For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনের দলে থাকা বা না থাকা নিয়ে আলোচনা পছন্দ নয় এই ভারতীয় লেজেন্ডের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টে আট উইকেট নিয়ে গ্রেট মুথাইয়া মুলীধরনকে ছুঁয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। দ্রুততম বোলার হিসেবে ৩৫০ উইকেটের মালিক হয়েছেন ভারতীয় স্পিনার।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টে আট উইকেট নিয়ে গ্রেট মুথাইয়া মুলীধরনকে ছুঁয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। দ্রুততম বোলার হিসেবে ৩৫০ উইকেটের মালিক হয়েছেন ভারতীয় স্পিনার। এহেন ক্রিকেটারেরও ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে আলোচনা 'দুঃখজনক' বলে আখ্যা দিলেন ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে।

চলতি বছরের প্রথম টেস্ট

চলতি বছরের প্রথম টেস্ট

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে ডাক পেয়েও দুটি টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি রবীচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বছরে নিজের প্রথম টেস্ট খেললেন এই ভারতীয় স্পিনার।

দুর্দান্ত কামব্যাক

দুর্দান্ত কামব্যাক

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পান রবীচন্দ্রন অশ্বিন। ম্যাচের প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে একাই প্রোটিয়া ব্যাটসম্যানদের কবর খোঁড়েন ভারতীয় স্পিনার। দ্বিতীয় ইনিংসেও এক উইকেট নেন অশ্বিন।

মুরলীকে ছুঁয়ে

মুরলীকে ছুঁয়ে

ভাইজাক টেস্টে ৩৫০ উইকেটের মালিক হন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ৬৬টি ম্যাচে এই নজির স্থাপন করে গ্রেট মুথাইয়া মুলীধরনকে ছুঁলেন ভারতীয় অফ স্পিনার।

 এরপরও প্রশ্ন

এরপরও প্রশ্ন

ভাইজাকে এমন পারফরম্যান্স দেওয়ার পরেও পুনে টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে রবীচন্দ্রন অশ্বিনের জায়গা অনিশ্চিত হয়ে পড়ে। পুনের পিচ পেস সহায়ক হওয়ায় একজন স্পিনার কম খেলানোর চিন্তা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্র অশ্বিনের থেকে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রাখা হয়। যদিও শেষ পর্যন্ত পুনে টেস্ট ম্যাচে অশ্বিনকে দলে রাখা হয়।

'দুঃখজনক' বললেন কুম্বলে

'দুঃখজনক' বললেন কুম্বলে

রবীচন্দ্রন অশ্বিনকে দেশের সেরা স্পিনার বলে আখ্যা দিয়েছেন ভারতীয় লেজেন্ড অনিল কুম্বলে। দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩৫০ উইকেট নিয়ে অশ্বিন নিজের জাত আরও একবার চিনিয়েছেন বলেও দাবি কুম্বলের। এমনকী শুধু বল নয়, ব্যাট হাতেও অশ্বিন ভারতীয় দলকে ভরসা জোগাতে সক্ষম বলে জানিয়েছেন দেশের লেজেন্ডারি লেগ স্পিনার। এহেন ক্রিকেটার দলের জন্য সম্পদ। তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে আলোচনা অত্যন্ত 'দুঃখজনক' বলে মনে করেন অনিল কুম্বলে।

English summary
Kumble says that it's sad to discuss whether Ashwin will be in playing XI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X