For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৬-য় বিরাট কোহলি যে রেকর্ডগুলি করলেন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

এবছরের আইপিএল মরশুম বিরাট কোহলির কাছে স্বপ্নের মতো গেল। ফাইনালে উঠে শুধু ট্রফিটাই একটুর জন্য ফসকে গিয়েছে। বাকী যখন যা চেয়েছেন, করে দেখিয়েছেন। প্রায় একার হাতে দলকে টেনে নিয়ে গিয়েছেন ফাইনাল পর্যন্ত।

আইপিএল ২০১৬ : পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা একনজরে

বস্তুত সারা ক্রিকেট বিশ্ব একবাক্য স্বীকার করে নিয়েছে কোহলির আধিপত্যের কথা। শুধু ক্রিকেটাররা নন, সাধারণ মানুষও কোহলি ম্যানিয়ায় আচ্ছন্ন। সাম্প্রতিককালে বিরাট নিজের ব্যাটিং শিল্পকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যা দেখে অতিমানবীয় কিছু মনে হচ্ছে। একনজরে দেখে নিন এবারের আইপিএলে কি কি রেকর্ড করেছেন কোহলি।

যেকোনও সীমিত ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান

যেকোনও সীমিত ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান

একদিনের ম্যাচ হোক বা টি২০, একটি টুর্নামেন্টে বিরাট করেছেন ১৬ ম্যাচে ৯৭৩ রান। এত রান এর আগে কোনও ব্যাটসম্যান করেননি।

ব্র্যাডম্যানের রেকর্ড

ব্র্যাডম্যানের রেকর্ড

১৯৩০ সালে অ্যাসেজ সিরিজে ৯৭৪ রান করেন ডন ব্র্যাডম্যান। মাত্র এক রানের জন্য তাঁকে ছুঁতে পারলেন না বিরাট।

এক আইপিএল মরশুমে সবচেয়ে বেশি রান

এক আইপিএল মরশুমে সবচেয়ে বেশি রান

এবছর আইপিএলে বিরাটের সংগৃহীত মোট রান ৯৭৩। মাত্র ২৭ রানের জন্য হাজারের গণ্ডী টপকাতে পারলেন না তিনি। যেকোনও আইপিএল মরশুমে এটি রেকর্ড রান।

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক

এবারের আইপিএলে বিস্ফোরক ব্যাটিং করে রান সংগ্রাহকের তালিকায় আইপিএলে সবার আগে উঠে এসেছেন বিরাট। তাঁর সংগ্রহ ৪১১০ রান।

এক আইপিএলে সবচেয়ে বেশি শতরান

এক আইপিএলে সবচেয়ে বেশি শতরান

এবারের আইপিএলে মোট ৪টি শতরান করেছেন বিরাট যা এক মরশুমে কেউ করেননি। এছাড়াও অধিনায়ক হিসাবেও এত শতরান কারও নেই।

এক ওভারে সবচেয়ে বেশি রান

এক ওভারে সবচেয়ে বেশি রান

গুজরাতের স্পিনার শিবিল কৌশিকের ওভারে ৩০ রান নেন বিরাট। যা এবারের টুর্নামেন্টে এক ওভারে সর্বোচ্চ।

সবচেয়ে বেশি ছক্কা

সবচেয়ে বেশি ছক্কা

এবারের আইপিএল-৯ টুর্নামেন্টে সবচেয়ে বেশি মোট ৩৮টি ছয় মেরেছেন বিরাট।

সর্বোচ্চ রানের গড়

সর্বোচ্চ রানের গড়

এবছর মোট ১৬টি ম্যাচে ৮১.০৮ গড়ে ৪১১০ রান করেছেন বিরাট। যা একটি রেকর্ড।

টি২০-তে সবচেয়ে বেশি রান

টি২০-তে সবচেয়ে বেশি রান

ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটের সমস্ত ফর্ম্য়াটে রান সংগ্রহকারীদের তালিকায় এখন সবচেয়ে এগিয়ে বিরাট কোহলি।

অধিনায়ক হিসাবে রেকর্ড

অধিনায়ক হিসাবে রেকর্ড

আইপিএলে তিনিই একমাত্র অধিনায়ক যিনি তিনটি মরশুমে ৫০০-র বেশি রান করেছেন। ২০১৩ সালে ৬৩৪ রান, ২০১৫ সালে ৫০৫ রান ও ২০১৬ সালে ৯৭৩ রান করেছেন বিরাট।

English summary
List of records broken by 'run machine' Virat Kohli during IPL 2016
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X