For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ১৩ তম আইপিএলে মাঠে নামার আগে নাইটদের বকেয়া কর নিয়ে প্রশ্ন!

২৯ মার্চ শুরু আইপিএল ২০২০। ১৩ তম আইপিএলে মাঠে নামার আগে নাইটদের বিনোদন কর বয়েকা রয়েছে বলে অভিযোগ। 

  • |
Google Oneindia Bengali News

২৯ মার্চ শুরু আইপিএল ২০২০। ১৩ তম আইপিএলে মাঠে নামার আগে নাইটদের বিনোদন কর বকেয়া রয়েছে বলে অভিযোগ।

ঠিক কী ঘটেছে

ঠিক কী ঘটেছে

কলকাতা পৌরসভা সূত্রে খবর কলকাতা নাইট রাইডার্সের ৩.৫ কোটি টাকার বিনোদন কর বাকি রয়েছে। এই নিয়ে পৌরসভার কর সংগ্রহের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষের পক্ষ থেকে কেকেআর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টিকির বিক্রীর অর্থ থেকেই মূলত এই বিনোদন কর দেওয়া হয়। সেখানেই নাইট ফ্র্যাঞ্চাইজির থেকে ৩ কোটির বেশি বয়েকা থাকার অভিযাগ উঠে আসছে।

 টিকিট বিক্রি নিয়ে যা তথ্য উঠে এসেছে

টিকিট বিক্রি নিয়ে যা তথ্য উঠে এসেছে

বকেয়া ইস্যুতে ইতিমধ্যে মেয়র পারিষদ অতীন ঘোষের সঙ্গে নাইটদের কিছু কর্তার কথা হয়েছে। সেখানেই নাইট সূত্র থেকে জানানাে হয়েছে, কেকেআরের ম্যাচে ইডেনে দর্শক সংখ্যা ৬৫ হাজার। যার মধ্যে ৪৮ হাজার টিকিট বিক্রি করা হয়ে, বাকি গুলি কম্পিমেন্টারি টিকিট হিসেবে ভাগ করে দেওয়া হয়। সেক্ষেত্রে ৪৮ হাজার টিকিট বিক্রি থেকে বিনোদন কর হিসেবে প্রতি বছর ২৫ লক্ষ টাকা দেওয়া হয়।

টিকিট বিক্রীয় তথ্য খতিয়ে দেখা হবে

টিকিট বিক্রীয় তথ্য খতিয়ে দেখা হবে

টিকিট বিক্রি নিয়ে এই তথ্য আগামী দিনে পৌরসভা সূত্রে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।সূত্রের খবর নাইটদের বকেয়া নিয়ে মেয়র পারিষদ অতীন ঘোষ একেবারেই খুশি নন।

নাইটদের অভিযান শুরু কবে

নাইটদের অভিযান শুরু কবে

৩১ মার্চ অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই দিয়ে এবছর কেকেআর ১৩ তম আইপিএলে অভিযান শুরু করতে চলেছে।এই নিয়ে তৃতীয় মরসুম দীনশ কার্তিকের নেতৃত্বে মাঠে নামছে কেকোর। অধিনায়ক হিসেবে প্রথম মরসুমে দীনেশ নাইটব্রিগেডকে প্লে-অফ নিয়ে যেতে পারলেও ২০১৯ মরসুমে পয়েন্ট তালিকায় দল পাঁচ নম্বরে শেষ করেছিল। এবার নিলামে দারুণ দল গড়ায় নাইট রাইডার্সের থেকে ট্রফি জয়ের প্রত্যাশা রয়েছে।

English summary
Kolkata Municipal Corporation asked details from KKR for huge amount of due amusement tax
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X