For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি সম্পর্কে মন্তব্য, ডিগবাজি খেয়ে মিডিয়াকে কুলদীপের আক্রমণ

মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে তাঁর করা মন্তব্য নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে উল্টে গুজব ছড়ানোর অপবাদে সংবাদমাধ্যম ও নেটিজেনদেরই আক্রমণ করে বসলেন চায়না ম্যান কুলদীপ যাদব।

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে তাঁর করা মন্তব্য নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে উল্টে গুজব ছড়ানোর অপবাদে সংবাদমাধ্যম ও নেটিজেনদেরই আক্রমণ করে বসলেন চায়না ম্যান কুলদীপ যাদব। সাফ জানালেন, ধোনিকে নিয়ে তাঁর করা মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। ক্যাপ্টেন কুলের পরামর্শ তাঁর কাছে অমূল্য সম্পদ বলেই দাবি করেছেন ভারতের বিশ্বকাপগামী দলের রিস্ট স্পিনার।

ধোনি সম্পর্কে মন্তব্য, ডিগবাজি খেয়ে মিডিয়াকে কুলদীপের আক্রম

আর আগে মুম্বইয়ে এক পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উইকেটের পিছনে ধোনির সঙ্গে বোলিং এন্ডে তাঁর রসায়ন নিয়ে প্রশ্নের জবাবে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন কুলদীপ যাদব। জানিয়েছিলেন, ক্যাপ্টেন কুল ভুল করলে তাঁকে তা কেউ বলতে পারতেন না। কুলদীপের কথায়, ধোনি এমন ব্যক্তি যিনি দরকার পড়লে ওভারের মধ্যেই নিজের রায় দিতেন। এমনিতে গম্ভীরই থাকতেন, শুধু ওভারের মধ্যে ক্যাপ্টেন কুল তখনই কথা বলতেন, যখন তাঁর জরুরি বলে মনে হত।

ভারতীয় চায়না ম্যানের এমন মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কুলদীপের মন্তব্য নিয়ে বিস্তর কাঁটাছেড়া হয় সংবাদমাধ্যমেও। তাতেই রাগে অগ্নিশর্মা ভারতের বিশ্বকাপগামী দলের রিস্ট স্পিনার সরাসরি নেটিজেন ও সংবাদমাধ্যমকে আক্রমণ করেন এই বলে যে তাঁর মন্তব্যে রং চড়ানো হয়েছে। রীতিমতো ডিগবাজি খেয়ে ধোনির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন কুলদীপ। বলেছেন, ক্যাপ্টেন কুলের পরামর্শে সীমিত ওভারের ক্রিকেটে তিনি আরো বেশি পরিণত হয়েছেন। উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি, দলের প্রত্যেক বোলারদের কাজ সহজ করে দেয় বলেও দাবি চায়না ম্যানের। তাই ধোনিকে ভারতের বিশ্বকাপগামী দলের অপরিহার্য সদস্য বলে আখ্যা দিয়েছেন কুলদীপ।

English summary
Kuldeep Yadav blasts on media for misinterpreting his comments on MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X