For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য

আইপিএল ২০১৮ -র নিলাম, কার ভাগ্যে কততে শিকে ছিঁড়ল।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

নিলাম শেষ । দল গড়ে নিয়েছে আট ফ্রাঞ্চাইজিই। চেন্নাই সুপার কিংস নিয়ে দর্শক ও ফ্যানদের মধ্যে প্রচুর উন্মাদনা থাকে। দু'বারের চ্যাম্পিয়ন দল, দু'বছরের নির্বাসন কাটিয়ে আসছে লড়াইতে। একেবারে মহাযুদ্ধের জন্য তৈরি তারা।

পুরোনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য

চেন্নাই সুপার কিংস এবার মোট প্লেয়ার ২৫ জনকে তুলেছে। রয়েছে ৮ টি বিদেশি ক্রিকেটার। ওপেনার হিসেবে নেওয়া হয়েছে, ফাফ ডু প্লেসি, শেন ওয়াটসন, মুরলী বিজয়। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন সুরেশ রায়না, কেদার যাদব, অম্বাতি রায়ডু, চৈতন্য বিশনোই, স্যাম বিলিংস, ধ্রুব শোরে। উইকেটরক্ষক রয়েছেন এমএস ধোনি, জে নারায়ণ। অলরাউন্ডার বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, ডয়েন ব্র্যাভো, মনু কুমার সিং, ক্ষিতীজ শর্মা । স্পিনারদের দুটি ক্যাটাগরিতে রয়েছে রিস্ট স্পিনার শার্দুল ঠাকুর, দীপক চাহার, কেএম আসিফ, কনিষ্ক শেঠ, মার্ক উড, লুঙ্গি এনগিডি।

পুরোনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য

সম্ভাব্য একাদশে রয়েছে শেন ওয়াটসন/ফাফ ডু প্লেসি, মুরলীবিজয়, সুরেশ রায়না, কেদার যাদব, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডয়েন ব্র্যাভো, হরভজন সিং, শার্দুল ঠাকুর, ইমরান তাহির, লুঙ্গি এনগিদি/মার্ক উড

পুরোনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য

নিলামের বাজার থেকে একাধিক পুরোন প্লেয়ার তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আসলে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে আগে যাঁরা খেলেছেন তাঁদের নিয়েই দল গঠন করতে চেয়েছে সিএসকে। স্কোয়াডের গড় বয়স ৩৩। প্রথম দিন তারা কোনও আনক্যাপড প্লেয়ারদের না কিনলেও আনক্যাপড প্লেয়ারের আট জনকে বেস প্রাইসে কিনেছেন। পাশাপাশি মার্ক উড এবং লুঙ্গি এনগিডিকে তুললেও তাঁদের ভারতীয় উপমহাদেশে কোনও খেলার অভিজ্ঞতা নেই। একদিকে যেমন তাঁরা কিছু প্লেয়ারকে নিয়েছে যাদের সিএসকে-কে -র জার্সি গায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আবার কিছু রুকি প্লেয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা এবারের আইপিএলে। আপাতত দু 'বছরের খতিয়ান মাথায় রেখে লড়াইতে নামছে তারা।

দিল্লি ডেয়ারডেভিলস দলটি প্রথম মরশুম থেকে চমক থাকলেও সেভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে উঠতে পারেনি। এবার রিকি পন্টিংয়ের মেন্টরশিপে খেলবে দিল্লি। গৌতম গম্ভীরকে কেকেআর- আর রাখতে চায়নি অন্যদিকে তাঁকে নিয়ে দল সাজাচ্ছেই শুধু নয়, তাঁকেই অধিনায়ক হিসেবে সামনে রাখছে দিল্লি। এবার দিল্লি মোট ২৫ জন প্লেয়ার নিয়েছে। বিদেশি প্লেয়ার রয়েছে ৮ জন। ওপেনার হিসেবে রয়েছেন কলিন মুনরো, জেসন রয়, গৌতম গম্ভীর, পৃথ্বী শ , মানজোত কালরা। মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছেন শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল।

উইকেটরক্ষক রয়েছেন ঋষভ পন্থ ও নমন ওঝা। অলরাউন্ডার রয়েছেন ক্রিস মরিস, বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, গুরকিরাত সিং, ড্যানিয়েল ক্রিস্টিয়ান রিস্ট স্পিনার রয়েছেন অমিত মিশ্র, রাহুল তেওয়াতিয়া, সন্দীপ লামিচানে।
ফিঙ্গার স্পিনার জয়ন্ত যাদব, শাহবাজ নদিম। ফাস্টবোলারের স্কোয়াডটি বেশ বড়। রয়েছেন হার্শল প্যাটলে, মহম্মদ শামি, কাগিসিও রাবাদা, আভেশ খান, ট্রেন্ট বোল্ট, সায়ন ঘোষ।

পুরোনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য

ম্যাচের সময় দিল্লির সম্ভাব্য একাদশ হতে পারে , কলিন মুনরো/জেসন রয়, গৌতম গম্ভীর (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শংকর, ক্রিস মরিস, শাহবাজ নদিম/জয়ন্ত যাদব, অমিত মিশ্র, কাগিসিও রাবাদা/ট্রেন্ট বোল্ট , মহম্মদ শামি।

পুরোনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য

দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যান লাইনআপে ধামাকা ক্রিকেটার রয়েছে। এঁদের প্রত্যেকের ধারাবাহিকতাও রয়েছে। ভারতীয় কন্ডিশানেও বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে তাঁদের। মুনরো ও রয় এখনও নিজেদের প্রমাণ করেননি। ম্যাক্সওয়েলের গত মরশুম মিক্স অ্যান্ড ম্যাচ গেছে। হাই স্ট্রাইক রেট আছে পাশাপাশি দৃষ্টিনন্দনকারী ক্রিকেটটাও খেলেন। মহম্মদ শামি তাঁদের দলে থাকলেও তাঁকে নিয়ে একটাই সমস্যা তাঁর চোট আঘাত প্রবণতা বেশ বেশি।

English summary
Know the team chennai super kings and delhi daredevils after the big auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X