For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯তম মৃত্যুবার্ষিকিতে ডন ব্র্যাডম্যানের অপরাজিত রেকর্ডগুলির দিকে নজর ফেরানো যাক

১৯তম মৃত্যুবার্ষিকিতে ডন ব্র্যাডম্যানের না ছোঁয়া রেকর্ডের দিকে নজর ফেরানো যাক

  • |
Google Oneindia Bengali News

১৯ বছর আগের ১ ফেব্রুয়ারি পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন মিস্টার ক্রিকেট স্যার ডোনাল্ড ব্র্য়াডম্যান। ক্রিকেটের সংজ্ঞা যাঁর থেকে শুরু, সেই ব্যক্তি এখনও আগের মতেই প্রাসঙ্গিক। তাঁর একাধিক ক্রিকেট রেকর্ড অক্ষত রয়েছে এখনও। হয়তো থাকবে ভবিষ্যতে। সেসব রেকর্ডের দিকে নজর ফেরানো যাক।

টেস্টে গড়

টেস্টে গড়

টেস্ট ক্রিকেটে ডন ব্র্য়াডম্যানের কেরিয়ার ব্যাটিং গড় ৯৯.৯৪। এর অর্থ প্রায় প্রতি ইনিংসেই কার্যত শতরান পেয়েছেন ক্রিকেটের ভগবান। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার সময় ব্র্যাডম্যানের টেস্ট ব্যাটিং গড় ১০১.৫১-তে পৌঁছেছে বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। সেটিও একটি রেকর্ড। টেস্টে ব্যাটিং গড়ের নিরিখে স্যার ডনের পরেই রয়েছে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে (৬৩.৪৩)। তৃতীয় স্টিভ স্মিথ (৬২.৮৪)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ডন

ইংল্যান্ডের বিরুদ্ধে ডন

নিজের কেরিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭টি টেস্ট ম্যাচ খেলেছেন স্যার ডন ব্র্যাডম্যান। ৫০২৮ রান করেছেন তিনি। সেই রান এখনও কেউ ছুঁতে পারেননি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক হোবস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬৩৬ রান রয়েছে তাঁর। তৃতীয় স্থানে থাকা ভারতীয় লেজেন্ড সচিন তেন্ডুলকর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৬৩০ রান করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে

ইংল্যান্ডের বিরুদ্ধে

সর্বাধিক রানের পাশাপাশি কেবল ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি টেস্ট শতরান রয়েছে ডন ব্র্যাডম্যানের। কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে এতগুলি শতরান করার রেকর্ড বিশ্বের অন্য কোনও ব্যাটসম্য়ানের নেই। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় লেজেন্ড সুনীল গাভাসকর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টি শতরান রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই ১১টি শতরান করে ফেলা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

সব দলের বিরুদ্ধে ব্র্যাডম্যান

সব দলের বিরুদ্ধে ব্র্যাডম্যান

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এমন একটা সময় ক্রিকেট খেলতেন, যখন টেস্টে অংশ নিত না খুব বেশি দেশ। তবু যে যে দলের বিরুদ্ধে ক্রিকেট খেলেছেন ডন, ব্যাটিং গড় ৭৪.৫-র নিচে নামেনি। যা এখনকার সময়তেও রেকর্ড বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

দ্রুততম ডন

দ্রুততম ডন

স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড় দেখে মনে হতেই পারে যে টেস্টে দ্রুততম এক হাজার রানও রয়েছে তাঁর ঝুলিতে। যদিও তেমনটা ঘটেনি। ১৩তম ইনিংসে এক হাজার পূর্ণ করে তৃতীয় স্থান দখল করেছিলেন ডন। কিন্তু দুই থেকে ছয় হাজার রানের প্রতিটি মাইলস্টোন তিনি দ্রুততম ব্যক্তি হিসেবে পেরিয়েছেন। পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, ২২তম ও ৩৩তম টেস্ট ইনিংসে যথাক্রমে দুই ও তিন হাজার রান পূর্ণ করেন ব্র্যাডম্যান। চার, পাঁচ ও ছয় হাজার রান ৪৮, ৫৬ ও ৬৮তম টেস্ট ইনিংসে পূর্ণ করেন ক্রিকেটের ভগবান। স্যার ডনের এই রেকর্ড এখনও অক্ষত।

English summary
List of batting records of Don Bradman which will never broken
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X