For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী ভাবে প্লেয়ার ধরে রাখতে পারবে আইপিএল-এর দলগুলি, রিটেনশন বা আনক্যাপড কী, জেন নিন

জটিল আইপিএলের রিটেনশনের নিয়ম দেখে নিন সহজে। যা জানা থাকলে বুঝতে পারবেন দল গঠনের ব্লু প্রিন্ট। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

শুরু হয়ে গিয়েছে আইপিএল রিটেনশনের ইভেন্ট। বিভিন্ন মহলের ক্রিকেট ফ্যানদেরই নজর রয়েছে আইপিএলের এই রিটেনশন ইভেন্টে। কোন দল কীভাবে প্লেয়ার ধরে রাখে? আবার কাকেই বা ছেড়ে দিয়ে নতুন প্লেয়ার নেবে? এই নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ চরমে। কিন্তু তার চেয়েও জটিল আদৌ কীভাবে হবে এই রিটেনশন।

সন্ধ্যায় আইপিএল রিটেনশনের আসর, একনজরে জেনে নিন নিয়ম নীতিগুলি

এই রিটেনশনের নিয়মগুলি জেনে নিন এক নজরে।

এক একটি আইপিএল ফ্রাঞ্জাইজি ৫ জন করে প্লেয়ার ধরে রাখতে পারবে। প্লেয়ার রিটেনশন হচ্ছে প্লেয়ার নিলামের আগের ধাপ। এই ভাবে নিজেদের কোর দলটাকে এক রাখার একটা সুযোগ পাবে সব ফ্রাঞ্চাইজিরা। থাকছে রাইট টু ম্যাচ কার্ডও।

সন্ধ্যায় আইপিএল রিটেনশনের আসর, একনজরে জেনে নিন নিয়ম নীতিগুলি

একটি দল সর্বোচ্চ ৩টি রিটেনশন বা তিনটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে। যদি নিলামের আগে কোনও প্লেয়ারকেই ধরে না রাখার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রেই সর্বাধিক রাইট টু ম্যাচ ৩ টি অপশন ব্যবহার করতে পারবে।

প্লেয়ার ধরে রাখা হোক বা আরটিএম হোক কিছু সাধারণ রূপরেখা সব ফ্রাঞ্চাইজিদের জন্যই ব্যবহারযোগ্য হবে। ৩ জন ক্যাপড ভারতীয় প্লেয়ার ধরে রাখা যাবে। বিদেশি প্লেয়ার ধরে রাখার জন্য ২জনকে অবধি ধরে রাখা যাবে। আনক্য়াপড ভারতীয় ক্রিকেটার ধরে রাখতে হলে তার সর্বোচ্চ সংখ্যা ২ জন।

সিএসকে ও রাজস্থান রয়ালসের জন্য নিয়মবিধি আবার একটু আলাদা। যেহেতু তারা দু বছরের নির্বাসন কাটিয়ে তারা ফের আইপিএলে খেলতে আসছেন তাই তাঁরা ২০১৫ সালে তাঁদের দলে খেলা ক্রিকেটারদের এই রিটেনশনে তুলে নিতে পারবেন। তবে তাঁরা তাদের ক্ষেত্রেই এই নিয়ম ব্যবহার করতে পারবেন যাঁরা খালি পুণে সানরাইজার্স ও গুজরাত লায়ন্সে খেলেছেন তাঁদের জন্যই।

সন্ধ্যায় আইপিএল রিটেনশনের আসর, একনজরে জেনে নিন নিয়ম নীতিগুলি

আগামী তিন মরশুমের স্যালারি ক্যাপও বলে দেওয়া হয়েছে। ২০১৮ সালে ৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়া ২০১৯ ও ২০২০ সালে সেটা যথাক্রমে ৮২ কোটি ও ৮৫ কোটি টাকা ধার্য করা হয়েছে। নিলামের আগে রিটেনশনের জন্য যে প্লেয়ারদের রাখা হবে তার জন্য স্যালারি ক্যাপ গুলি তিন রকমের।

সন্ধ্যায় আইপিএল রিটেনশনের আসর, একনজরে জেনে নিন নিয়ম নীতিগুলি

সন্ধ্যায় আইপিএল রিটেনশনের আসর, একনজরে জেনে নিন নিয়ম নীতিগুলি

সন্ধ্যায় আইপিএল রিটেনশনের আসর, একনজরে জেনে নিন নিয়ম নীতিগুলি

যদি তিনটি প্লেয়ারকে ধরে রাখা হয় তাহলে টাকার ভাগগুলি হবে ১৫ কোটি, ১১ কোটি ও ৭ কোটি। এদিকে ২টি প্লেয়ারকে ধরে রাখা হলে ১২.৫ কোটি ও ৮.৫ কোটি টাকার স্যালারি ক্যাপের প্লেয়াদের ধরে রাখা হবে। আর যদি একটি প্লেয়ারকে ধরে রাখা হয় তাহলে ১২.৫ কোটি টাকার স্যালারি ক্যাপের প্লেয়ার ধরে রাখা যাবে।

English summary
IPL retention will be telecasted live this year for the first time in IPL's history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X