকে বিশ্বকাপের স্মৃতি ছাড়াও আরও কয়েকটি সামগ্রী রাহুল বিক্রি করেছেন। রাহুলের টি-টোয়েন্টি জার্সি ১ লক্ষ ৪ হাজার ৮২৪ টাকায় বিক্রি হয় । টেস্ট দলের জার্সি সবচেয়ে বেশি দাম পেয়েছে। সেটি ১ লক্ষ ৩২ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও তাঁর গ্লাভস বিক্রি হয় প্রায় ২৮ হাজার টাকায়। নিলাম থেকে সামগ্রীগুলির যা মূল্য পাওয়া গিয়েছে তার সবটাই একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে করোনা পরিস্থিতিতে পিছিয়ে থাকা মানুষদের জন্য খরচ করবে বলা জানা গিয়েছে।

নিজের আন্তর্জাতিক কেরিয়ারে কোন তিন কোচের অবদান ভুলবেন না বিরাট কোহলি?নিজের আন্তর্জাতিক কেরিয়ারে কোন তিন কোচের অবদান ভুলবেন না বিরাট কোহলি?

English summary
kl rahul auctioned his world cup 2019 century bat price ovar 2 lakhs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X