For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান দুর্গতদের সাহায্যের জন্য কলকাতা নাইট রাইডার্সের নতুন উদ্যোগ 'কেকেআর সহয়তা বাহন'

আম্ফান দুর্গতদের সাহায্যের জন্য কলকাতা নাইট রাইডার্সের নতুন উদ্যোগ 'কেকেআর সহয়তা বাহন'

  • |
Google Oneindia Bengali News

করোনায় দেশজুড়ে থর হরিকম্প পরিস্থিতি, তার উপর পশ্চিমবঙ্গে আম্ফান বিপর্যয়। জোড়া ধাক্কায় ধুঁকছে বাংলা। ২০ মে আম্ফান ঝড়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিস্তর ক্ষতি হয়েছে। দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়া বাড়ি থেকে বেরিয়ে এখন রাস্তায় আশ্রয় নিয়েছে। আম্ফানে ক্ষতির মুখে পড়া দুর্গত মানুষদের জন্য এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর।

'কেকেআর সহায়তা বাহন'

'কেকেআর সহায়তা বাহন'

এদিন ভিডিও করফারেন্সের মাধ্যমে 'কেকেআর সহায়তা বাহন' পরিষেবার ফ্ল্যাগ অফ করা হয়।

কীভাবে সাহায্য

কীভাবে সাহায্য

কলকাতা থেকে 'কেকেআর সহায়তা বাহন' ছাড়ল। এই বাহন এবার রাজ্যের আম্ফান বিধ্বস্ত বিভিন্ন জেলায় ঘুরে বেরাবে। জেলায় জেলায় পৌঁছে গিয়ে আম্ফান দুর্গতদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবে 'কেকেআর সহায়তা বাহন'। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, নুনের পাশাপাশি এই বাহন করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়ার জন্যে মাস্ক ও সাবান পৌঁছে দিতে চলেছে।

কোথায় কোথায় বিশেষ জোর দেওয়া হবে

কোথায় কোথায় বিশেষ জোর দেওয়া হবে

আম্ফানে ক্ষতিগ্রস্থ জেলাগুলিতে 'কেকেআর সহায়তা বাহন' ভ্যানটি পৌঁছে যাবে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, সুন্দরবন, দুই মেদিনীপুরের আম্ফান দুর্গতদের সাহায্যের জন্যে বিশেষ জোর দেওয়া হবে।

ভিডিওতে ক্রিকেটারদের বার্তা

ভিডিওতে ক্রিকেটারদের বার্তা

আম্ফান দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়ে কেকেআর ক্রিকেটারদের নিয়ে একটি ২ মিনিটের ভিডিও তৈরি করা হয়েছে। নাইট অধিনায়ক দীনেশ কার্তিক থেকে শুরু করে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, কুলদীপ যাদব, শুভমান গিলরা আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে রয়েছেন বলে ভিডিওতে জানান।

ফ্যাগ অফ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন

ফ্যাগ অফ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন

করোনা বিপর্যয়ের মাঝে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'কেকেআর সহায়তা বাহন'-এর ফ্ল্যাগ অফ করা হয়। প্রযুক্তির সাহায্যে ভিডিও কনফারেন্সে চেন্নাই থেকে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক, মুম্বই থেকে নাইটদের অন্যতম কর্তা ভেঙ্কি মাইসোর ও কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একসঙ্গে আম্ফান দুর্গতদের সাহায্যের জন্য 'কেকেআর সহায়তা বাহন'-এর ফ্ল্যাগ অফ করেন।

কর সমস্যা নিয়ে নমনীয় আইসিসি, সৌরভের বিসিসিআই-কে বাড়তি সময় কর সমস্যা নিয়ে নমনীয় আইসিসি, সৌরভের বিসিসিআই-কে বাড়তি সময়

English summary
Kolkata night riders flagged off KKR sahayata vahan to help Amphan his west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X