For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উঠল ক্রিকেটে স্পট ফিক্সংয়ের অভিযোগ, ফিরে দেখা ক্রিকেট -র স্ক্যান্ডালগুলি

অ্যাশেজেও স্পট ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। নড়েচড়ে বসেছে সব মহল। এই অবস্থায় ফিরে দেখা ক্রিকেটের বড় স্ক্যান্ডাল। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটে ফের কলঙ্কের দিন। এবার গড়াপেটার ছায়া অ্যাশেজও। এর আগেও বিভিন্ন সময় ক্রিকেট দুনিয়া বিভিন্ন বিতর্কে বিদ্ধ হয়েছে।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

শপথ বাক্য পাঠ করছেন নরেন্দ্র মোদী

১৯৯৪

১৯৯৪

প্রথমবার এই ধরণের অভিযোগ উঠেছিল ১৯৯৪ সালে। সেবারও উঠে এসেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নাম। শ্যেন ওয়ার্ন ও মার্ক ওয়া নাকি পিচের চরিত্র, আবহাওয়া, দল নির্বাচন সংক্রান্ত খবর দিয়েছিলেন বুকিদের যা নিয়ে ছড়িয়েছিল চাঞ্চল্য। দুজনকেই ৬০০০ পাউন্ড জরিমানা করা হয়েছিল। কিন্তু নির্বাসন এড়িয়ে গিয়েছিলেন দুজনেই।

[আরও পড়ুন:ফের কলঙ্কিত ক্রিকেট, 'দ্য সান'-র অন্তর্তদন্তে পর্দাফাঁস,জেনে নিন অ্যাশেজে ফিক্সিংয়ের গল্প ]

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা।

২০০০

২০০০

২০০০ সালে দক্ষিণ আফ্রিকা -র ক্রিকেটার হ্যানসি ক্রোনিয়ে ম্যাচ ফিক্সিংয়ে -র অভিযোগে ধরা পড়েন। ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন তিনি বড় অঙ্কের টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পাওয়া যায় ভয়েস টেপ। জেরার মুখে ক্রোনিয়ে স্বীকার করে নেন তিনি ১৯৯৬ সাল থেকে এইসব কাজ করে আসছেন। তাঁকে জেরায় উঠে আসে মহম্মদ আজহারউদ্দিনের নাম। যা থেকে আরও বড় স্ক্যান্ডালের খবর বেরিয়ে আসে। চিরজীবনের জন্য নির্বাসিত হন আজাহার। এদিকে ২০১২ সালে রাজনীতিতে যোগ দিয়ে তাঁর ওপরে থাকা নির্বাসন উঠে যায়। এদিকে ক্রোনিয়ের সঙ্গে দোষী সাব্যস্ত হন প্রোটিয়া ক্রিকেটার গিবস ও স্যামুয়েলস। তাঁদের ওপর ২ বছরের নির্বাসন ছিল। ২০০২ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ক্রোনিয়ের।

[আরও পড়ুন:অ্যাশেজে ফিক্সিংয়ের ছায়া কী বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া, আইসিসি ]

মোদী সরকার

মোদী সরকার

শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে ফ্রেমবন্দি নয়া মন্ত্রীরা। সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দর মোদী।

২০০৪

২০০৪

কেনিয়ার মরিস ওদুম্বে পাঁচ বছরের জন্য নির্বাসিত হন। ভারতীয় বুকিদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাঁর ওপর নেমে আসে নির্বাসনের খাঁড়া। ম্যাচ ফিক্স করার জন্য ১৪,৫০০ পাউন্ড পেয়েছিলেন মরিস ওদুম্বে।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সার্ক নেতারা। রয়েছেন হামিদ আনসারিও।

২০০৮

২০০৮

২০০৭ সালে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলছিল। সেসময় ম্যারলন স্যামুয়েলস দল সংক্রান্ত বিবিন্ন তথ্য ভারতীয় বুকিকে দিয়েছিলেন। এর জন্য ২০০৮ সালে দু বছরের জন্য নির্বাসিত হন তিনি।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে করমর্দন নরেন্দ্র মোদীর।

 ২০০৯

২০০৯

কাউন্টি ক্রিকেটও পাওয়া যায় স্পট ফিক্সিংয়ের প্রমাণ। এসেক্সের ক্রিকেটার মারভিন ওয়েস্টফিল্ড ৬০০০ পাউন্ড নিয়েছিলেন স্পট ফিক্সিংয়ের জন্য। প্রথম ইংলিশ ক্রিকেটার যাঁর বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছিল। ২০১২ সালে তিন মাসের জন্য জেল খেটেছিলেন তিনি।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

দর্শকাসনে বসে রয়েছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, অভিনেতা সলমন খান এবং সলমনের বাবা সলিম খান।

২০১০

২০১০

স্পট ফিক্সিংয়ের জন্য তিন পাক ক্রিকেটারকে টাকা নেন। টাকা দেন কুখ্যাত পাকিস্তানি বুকি মাজহার মজিদ। নাম জড়ায় পাকিস্তানি অধিনায়ক সলমান বাট, মহম্মদ আসিফ ও মহম্মদ আমির। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ছিল ফিক্সিং।
বাট ১০ বছরের জন্য নির্বাসিত হন, আসিফ সাত বছরের জন্য আমির পাঁচ বছরের জন্য নির্বাসি হন। নভেম্বরের ২০১১ সালে বাটের ৩০ মাসের জেল, আসিফের ১২ মাসের জেল, আমির ৬ মাসের জন্য নির্বাসিত হন।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

দর্শকাসনে বসে আছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, পাক প্রধানম্ন্ত্রী নওয়াজ শরিফ।

২০১২

২০১২

পাঁচ ভারতীয় ক্রিকেটার আইপিএলে স্পট ফিক্সিংয়ে -র অভিযুক্ত হন। শ্রীসন্থ, অজিত চান্ডিলা , অঙ্কিত চৌহানের নাম যুক্ত হয়। নির্বাসিত হন ক্রিকেটাররা।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

অনুষ্ঠানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ছেলে তথা কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি শুভেচ্ছা বিনিময় করছেন।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

শিবরাজ চৌহানের সঙ্গে উমা ভারতী ও সুষমা স্বরাজ।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

লালকৃষ্ণ আদবানীর সঙ্গে অভিনেত্রী কিরণ খের। উল্লেখ্য চন্ডীগড় থেকে বিজেপির এই প্রার্থীই জয়ী হয়েছেন।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

মায়ের সঙ্গে সস্ত্রীক অনিল আম্বানি।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

বিজেপি অফিসের বাইরে সমর্তকদের উচ্ছ্বাস।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

অভিনেত্রী পুনম ধিঁলো

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে ও ছেলে আদিত্য।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে অমিত শাহ।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

অভিনেতা সলমনের পাশেই রয়েছেন ক্রিকেটের লেজেন্ড সুনীল গাভাস্কার।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজপক্ষর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

অমিত শাহর সঙ্গে মুলায়ম সিং যাদব।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

রাষ্ট্রপতি ভবনের চিত্রটা।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে লালকৃষ্ণ আদবানী।

ভিআইপি অতিথিরা

ভিআইপি অতিথিরা

বিরল দৃশ্য : খোশগল্পে সোনিয়া গান্ধী ও লালকৃষ্ণ আদবানী।

English summary
Let's go through the other cricket scandals the hits the headline 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X