For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতা অম্বানি -র মুম্বই, প্রীতি জিন্টার পাঞ্জাব, গ্ল্যামার -অর্থের ঝলকানিতে ঝকঝকে

আইপিএল ২০১৮ -র নিলাম, কার ভাগ্যে কততে শিকে ছিঁড়ল ।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

প্রীতি জিন্টার দলও এবার কার্যত নতুন । বলিউড কাঁপানো অভিনেত্রীর দলও তাবড় তারকা নিয়ে অভিযান শুরু করলেও এখনও অবধি তাঁরা চ্য়াম্পিয়নশিপ জিততে পারেনি। তাই এবার তাদের খেতাব জয় পাখির চোখ এভাবেই নিলাম কাঁপিয়েছেন তিনি।

নীতা অম্বানি -র মুম্বই, প্রীতি জিন্টার পাঞ্জাব, গ্ল্যামার -অর্থের ঝলকানিতে ঝকঝকে

[আরও পড়ুন:কেকেআরের অন্দরে ঘুরে দেখুন, জেনে নিন দলের শক্তি ও দুর্বলতা ][আরও পড়ুন:কেকেআরের অন্দরে ঘুরে দেখুন, জেনে নিন দলের শক্তি ও দুর্বলতা ]

কিংস ইলেভেন পাঞ্জাবকে নিয়ে শুরু থেকেই নিলামের বাজারে ঝাঁপিয়েছিলেন। তাঁরা নিয়েছেন মোট ২১ জনকে।
বিদেশি প্লেয়ারের সংখ্যা ৭জন। ওপেনার রয়েছেন অ্যারন ফিঞ্চ, কে এল রাহুল মায়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল।
মিডল অর্ডার ব্যাটসম্যান করুণ নায়ার, যুবরাজ সিং, ডেভিড মিলার, মনোজ তিওয়ারি। উইকেটরক্ষক হিসেবে আকাশদীপ নাথ। অলরাউন্ডার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল, মার্কাস স্টোয়িনিস, মঞ্জুর দার। রিস্ট স্পিনার মুজিব জারদান, প্রদীপ সাহু। ফিঙ্গার স্পিনার রয়েছেন আর অশ্বিন, মায়াঙ্ক ডাগার। ফাস্টবোলার রয়েছেন অঙ্কিত রাজপুত, মোহিত শর্মা, বারিন্দর শ্রান, অ্যান্ড্রু টাই, বেন দোয়ারসুইস। এটা হতে পারে কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ কেএল রাহুল, অ্যারন ফিঞ্চ /ক্রিস গেইল, করুণ নায়ার, যুবরাজ সিং, ডেভিড মিলার ,মার্কাস স্টোয়িনিস ,অক্ষর প্যাটেল ,আর অশ্বিন (অধিনায়ক), মোহিত শর্মা, অ্যান্ড্রু টাই ,অঙ্কিত রাজপুত /বারিন্দার শ্রান।

নীতা অম্বানি -র মুম্বই, প্রীতি জিন্টার পাঞ্জাব, গ্ল্যামার -অর্থের ঝলকানিতে ঝকঝকে

দলের উইকেটরক্ষক হিসেবে আকাশদীপ নাথ থাকলেও তিনি সেভাবে হেভিওয়েট নন, তাঁকে দলে না রেখে কেএল কে এল রাহুলের হাতে দেওয়া হতে পারে কিপিংয়ের দায়িত্ব। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে এই দায়িত্ব
সামলেছেন তিনি। মার্কাস স্টোয়ানিস , অ্যান্ড্রু টাই দারুণ ফর্মে রয়েছে। তবে ডেভিড মিলার ও ক্রিস গেইল সেভাবে ফর্মে নেই। গেইলকে বেস প্রাইসে তুলে নিয়েছে।

মুম্বই ইন্ডিয়ন্স কিনেছে এবারের নিলামে ২৫ জন ক্রিকেটারকে। মুম্বই ইন্ডিয়ান্সে বিদেশির সংখ্যা ৮। দলের ওপেনার- এভিন লুইস । মিডল অর্ডার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, জেপি ডুমিনি, সিদেশ ল্যাড, শরদ লুম্বা। উইকেটরক্ষক রয়েছেন ইশান কিষাণ, আদিত্য তারে। অলরাউন্ডার রয়েছেন হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, তাজিন্দার সিং । রিস্ট স্পিনার রয়েছেন মায়াঙ্ক মারকান্দে, রাহুল চাহার। ফিঙ্গার স্পিনার রয়েছেন অনুকূল রায়, আকিলা ধনঞ্জয়। ফাস্ট বোলার রয়েছেন জসপ্রীত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স , প্রদীপ সাঙ্গওয়ান, জ্যাসন ব্রেহেনড্রফ, এমডি নিদেশ, মহসিন খান।

নীতা অম্বানি -র মুম্বই, প্রীতি জিন্টার পাঞ্জাব, গ্ল্যামার -অর্থের ঝলকানিতে ঝকঝকে

সম্ভাব্য একাদশ এভিন লুইস, ইশান কিষাণ(উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব ,কিরণ পোলার্ড , হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং /আকিল ধনঞ্জয়/মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স
রাহুল চাহার,জসপ্রীত বুমরাহ।

মুম্বই শুধু তারকাখচিত দল বানায়নি অঙ্কের হিসাবে বেশ শক্তিশালী দল বানিয়েছেন তিনি। যেমন ব্যাটিং ও বোলিংয়ে সেরা একাদশ রয়েছে, তার পাশাপাশি রয়েছে ভালো বেঞ্চ স্ট্রেংথ। তবে দলে মাত্র দুজন স্পেশালিস্ট ওপেনার রয়েছেন। রোহিত যদি না ওপেন করতে চান তাহলে এই দুজনকেই টানতে হবে। জসপ্রীত বুমরাহ দারুণ ফর্মে রয়েছেন, ফলে বাকি ফ্রাঞ্চাইজিরা তাঁদের ঈর্ষা করতেই পারেন। এপর্যন্ত আইপিএলের সফলতম দল। কী করে তাঁদের ঠিক কী হবে তা নিশ্চয় আগেই ছকে টিম তুলেছে থিঙ্কট্যাঙ্ক।

[আরও পড়ুন:পুরনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য][আরও পড়ুন:পুরনোতে আস্থা দেখাল চেন্নাই, দিল্লির অতীত বদলানোর ডাক, নিলামের পর একনজরে তথ্য]

English summary
Know the team mumbai and punjab after the big auction 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X