For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচ শেষে সটান প্রতিপক্ষের ড্রেসিং রুমে ঢুকে পড়েছিলেন দাদা সৌরভ

ম্যাচ শেষে সটান প্রতিপক্ষের ড্রেসিং রুমে ঢুকে পড়েছিলেন দাদা সৌরভ

  • |
Google Oneindia Bengali News

২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটসম্যান রাসেল আর্নল্ডের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেই ম্যাচ শেষে মহারাজ কী করেছিলেন, তা জানালেন সেই শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য তথা কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল

সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল, ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছিল। অন্যদিকে ঘরের মাঠে হওয়া ওই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল শ্রীলঙ্কাও। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দ্বীপরাষ্ট্রের দল। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছিল হোম টিম। জবাবে ভারত ২ ওভারে ১৪ রান তোলার পর বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল ম্যাচ।

প্রথম দিন

প্রথম দিন

একদিন পর ফের হওয়া ওই ফাইনালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২২ রান করেছিল হোম টিম। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। ৫৬ রান করেছিলেন রাসেল আর্নল্ড। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দল ৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তোলার পর ফের বৃষ্টি নেমেছিল। সেই ম্যাচও ভেস্তে যাওয়ায় ট্রফি ভাগ করে নিয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিন

দ্বিতীয় দিন

২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিনের ফাইনালে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বেশি রান তুলতে পারেনি শ্রীলঙ্কা। তবু লড়াই করেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও রাসেল আর্নল্ড। শ্রীলঙ্কার ব্যাটিং চলার সময় আর্নল্ড লেট কাট খেলে পিচের মধ্যে দুই-তিন কদম এগিয়ে এসেছিলেন। প্রথমে উইকেটের পিছন থেকে আর্নল্ডের দিকে তেড়ে এসে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে তিনি পিচের বিপজ্জনক জোনে ঢুকে পড়ছেন। এরপরেই টিম ইন্ডিয়ার অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে এসে আর্নল্ডের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন। শ্রীলঙ্কার ওই ব্যাটসম্যানকে আঙুল নাড়িয়ে মহারাজকীয় ঢঙে সাবধানও করেছিলেন সৌরভ। সেই ভিডিও একাধিকবার দেখেছেন ক্রিকেট প্রেমীরা।

কী বললেন সাঙ্গাকারা

কী বললেন সাঙ্গাকারা

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা সেই ম্যাচের অন্যতম সদস্য কুমার সাঙ্গাকারা বলেছেন, খেলা শেষ হওয়ার পর সটান তাঁদের ড্রেসিং রুমে ঢুকে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন যে আর্নল্ডের সঙ্গে তাঁর ঝগড়ার বিষয়টি যেন এখানেই শেষ হয়ে যায়। ওই ম্যাচে স্লো ওভার রেটের জন্য টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ককে শাস্তি পেতে হয়েছিল বলেও জানিয়েছেন সাঙ্গা।

English summary
Kumar Sangakara speaks about his experience with Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X