For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহম্মদ শামি ইস্যুতে এবার মুখ খুললেন সৌরভ, কী বললেন দাদা

মহম্মদ শামি ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায় কী জেনে নিলেন জেনে নিন

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি আইপিএল-এর গর্ভনিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে সৌরভ মুম্বই গিয়েছিলেন। সেখানেই সংবাদ মাধ্যম সৌরভকে এই ইস্যু নিয়ে প্রশ্ন করে।

সৌরভ জানিয়েছেন যেহেতু শামির বিষয়টি এই মুহূ্র্তে বোর্ডের দুর্নীতিদমনকারী সংস্থা খতিয়ে দেখছে তাই নীরজ কুমার এক সপ্তাহ বাদে যে রিপোর্ট দেবেন তার জন্য অপেক্ষা করা উচিত। যদিও শামি-হাসিনের বিষয়টিকে ব্যক্তিগত বলে মত প্রাক্তন ভারত অধিনায়কের। তাঁর মতে এই নিয়ে মন্তব্য না করাই ভালো।

সৌরভ জানিয়েছেন যেহেতু শামির বিষয়টি এই মুহূ্র্তে বোর্ডের দুর্নীতিদমনকারী সংস্থা খতিয়ে দেখছে তাই নীরজ কুমার এক সপ্তাহ বাদে যে রিপোর্ট দেবেন তার জন্য অপেক্ষা করা উচিত। যদিও শামি-হাসিনের বিষয়টিকে ব্যক্তিগত বলে মত প্রাক্তন ভারত অধিনায়কের। তাঁর মতে এই নিয়ে মন্তব্য না করাই ভালো।

এদিকে সূত্রের খবর শামির পাশেই দাঁড়িয়েছেন সৌরভ। তিনি সিওএ-র সিদ্ধান্তও নাকি না পসন্দ মহারাজের। তিনি বলেছেন, যে অভিযোগ প্রমাণিত হয়নি তার শাস্তি কেন শামিকে আগাম দিয়ে দেওয়া হল। এই প্রসঙ্গে নাকি বোর্ডের অনিরুদ্ধ চৌধুরীও সৌরভের সঙ্গে একমত।

তাঁরা নাকি নভজোত সিং সিধুর উদাহরণও উঠে এসেছে নাকি আলোচনায়। সিধুর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হলে শাস্তি দেওয়া হয়নি। তাহলে সিওএ-র প্রতিনিধিরা কেন শামিকে সুযোগ দিলেন না।

English summary
Know what Sourav Ganguly has to say about Mohammed Shami incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X