For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

তিন অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে কী কী অভিযোগ করল ক্রিকেট অস্ট্রেলিয়া 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বল বিকৃতি বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্তদন্তে উঠে এসেছে একের পর এক মারাত্মক তথ্য। সারা পৃথিবী কেঁপে গেছে সেই তথ্যে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর উঠে এসেছে মারাত্মক সত্যি যে ডেভিড ওয়ার্নারই ছিলেন বল বিকৃতি কাণ্ডের আসল মাথা।

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার উঠে আসা একের পর এক তথ্যে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে শুরু করে তা কার্যকর করা, আধিকারিকদের ভুল পথে পরিচালিত করা, পাশাপাশি জনসমক্ষে ভুল তথ্য প্রদানের একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

ওয়ার্নারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য সবচেয়ে মারাত্মক। তিনি শুধু প্ল্যান বানিয়েই ক্ষান্ত হননি। সেটা এক জুনিয়রকে দিয়ে কার্যকরীও করান। নিজে হাতে করে ব্যানক্রফটকে দেখিয়ে দেন বিষয়টি ঠিক কীভাবে করতে হয়।

এই জন্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর বিরুদ্ধেই সবচেয়ে চটেছে। স্মিথ ও ওয়ার্নারের এক বছর করে নির্বাসন হলেও অজি ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা আর কোনওদিন ওয়ার্নারের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেবে না। এদিকে সিনিয়রের নির্দেশে বল বিকৃত কাণ্ডে যিনি রূপ দিয়েছিলেন সেই ব্যানক্রফট ৯ মাসের নির্বাসনের শাস্তি পেয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক ঠিক ঠিক কী ভাবে অভিযুক্ত হন ত্রয়ী।

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার খোঁজ
--------------------------
স্টিভ স্মিথ আচরণবিধি-ভঙ্গের ২.৩.৫ ধারায় অভিযুক্ত হয়েছিলেন।

১) জানতেন বলে কৃত্রিমভাবে পরিবর্তন সাধন করা হচ্ছে

২) সেটাকে আটকানোর জন্য পদক্ষেপ নিতে পারেননি

৩) বল বিকৃতি ঘটানোর বস্তুটি যাতে লুকিয়ে মাঠে নিয়ে যাওয়া যায় তা নিশ্চত করেছিলেন

৪) ম্যাচ আধিকারিকদের বিপথে চালিত করা যাতে তারা ব্যানক্রফটের বল বিকৃতির ঘটনাটি ধরতে না পারেন

৫) কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়ে জনসমক্ষে বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য পেশ

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার খোঁজ
--------------------------
ডেভিড ওয়ার্নার আচরণবিধি-ভঙ্গের ২.৩.৫ ধারায় অভিযুক্ত হয়েছিলেন।

১) ডেভিড ওয়ার্নার বল বিকৃতির পুরো প্ল্যান বানিয়েছিলেন

২) জুনিয়র প্লেয়ারকে নির্দেশ দিয়েছিলেন কাজটি ঠিকভাবে সম্পন্ন করার জন্য, তিনি স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে শেখান

৩) হাতে ধরে দেখিয়ে দেন কীভাবে বাইরের কোনও পদার্থ দিয়ে বলের আকৃতি ও প্রকৃতিতে বদল ঘটানো যায়

৪) সেটাকে আটকানোর জন্য পদক্ষেপ নিতে পারেননি

৫) ম্যাচের আগে বা তার মধ্যে এই প্ল্যান আটকানোর কোনও সিদ্ধান্ত নিতে পারেননি

৬) এই প্ল্য়ানে যুক্ত থাকার পরও ম্যাচ আধিকারিকদের ভুল পথে পরিচালনা করা

৭) ম্যাচ শেষের পরেও নিজের পক্ষ থেকে এই ঘটনা জানাননি

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার খোঁজ
--------------------------
ক্যামেরন ব্যানক্রফট আচরণবিধি-ভঙ্গের ২.৩.৫ ধারায় অভিযুক্ত হয়েছিলেন।

১) স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি কাণ্ডের একজন অংশীদার ছিলেন সেটা জানতেন

২) বল বিকৃত করার আদেশ পালন করেছিলেন তিনি

৩) বল বিকৃত করার প্রমাণ লোকানোর চেষ্টা করেছিলেন

৪) বল বিকৃতি কাণ্ড ঢাকতে ম্যাচ আধিকারিকদের ভুল পথে চালনা করা

৫) কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিয়ে জনসমক্ষে বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য পেশ

অভিযুক্ত ত্রয়ীর অপরাধের খতিয়ান, যা বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

English summary
Know what are the allegation Cricket Australia has imposed on three stinted cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X