For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐ ম্যাচ নিয়ে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়! কেন এমন বললেন ভারতীয় ক্রিকেটার

ঐ ম্যাচ নিয়ে দুঃস্বপ্ন দেখি, ঘুম ভেঙে যায়! কেন এমন বললেন লোকেশ রাহুল

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম থেকে দারুণ পারফরম্যান্স করলেও শেষ চারে এসে আসল সময়ে ব্যর্থ হয় ভারত। সেমিফাইনাল মঞ্চে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টপ ও মিডল অর্ডারের ৩০ মিনিটের খারাপ খেলা, যা বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দিয়েছিল।

৯ জুলাইয়ের সেই রাত আর কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপের সেই সেমিফাইনাল আজও তাড়া করে বেড়ায়, এমনই বললেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। ঐ ম্যাচে ভারতের হার আজও মেনে নিতে পারেননি জানিয়েছেন রাহুল। সেই ম্যাচটাকে নিয়ে এখনও তিনি দুঃস্বপ্ন দেখেন, যেকারণে আজও তাঁর ঘুম ভেঙে যায় বললেন উইকেটকিপার ব্যাটসম্যান।

ঐ ম্যাচটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়! কেন এমন বললেন ভারতীয় ক্রিকেটার

করোনা লকডাউনে ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আড্ডা চলছে। সেরকম এক আড্ডায় লোকেশ রাহুল বিশ্বকাপ সেমিফাইনালের কথায় আসেন।

সম্ভব হলে ম্যাচটা পাল্টে দেওয়ার চেষ্টা করতেন, তিনি এমন কথাও বলেছেন। সেমিফাইনালে ১ রান করে আউট হয়েছিলেন। ওপেনিং সঙ্গী রোহিত ও তিনে নামা বিরাটও তাঁর মতো ১ রান করে ফেরেন। ৫ রানে ৩ উইকেট দিয়ে নিউজিল্যান্ডের সামনে মাথা নত করেছিল ভারত। এরপর কিউয়িদের বিরুদ্ধে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে মেন ইন ব্লু বিদায় নেয়।

যা নিয়ে রাহুল বলেন, 'বিশ্বকাপ সেমির ঐ ম্যাচটা দুঃস্বপ্নের মতো আজও তাড়া করে বেড়ায়। শুরুর খারাপ খেলাটাই কাল হল। এখনও নিজেকে ক্ষমা করতে পারিনা। ম্যাচটা নিয়ে দুঃস্বপ্ন দেখি, আর ঘুম ভেঙে যায়। বিশ্বকাপের সেমিফাইনালের ঐ হার, দলের প্রত্যেকের ক্রিকেট জীবনে ক্ষত হয়ে রয়েছে। আমি ব্য়ক্তিগতভাবে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের সেমিফাইনাল ম্যাচের হারের ঘোর থেকে এখনও নিজেকে বার করতে পারিনি।'

English summary
KL Rahul says Most of us still not over World Cup semi-final loss agisnt Nz
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X