For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলের টেস্ট : ঐতিহাসিক দিনে ইডেন গার্ডেন্সে আসছেন কাঁরা, দেখে নিন তালিকা

ঐতিহাসিক দিন-রাতের টেস্ট উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে আসছেন কাঁরা, দেখে নিন তালিকা

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার অবসান। আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট। গোলাপি বলে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ম্যাচ ঘিরে শহরে উন্মাদনা তুঙ্গে। সেই আনন্দকে আরও বেশি উস্কে দিতে চলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইডেন গার্ডেন্সে আগত অতিথিরা। সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নিন।

ঐতিহাসিক দিন-রাতের টেস্ট উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে আসছেন কাঁরা, দেখে নিন তালিকা

১) ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিন-রাতের টেস্টের সূচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২) ঐতিহাসিক মুহূর্তে ইডেন গার্ডেন্সে থাকবেন ভারতের প্রাক্তন ক্রিকেটাক সাদাগোপান রমেশ, সাবা করিম, সুনীল যোশী, অজিত আগরকার, ভেঙ্কটেশ প্রসাদ, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ফারুখ ইঞ্জিনিয়ার, চাঁদু বোরদে।

৩) ইডেন গার্ডেন্সে থাকবেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, পুল্লেলা গোপীচাঁদ, বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু, বিশ্বজয়ী বক্সার মেরি কম ও টেনিস তারকা সানিয়া মির্জা।

৪) ২০০০ সালে ঢাকায় সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দলের সদস্যরা ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে অন্যতম নইমুর রহমান, মহম্মদ মাহমুদুল হাসান, মাহরাব হুসেন সহ অন্যান্যরা।

৫) দেশের প্রথম গোলাপি বলের টেস্ট উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে এক টক শো-তে অংশ নেওয়ার কথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের।

English summary
List of dignitaries who will come at Eden Gardens for day-night test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X