For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআরের অন্দরে ঘুরে দেখুন, জেনে নিন দলের শক্তি ও দুর্বলতা

আইপিএল ২০১৮ -র নিলাম, কার ভাগ্যে কততে শিকে ছিঁড়ল ।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্স , কলকাতার নিজের দল। দু'বারের ট্রফি জয়ী দল এবার একেবারে খোলনলচে কার্যত বদলে নিয়েছেন। অধিনায়ক থেকে বিদেশি সবই বদলে গেছে।

কেকেআরের অন্দরে ঘুরে দেখুন, জেনে নিন দলের শক্তি ও দুর্বলতা

[আরও পড়ুন:পুরনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য][আরও পড়ুন:পুরনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য]

কলকাতা নাইট রাইডার্সও ইতিমধ্যেই দল গুছিয়ে নিয়েছে। তারা মোট ১৯ টি প্লেয়ার তুলে নিয়েছে। তাদের বিদেশির সংখ্যা ৭। দলের ওপেনার হিসেবে খেলার জন্য রয়েছেন ক্রিস লিন , রবিন উত্থাপা, ক্যামেরোন ডেলপোর্ট।
মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন শুভমান গিল, ইশাঙ্ক জাগ্গি, নীতিশ রানা, অপূর্ব ওয়াংখাড়ে, রিঙ্কু সিং। উইকেটরক্ষক রয়েছেন দীনেশ কার্তিক। অলরাউন্ডার রয়েছেন আন্দ্রে রাসেল, জ্যাভন সিয়ারলেস। রিস্ট স্পিনারের জন্য পীযূষ চাওলা, কুলদীপ যাদব, দুজনেই আগেও কেকেআর জার্সিতে খেলেছেন। ফিঙ্গার স্পিনারেও সুনীল নারিনকে ধরে রেখেছেন তিনি। ফাস্টবোলার রয়েছেন মিচেল স্টার্ক, কমলেশ নাগরাকোটি, শিভম মাভি, বিনয় কুমার, মিচেল জনসন।

কেকেআরের অন্দরে ঘুরে দেখুন, জেনে নিন দলের শক্তি ও দুর্বলতা

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশের লাইন আপ হতে পারে এইরকম ক্রিস লিন, শুভমান গিল, রবিন উত্থাপ্পা, দীনেশ কার্তিক, নীতশ রানা, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা/ইশাঙ্ক জাগ্গি, সুনীল নারিন, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, কমলেশ নাগরাকোটি/শিভম মাভি/বিনয় কুমার।

কেকেআরের অন্দরে ঘুরে দেখুন, জেনে নিন দলের শক্তি ও দুর্বলতা

কলকাতার চারটি বিদেশি প্লেয়ার দুরন্ত। তবে কেকেআরের প্লেয়ারদের মধ্যে চোট প্রবণতা অত্যন্ত বেশি। পাশাপাশি কেকেআর প্রথম একদাশ ঝকঝকে গড়লেও তাদের রিজার্ভ বেঞ্চ বেশ দুর্বল। ভারতীয় দলের সঙ্গে খেলা উত্থাপ্পা, ও কার্তিক রয়েছেন ঠিকই তবে ব্যাটিং লাইন আপ সেভাবে দুর্বল। তিনজন ভারতীয় পেস বোলারকে তুলে নিয়েছেন তাঁরা। দুজন অনুর্ধ্ব ১৯ প্লেয়ার অন্যজন বিনয় কুমার। এই দুই অনুর্ধ্ব ১৯ প্লেয়ারকে ছাড়া বাকি কোনও গ্রাসরুট প্লেয়ার নেই।
কেকেআর নিজেদের নিলাম শুরু করেছিল ৫৯ কোটি টাকা থেকে। কিন্তু ক্রিস লিন, দীনেশ কার্তিক,মিচেল স্টার্করা কেকেআরের ঝুলি খালি করে দিয়েছেন। দ্বিতীয় দিনে মাত্র ৭.৬ কোটি টাকা নিয়ে কেনা শুরু করেছে। যা দিয়ে তাদের অন্তত ৬ টি প্লেয়ার কিনতে হয়েছে। আর এখানেই বাকি ফ্রাঞ্চাইজিরা তাদের মাত দিয়েছে। কলকাতা -র এই মরশুমে বোলার ও ব্যাটসম্যাম ব্রিগেডে নাম তাবড় রাসেল, লিন, নারিন, স্টার্ক, মিচেল জনসন। কিন্তু নাইট ফ্যানরা এটাই আশা করবেন কেউ যেন চোট না পেয়ে যান।

English summary
Know the team kolkata knight riders after the big auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X