For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টোকসের বিরুদ্ধে চলা মামলায় কী রায় দিল আদালত, জেনে নিন

গত বছর ব্রিস্টলে নাইট ক্লাব কান্ডে জড়িত স্টোকস দোষী নন, জানাল আদালত।

Google Oneindia Bengali News

অবশেষে রেহাই পেলেন বেন স্টোকস। ব্রিস্টল নাইট ক্লাব কাণ্ড থেকে মুক্তি পেলেন বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ব্রিস্টল নাইট ক্লাব কান্ডে একটা সময়ে অনিশ্চিয়তার মুখে পড়ে গিয়েছিল স্টোকসের ক্রিকেট কেরিয়ার। যদিও অবশেষে রেহাই পেলেন তিনি।

স্টোকসের বিরুদ্ধে চলা মামলায় কী রায় দিল আলাদত, জেনে নিন

নাইট ক্লাব কান্ডের শুনানি থাকায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লর্ডসে খেলতে পারেননি স্টোকস। এজবাস্টনে অসাধারণ পারফর্ম করা স্টোকস না থাকায় সাময়িক সমস্যায় ইংল্যান্ড থাকলেও, তাঁর অভাব মিটিয়ে দেন ক্রিস ওকস। অসাধারণ পারফর্ম করে লর্ডস টেস্টে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সুযোগ হয়নি স্টোকসের কারণ সোমবারই ঘোষণা করে দেওয়া হয়েছিল তৃতীয় টেস্টের দল। দ্বিতীয় টেস্টের দলই ধরে রেখেছে ইংল্যান্ড। আদালতে হাজিরার জন্য প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি স্টোকস।

মঙ্গলবার আদালত জানিয়েছে নির্দোষ স্টোকস। ব্রিস্টল ক্রাউন কোর্ট স্টোকসের দেওয়া তথ্য এবং প্রমাণ দেখে তাঁকে নির্দোষ ঘোষণা করা হয়। স্টোকস আদালতে জানিয়েছেন, যা তিনি করেছিলেন তা শুধু মাত্র নিজের আত্মরক্ষার জন্যই। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ২৮ বছরের রায়ান আলি। যাঁর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন স্টোকস। সেই কথা কাটাকাটির মধ্যেই তাঁকে মেরে অজ্ঞান করে দিয়েছিলেন তিনি। তার পরই শুরু হয় পুলিশ তদন্ত।

এই মামলা থেকে তৃতীয় ব্যক্তি রায়ান হেলকে গত বৃহস্পতিবার ছাড় দিয়েছে আদালত। সে দিনের ঘটনায় ছিলেন তিনিও। ঘটনাটি গত বছর সেপ্টেম্বরের। ইংল্যান্ডের ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ শেষে এই ঘটনা ঘটে। স্টোকস নির্দোষ ঘোষিত হওয়ায় স্বস্তির হাওয়া ইংল্যান্ড ক্রিকেটে।

English summary
Ben Stokes was found not guilty in Bristol Night club incident that occurred last year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X