For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শামিকে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বললেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন

শামিকে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বললেন দক্ষিণ আফ্রিকান ডেল স্টেইন

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার ভারতের মহম্মদ শামি। সোশ্য়াল মিডিয়ায় এক ক্রিকেট ভক্তের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন।

ইন্দোর টেস্ট ও শামির পারফর্ম্যান্স

ইন্দোর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন শামি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে অল্পের জন্য টেস্ট হ্যাটট্রিকের বিরল নজির হাতছাড়া করেন। দিনের পর দিন ধারাবাহিকভাবে শামির এই নিয়ন্ত্রিত সফল বোলিং দেখে মুগ্ধ স্টেইন।

স্টেইনকে কী প্রশ্ন করা হয়

ক্রিকেট ইতিহাসে তারকা পেসার হিসেবে জনপ্রিয় ডেল স্টেইন। দেশের হয়ে ৯৩ টেস্ট খেলে ৪৩৯টি উইকেট নিয়েছেন তিনি। সেই স্টেইনকে এক প্রশ্নোত্তর পর্বে তাঁকে এই মুহূর্তের সেরা বোলার বাছতে বলা হয়। কোনও দ্বন্দ্বে না গিয়ে মুহূর্তে শামিকে নির্বাচন করেন স্টেইন। এই মুহূর্তে দেশের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় পেসার।

শামির বিশ্বকাপ সাফল্য

শামির বিশ্বকাপ সাফল্য

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শামি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ সুযোগ পেয়ে ১৪ উইকেট তুলে নিয়েছিলেন। সেরা বোলিং ফিগার ছিল ৬৯/৫। এর মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক রয়েছে। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে হ্যাটট্রিক করেন শামি।

শামির মোট উইকেট সংখ্যা

৪৬টি টেস্ট ম্যাচ খেলে এই মুহূর্তে ১৭৩টি উইকেটে পেয়েছেন শামি। ডেইল স্টেইনের থেকে এখনও ভারতীয় পেসার ২৬৬ উইকেটে পিছনে রয়েছেন। অন্যদিকে ওডিইআই ক্রিকেটে ৭০ ম্যাচ খেলে শামির উইকেট সংখ্যা ১৩১টি।

English summary
legend Dale Steyn picks Mohammed Shami as best bowler in the world now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X