উইসডেনের বিচারে ফের বিশ্বসেরা কোহলি, করলেন হ্যাটট্রিক

পর পর তিনবার। যাকে বলে হ্যাটট্রিক। উইসডেনের বিচারে এবছরও বিশ্বসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

অন্যদিকে, মহিলাদের বিভাগে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে ভারতেরই স্মৃতি মান্ধানাকে বেছে নিয়েছে উইসডেন। চলতি বছরে মহিলাদের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহিকাও স্মৃতি। এই জোড়া খুশির খবরে উচ্ছ্বসিত ভারতের ক্রিকেটপ্রেমীরা।

চলতি বছরেই বিরাট কোহলিকে বিশ্বসেরা ক্রিকেটার বেছে নেয় আইসিসি। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটে ৬৮.৩৭-র গড় ও ১১টি সেঞ্চুরি সহ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ২০১৮ সালে ২৭৩৫ রান করায়, গত জানুয়ারিতে তাঁর হাতে এই সম্মান তুলে দেয় আইসিসি। অন্যদিকে, সীমিত ওভারের ফর্ম্যাটে ১২৯১ রান করা স্মৃতি, ভারতের মহিলা ক্রিকেটে রোল মডেলে পরিণত হয়েছেন।

ওদিকে, উইসডেনের বেছে নেওয়া এবছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট। তিনি ছাড়াও ওই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, সাম কুরান, ররি বার্নস এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সদস্যা তামসিন বিউমন্ট। আবার লাগাতার দুবার উইসডেনের বিচারে বিশ্বসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের রশিদ খান।

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 10, 2019, 17:12 [IST]
Other articles published on Apr 10, 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X