For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শামির বলে আহত লিটন হাসপাতাল থেকে ছাড়া পেলেও ভর্তি নইম

ইডেন গার্ডেন্সে চলা দেশের প্রথম দিন-রাতের টেস্টে ভারতীয় ফাস্ট বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং-র টপ অর্ডার।

  • |
Google Oneindia Bengali News

ইডেন গার্ডেন্সে চলা দেশের প্রথম দিন-রাতের টেস্টে ভারতীয় ফাস্ট বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং-র টপ অর্ডার। তবু সাত নম্বরে ব্যাট করতে নামা বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস কিছুটা লড়াই করেছিলেন। ৫টি চার সহযোগে ২৭ বলে ২৪ রানে ব্যাট করছিলেন লিটন। ঠিক তখনই ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির একটি বাউন্সার সরাসরি তাঁর হেলমেটে গিয়ে আঘাত করে।

শামির বলে আহত লিটন হাসপাতাল থেকে ছাড়া পেলেও ভর্তি নইম

সেই চোটের জেরে খেলা ছেড়ে উঠে যান বাংলাদেশের লিটন দাস। তাঁর কনকাশান সাবস্টিটিউট হিসেবে ব্যাট করেন মেহেদি হাসান। তবে তিনিও ৮ রান করে ইশান্ত শর্মার বলে আউট হয়ে যান। অন্যদিকে আহত লিটনকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো আসতেই প্রাথমিক চিকিৎসার পর লিটনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে।

অন্যদিকে এই ম্যাচেই বাংলাদেশের হয়ে আট নম্বরে ব্যাট করতে নামেন নইম হাসান। ভালো খেলছিলেন তিনিও। চারটি চার সহযোগে ২৮ বলে ১৯ রান করে ফেলেন নইম। ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার বলে বোল্ড হন তিনি। তার মধ্যেই সেই মহম্মদ শামির বল মাথায় লাগে নইমের। আউট হওয়ার পর তাঁকেও কলকাতার একই হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকেও ছেড়ে দেওয়া হয়। দুই ক্রিকেটারকেই পরীক্ষা করবেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা ডাক্তার। তবে দুই ক্রিকেটারই যে ম্য়াচ থেকে ছিটকে গেলেন, তা কিন্তু বলা যায়।

English summary
Liton Das and Nayeem Hasan hurt by Mohammad Shami's bowling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X