For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলে দিন রাতের টেস্টের খুঁটিনাটি: গোলাপি বলে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কে?

ক্যালেন্ডারে ২২ নভেম্বর। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিন। এই দিন ইডেনের মাটিতে প্রথমবার গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলতে নামবে ভারত।

  • |
Google Oneindia Bengali News

ক্যালেন্ডারে ২২ নভেম্বর। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক দিন। এই দিন ইডেনের মাটিতে প্রথমবার গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলতে নামবে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এটি গোলাপি বলে ১২তম দিন রাতের টেস্ট ম্যাচ হতে চলেছে। যা নিয়ে ক্রিকেট দুনিয়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

একনজরে দেখে নেওয়া যাক দিন রাতের টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা

একনজরে দেখে নেওয়া যাক দিন রাতের টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা

মিচেল স্টার্ক ( অস্ট্রেলিয়া) - ৫টি দিন রাতের টেস্ট খেলে সংগ্রহ ২৬ উইকেট
জস হ্যাডেলউড- ৪টি দিন রাতের টেস্ট খেলে ২১টি উইকেট নিয়ে অজি ডানহাতি
ইয়াসির শাহ- ৩টি দিন রাতের টেস্ট খেলে ১৮টি উইকেট নিয়েছেন পাক স্পিনার
ন্যাথান লায়ন-৫টি দিন রাতের টেস্ট খেলে ১৭টি উইকেট নিয়ে অজি স্পিনার
ট্রেন্ট বোল্ট- ২টি দিন রাতের টেস্ট ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট

দিন রাতের টেস্ট ম্যাচের সেরা বোলিং ফিগার

দিন রাতের টেস্ট ম্যাচের সেরা বোলিং ফিগার

৬২/১০! ২০১৯ সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিন রাতের টেস্ট ম্যাচের দুই ইনিংসে মিলিয়ে অজি পেসার প্যাট কামিন্স ১০টি উইকেট নিয়েছেন। দিন রাতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে এটাই এখনও পর্যন্ত কোনও বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের নজির।

 দিন রাতের টেস্টে বাকি সেরা কিছু বোলিং ফিগার দেখে নিন

দিন রাতের টেস্টে বাকি সেরা কিছু বোলিং ফিগার দেখে নিন

দেবেন্দ্র বিশু- পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সালে ১৭৪ রান খরচ করে ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার দেবেন্দ্র বিশু ১০ উইকেট তুলে নিয়েছিলেন।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ রান খরচ করে ৯ উইকেট নেওয়ার নজির রয়েছে জেসন হোল্ডারের।

২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট বোল্ট ৯৯ রানে ৯ উইকেট নিয়েছেন।

English summary
Leading Wicket takers in day night test and best match bowling in Day-Night Tests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X