For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেইলের থেকে অনেক কিছু শিখেছেন, জানালেন রাহুল

ওপেনিং পার্টনার ক্রিস গেইলের প্রশংসায় পঞ্চমুখে কিংস ইলেভেন পঞ্জাবের উইকেটরক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

ওপেনিং পার্টনার ক্রিস গেইলের প্রশংসায় পঞ্চমুখে কিংস ইলেভেন পঞ্জাবের উইকেটরক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল। পিটিআইকে রাহুল জানান গেইলের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা পরবর্তী কালে তাঁর কাজে আসবে এবং গেইল তাকে শিখিয়েছেন কী ভাবে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখা যায়।

গেইলের থেকে অনেক কিছু শিখেছেন, জানালেন রাহুল

তিনি বলেন, 'টি২০ ক্রিকেটে যেকোনও ব্যাটসম্যানের তুলনায় বহুগুনে বিপজ্জনক ক্রিস গেইল। ওর মতো বিধ্বংসী টি২০ ওপেনার খুব কমই আছে। এটা আমার কাছে সৌভাগ্যের যে আমি ক্রিস গেইলের মতো ক্রিকেটারের সঙ্গে ওপেন করা সুযোগ পাচ্ছি। ও কাজটা খুবই সহজ করে দেয়।'

গেইলের প্রশংসা করার পাশাপাশি তিনি এ-ও জানান ক্রিস গেইল বিধ্বংসী মেজাজে থাকায় রান রেট নিয়ে তাঁকে ভাবতে হয় না। এবং এই সুযোগে নিজের ইনিংস তৈরি করার কাজটাও করতে পারেন তিনি। তিনি বলেন, 'যখন প্রতিপক্ষের পুরো ফোকাস থাকে কী ভাবে গেইল কে আউট করা যায় সেই দিকে, তখন চাপটা অনেকটাই কমে যায় আমার উপর থেকে। আমি সময় নিয়ে ইনিংস তৈরির কাজটা করতে পারি।'

ক্রিকেটার গেইলের থেকে মানুষ গেইল যে আরও বড় মাপের তাও মনে করিয়ে দেন কেএল রাহুল। তিনি বলেন, 'বেশ কিছু বছর আমরা এক সঙ্গে খেলছি আইপিএলে। আরসিবির হয়ে খেলার পর এখন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। আমরা একে অন্যের সঙ্গ উপভোগ করি। গেইল এক জন সত্যিকারের দারুণ মানুষে। ওর পাশে থাকলে মজা হবেই। এক জন কমপ্লিট এন্টারর্টেনার।'

তাঁর আরও সংযোজন, 'ওর সঙ্গে খেলতে পেলে ভাল লাগছে। আমরা একে অন্যের খেলাটা ভাল মতোই বুঝি। মাঠে গিয়ে খেলাটা শুধু উপভোগ করি। এটা আমি গেইলের থেকেই শিখেছি। সব সময় হাসি মুখে ও ক্রিকেটাকে খেলে এবং নিজের খেলাকে উপভোগ করে। চাপের মুখেও নিজের চেনা ছন্দের বাইরে আসে না। দর্শকদের সব সময় আনন্দ দিতে চায় এই কিংবদন্তি। আমার মনে হয় প্রতিপক্ষ দল যখন ওর বিরুদ্ধে খেলে তখন সত্যিই ওরা খুব চাপে থাকে।'

গেইলের পাশাপাশি কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র শেহওয়াগেরও প্রশংসা করেন রাহুল। তিনি বলেন, 'সব সময় দলের প্লেয়ারদের সাহায্য করেন শেহওয়াগ। তরুণ ভারতীয় ক্রিকেটারদের সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিদেশি ক্রিকেটারেরাও ওর থেকে শিখতে চায়।'

এখনও পর্যন্ত চলতি আইপিএলে পঞ্জাবের হয়ে ৭ ম্যাচ খেলে ২৬৮ রান করেছেন কে এল রাহুল। স্ট্রাইক রেট ১৭০.৭০। এই মূহুর্তে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে কিংস ইলেভেন পঞ্জাব।

English summary
KL Rahul said he learned a lot from chris gayle. And he also disclosed that gayle inspired him to play fearless cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X