For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর নয় অনুনয়-বিনয় বা মামলা, নয়া কৌশল নিল পিসিবি! ভারত নাকি নিজেই চাইবে পাকভূমে খেলতে

পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেছেন, পিসিবিকে এমন পরিস্থিতির তৈরি করতে হবে যাতে ভারত নিজে পাকিস্তানের সঙ্গে খেলতে আগ্রহী হয়। 

  • |
Google Oneindia Bengali News

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ চালু করা নিয়ে দুই দেশের বোর্ডের দ্বন্দ্ব পৌঁছে গেল অন্য মাত্রায়। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানিয়েছেন, ভারত-পাক ক্রিকেট খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে এই বিষয়ে আর তারা ভারতীয় বোর্ডকে অনুনয়, বিনয় বা মামলার ফাঁসে ফেলার চেষ্টা করবে না। কৌশল বদলে এমন পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে, যাতে এবার ভারতই খেলার জন্য আগ্রহী হয়।

সোমবার (১১ ফেব্রুয়ারি), তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের নির্বাচন এসে গিয়েছে। নির্বাচনের আগে ভারত-পাক ক্রিকেট নিয়ে আলোচনা চালিয়ে আর কোনও লাভ নেই। নির্বাচনের পর ভারতীয় বোর্ডেও কর্তাব্যক্তিরাও পাল্টে যেতে পারেন। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি তাঁদের ফের নতুন করে শুরু করতে হবে। তবে, আশা না থাকলেও তাঁদের বোর্ডের চেয়ারম্যান এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মহাত্মাকে মোদীর শ্রদ্ধা

মহাত্মাকে মোদীর শ্রদ্ধা

মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে তাঁকে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়া কৌশল

নয়া কৌশল

কিন্তু, কবে ভারত রাজি হবে তার অপেক্ষায় তাঁরা আর বসে থাকতে চাইছেন না। বরং, এমন পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে ভারতই দুই দেশের ক্রিকেট চালু করতে আগ্রহী হয়।

মহাত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন

মহাত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে তাঁকে রাজঘাটে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিবস।

কী ভাবে সম্ভব?

কী ভাবে সম্ভব?

ওয়াসিম খানের মতে, তাঁদের ক্রিকেট দলের উন্নতি ঘটলেই তা সম্ভব। তিনি জানিয়েছেন। যদি প্রথম তিন ক্রিকেট দলের একটি হয়ে উঠতে পারে পাকিস্তান, সেক্ষেত্রে ভারত নিজে থেকেই এগিয়ে আসবে পাকিস্তানের সঙ্গে খেলতে।

আজম উক্তি

আজম উক্তি

গরু ও শূকরের মাংস নিয়ে কড়া আইন থাকা উচিত। কারণ এই দুটিই মন্দির-মসজিদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়ায়।

পিসিবির মামলা

পিসিবির মামলা

এর আগে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিরাক্ষিকত সিরিজ খেলা নিয়ে মউ স্বাক্ষর করেও পিছিয়ে এসেছিল বিসিসিআই বলে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল পিসিবি। কিন্তু, আইসিসি-তে সেই অভিয়োগ ধোপে টেকেনি।

আইপিএসকে হুমকি

আইপিএসকে হুমকি

এক আইপিএস অফিসারকে হুমকি দেওয়ায় মামলা দায়ের করা হল সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে।

আগ্রহী সাধারণ ভারতীয়

আগ্রহী সাধারণ ভারতীয়

রাজনীতি বাধা হয়ে দাঁড়ালেও, সাংবাদিক থেকে সাধারণ মানুষ - ভারতীয়রা অনেকেই দুই দেশের ক্রিকেটিয় সম্পর্ক ফের চালু করতে আগ্রহী বলে দাবি করেছেন ওয়সিম। জানিয়েছেন প্রতিদিনই এই নিয়ে তাঁর কাছে অনেক মেইল আসে।

নতুন শৌচাগারের উদ্বোধন

নতুন শৌচাগারের উদ্বোধন

এদিন দিল্লিতে বিভিন্ন জায়গায় ৩৫০ টি নতুন শৌচাগারের উদ্বোধন করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জেরার মুখে সোমনাথ

জেরার মুখে সোমনাথ

গার্হস্থ্য হিংসার অভিযোগে অভিযুক্ত আপ নেতা সোমনাথ ভারতীকে পুলিশি জেরার জন্য আগ্রার জগদীশপুরা পুলিশ স্টেশনে নিয়ে আসা হল।

স্বচ্ছ্ব ভারত অভিযানে শামিল বাবা রামদেব

স্বচ্ছ্ব ভারত অভিযানে শামিল বাবা রামদেব

গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ্ব ভারত অভিযানে শামিল হলেন যোগগুরু বাবা রামদেব। হরিদ্বারে রেল স্টেশনে ঝাড়ু দিলেন তিনি।

পড়ার খরচ যোগাতে না পেরে আত্মহত্যা

পড়ার খরচ যোগাতে না পেরে আত্মহত্যা

বহুদিন ধরে পড়াশোনার খরচ যোগাতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল ১৫ বছর বয়সী এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়।

কয়লাকাণ্ডে মনমোহনের সাফাই

কয়লাকাণ্ডে মনমোহনের সাফাই

কয়লা ব্লক দুর্নীতি কাণ্ডে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পদে থাকাকালীন তিনি কাউকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেননি বলে ফের একবার জানালেন তিনি।

জমা পড়তে চলেছে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট

জমা পড়তে চলেছে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট

সপ্তম বেতন কমিশন খুব তাড়াতাড়িই রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। জানা গিয়েছে, বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে কমিশনের রিপোর্টে। ভালো কাজ করলে বাড়বে বেশি বেতন, কম কাজ করলে বা ফাঁকি দিলে কমে যাবে বেতন।

English summary
PCB managing director Wasim Khan has said that the PCB needs to create a situation where India ask Pakistan to play. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X