LIVE ৪.৫ কোটিতে দিল্লি ক্যাপিটালসে স্টোইনিস, ২ কোটি টাকায় ফের আরসিবি-তে স্টেইন

আর কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় শুরু হচ্ছে ২০২০ আইপিএল-র নিলাম। সিএএ নিয়ে বিক্ষোভের ভ্রূকুটিকে দূরে ঠেলে এই ইভেন্ট ঘিরে শহরে উন্মাদনা তুঙ্গে। দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হবে নিলাম। তার আগে কলকাতায় পৌঁছে গিয়েছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজির মালিক ও কর্তারা।

LIVE ৪.৫ কোটিতে দিল্লি ক্যাপিটালসে স্টোইনিস, ২ কোটি টাকায় ফের আরসিবি-তে স্টেইন
08:54 pm

শেষ হল ২০২০ আইপিএলের নিলাম।

08:49 pm

শ্রীলঙ্কার বোলার ইসিরু উড়ানাকে ৫০ লাখ টাকায় কিনল আরসিবি।

08:48 pm

ইংল্যান্ডের অল-রাউন্ডার টম কুরানকে ১ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

08:47 pm

নিখিল নায়েককে ২০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।

08:46 pm

আন্ড্রু টাইকে ১ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস।

08:46 pm

দক্ষিণ আফ্রিকার লেজেন্ডারি ফাস্ট বোলার ডেল স্টেইনকে ২ কোটি টাকায় নিল আরসিবি।

08:27 pm

অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার মার্কাস স্টোইনিসকে ৪ কোটি ৮০ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

08:22 pm

তামিলনাড়ুর তরুণ স্পিনার আর সাই কিশোরকে ২০ লাখ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস।

08:21 pm

তুষার দেশপাণ্ডেকে ২০ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

08:20 pm

প্রভসীমরণ সিং-কে ৫৫ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

08:19 pm

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক নির্বাচন করা হল কেএল রাহুলকে।

08:18 pm

পবন দেশপাণ্ডেকে ২০ লাখ টাকায় কিনল আরসিবি।

08:16 pm

পেসার মোহিত শর্মাকে ৫০ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

08:15 pm

সঞ্জয় যাদবকে ২০ লাখ টাকায় কিনেছে হায়দরাবাদ।

08:15 pm

নিউজিল্যান্ডের অল-রাউন্ডার কলিন ডে গ্রান্ডহোম ফের অবিক্রিত।

08:14 pm

প্রিন্স বলবন্ত রাই সিং-কে ২০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

08:13 pm

দিগ্বীজয় দেশমুখকে ২০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

08:12 pm

২০ লাখ টাকায় অনিরুদ্ধ যোশীকে কিনল রাজস্থান রয়্যালস।

08:11 pm

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস আইপিএলে দর পেলেন না।

08:09 pm

আব্দুল সামাদকে ২০ লাখ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

08:07 pm

তেজেন্দর ধিলনকে ২০ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

08:05 pm

৪৮ বছরের স্পিনার প্রবীণ তাম্বে-কে ২০ লাখ টাকায় নিল কেকেআর।

08:03 pm

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ওশেন থমাসকে ৫০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

08:02 pm

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার কেন রিচার্ডসনকে ৪ কোটি টাকায় কিনল আরসিবি।

07:57 pm

ইংল্যান্ডের অল-রাউন্ডার ক্রিস জর্ডনকে ৩ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

07:55 pm

ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার জেসন হোল্ডার অবিক্রিত।

07:55 pm

ওয়েস্ট ইন্ডিজের বোলার ফ্যাবিয়ান অ্যালেনকে ৫০ লাখ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

07:54 pm

ইংল্যান্ডের টম ব্যানটনকে ১ কোটি টাকায় কিনল কেকেআর।

07:53 pm

মহসিন খানকে ২০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

07:52 pm

অস্ট্রেলিয়ার জোসুয়া ফিলিপে-কে ২০ লাখ টাকায় কিনল আরসিবি।

07:51 pm

ভারতীয় উইকেটরক্ষক নিখিল নায়েক অবিক্রিত।

07:49 pm

অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনকে ২০ লাখ টাকায় কিনল কেকেআর।

07:48 pm

সন্দীপ বাভানাকাকে ২০ লাখ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

07:47 pm

২০২০ আইপিএলের দ্বিতীয়ার্ধের নিলাম শুরু।

07:35 pm

দিল্লি ক্যাপিটলসে ৭.৭৫ কোটি টাকায় বিক্রি হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের তরুণ ব্যাটসম্যান শিমরোন হেটমেয়ারের প্রতিক্রিয়া দেখার মতো।

07:17 pm

১৫.৫০ কোটি টাকায় বিক্রি হওয়া অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স, কেকেআর-র হেড কোচ ব্রেন্ডন ম্যাকুলামের সঙ্গে রসিকতায় মাতলেন।

06:48 pm

চেন্নাই সুপার কিংসের কাছে অবশিষ্ট তহবিল ৩৫ লাখ টাকা।

06:48 pm

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অবশিষ্ট তহবিল ২.৫৫ কোটি টাকা।

06:47 pm

কলকাতা নাইট রাইডার্সের কাছে অবশিষ্ট তহবিল ১০.১০ কোটি টাকা।

06:47 pm

সানরাইজার্স হায়দরাবাদের কাছে অবশিষ্ট তহবিল ১১.২০ কোটি টাকা।

06:47 pm

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে অবশিষ্ট তহবিল ১৩.৫০ কোটি টাকা।

06:47 pm

দিল্লি ক্যাপিটালসের কাছে অবশিষ্ট তহবিল ১৪.৭০ কোটি টাকা।

06:46 pm

রাজস্থান রয়্যালসের কাছে অবশিষ্ট তহবিল ১৭.৪৫ কোটি টাকা।

06:46 pm

কিংস ইলেভেন পাঞ্জাবের অবশিষ্ট তহবিল ২০.২৫ কোটি টাকা।

06:45 pm

শেষ হল আইপিএল ২০২০ নিলামের প্রথমার্ধ। এখন এক ঘণ্টার বিরতি।

06:42 pm

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জোস হ্যাজেলউডকে ২ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস।

06:41 pm

বাংলাদেশের বাঁ-হাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান দল পেলেন না।

06:40 pm

ওয়েস্ট ইন্ডিজের তরুণ ফাস্ট বোলার আলজাররি জোসেফ অবিক্রিত রইলেন।

06:40 pm

ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড অবিক্রিত রইলেন।

06:37 pm

নিউজিল্যান্ডের অল-রাউন্ডার জেমস নিশহামকে ৫০ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

06:35 pm

অবিক্রিত রইলেন কলিন মুনরো।

06:34 pm

অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার মিচেল মার্শকে ২ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

06:32 pm

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার কার্লোস ব্রেথওয়েট অবিক্রিত রইলেন।

06:31 pm

নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলকে নিল না কোনও দল।

06:30 pm

কলিন ইনগ্রাম অবিক্রিত রইলেন।

06:29 pm

বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি অবিক্রিত রইলেন।

06:28 pm

সৌরভ তিওয়ারিকে ৫০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

06:28 pm

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারকে ৭৫ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

06:27 pm

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস অবিক্রিত রইলেন।

06:26 pm

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরোন হেটমেয়ারকে ৭ কোটি ৭৫ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

06:13 pm

চেন্নাই সুপার কিংসের কাছে অবশিষ্ট তহবিল ২.৩৫ কোটি টাকা।

06:13 pm

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অবশিষ্ট তহবিল ৩.০৫ কোটি টাকা।

06:12 pm

কলকাতা নাইট রাইডার্সের কাছে অবশিষ্ট তহবিল ১০.১০ কোটি টাকা।

06:12 pm

সানরাইজার্স হায়দরাবাদের কাছে অবশিষ্ট তহবিল ১৩.২০ কোটি টাকা।

06:12 pm

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে অবশিষ্ট তহবিল ১৩.৫০ কোটি টাকা।

06:11 pm

রাজস্থান রয়্যালসের কাছে অবশিষ্ট তহবিল ১৮.২০ কোটি টাকা।

06:11 pm

কিংস ইলেভেন পাঞ্জাবের অবশিষ্ট তহবিল ২০.৭৫ কোটি টাকা।

06:10 pm

দিল্লি ক্যাপিটালসের কাছে অবশিষ্ট তহবিল ২২.৪৫ কোটি টাকা।

06:03 pm

আফগানিস্তানের ১৪ বছরের স্পিনার নুর আহমেদ অবিক্রিত রইলেন।

06:02 pm

আর সাই কিশোর অবিক্রিত রইলেন।

06:01 pm

ভারতীয় স্পিনার রবি বিশনৈকে ২ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

05:59 pm

এম সিদ্ধার্থকে ২০ লাখ টাকায় কিনল কেকেআর।

05:56 pm

বাংলার পেসার ইশান পোড়েলকে ২০ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

05:55 pm

কার্তিক ত্যাগীকে ১ কোটি ৩০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

05:52 pm

ভারতীয় বোলার আকাশ সিং-কে ২০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

05:50 pm

বিষ্ণু বিনোদকে কিনল না কোনও দল।

05:50 pm

অবিক্রিত রইলেন অঙ্কুশ বেইন।

05:49 pm

প্রভসীমরণ সিং-কেও কিনল না কোনও দল।

05:48 pm

অবিক্রিত রইলেন কেএস ভরত।

05:48 pm

কেদার দেবদরকে কিনল না কোনও দল।

05:47 pm

উইকেটরক্ষক অনুজ রাওয়াতকে ৮০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

05:44 pm

ভারতীয় ক্রিকেটার শাহরুখ খান অবিক্রিত রইলেন।

05:44 pm

ভারতীয় ক্রিকেটার পবন দেশপাণ্ডেকে কিনল না কোনও ফ্রাঞ্চাইজি।

05:43 pm

অবিক্রিত রইলেন ড্যানিয়েল স্য়াম।

05:42 pm

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের তারকা যশশ্বী জয়সওয়ালকে ২ কোটি ৪০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্য়ালস।

05:39 pm

ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীকে ৪ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।

05:36 pm

ভারতীয় অল-রাউন্ডার দীপক হুডাকে ৫০ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

05:35 pm

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গকে ১ কোটি ৯০ লাখ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

05:33 pm

ভারতীয় ব্যাটসম্যান বিরাট সিং-কে ১ কোটি ৯০ লাখ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

05:31 pm

৬০ লাখ টাকায় কেকেআরে বিক্রি হলেন রাহুল ত্রিপাঠী।

05:28 pm

অবিক্রিত হরপ্রীত ভাটিয়া।

05:27 pm

রোহন কদম অবিক্রিত থাকলেন।

05:27 pm

মনজ্যোত কারলা অবিক্রিত থাকলেন।

05:17 pm

আফগানিস্তানের ২১ বছরের স্পিনার জাহির খানকে কিনল না কোনও দল।

05:16 pm

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার হেডেন ওয়ালশ অবিক্রিত রইলেন।

05:15 pm

অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পাও অবিক্রিত রইলেন।

05:14 pm

নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি অবিক্রিত রইলেন।

05:13 pm

ভারতীয় লেগ স্পিনার পীয়ূষ চাওলাকে ৬ কোটি ৭৫ লাখ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস।

05:09 pm

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেলডন কোটরেলকে ৮ কোটি ৫০ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

05:04 pm

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদিকে কিনল না কোনও দল।

05:03 pm

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান কুল্টার-নেইলকে ৮ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

05:00 pm

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার আন্ড্রু টাই অবিক্রিত রইলেন।

04:59 pm

ভারতীয় ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকে ৩ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

04:55 pm

দক্ষিণ আফ্রিকার লেজেন্ডারি ফাস্ট বোলার ডেল স্টেইনের দর উঠল না নিলামে।

04:55 pm

ভারতীয় ফাস্ট বোলার মোহিত শর্মাকে কিনল না কোনও ফ্রাঞ্চাইজি।

04:54 pm

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ অবিক্রিত রইলেন।

04:53 pm

শ্রীলঙ্কার কুশল পেরেরাও অবিক্রিত রইলেন।

04:52 pm

ভারতীয় উইকেটরক্ষক নমন ওঝা অবিক্রিত রইলেন।

04:52 pm

বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম অবিক্রিত রইলেন।

04:51 pm

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক হেইনরিচ ক্লাসেন অবিক্রিত রইলেন।

04:50 pm

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ২ কোটি ৪০ লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

04:40 pm

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিকই, জানিয়ে দিলেন দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকুলাম।

04:32 pm

চেন্নাই সুপার কিংসের কাছে অবশিষ্ট তহবিল ৯.১০ কোটি টাকা।

04:32 pm

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অবশিষ্ট তহবিল ১১.০৫ কোটি টাকা।

04:32 pm

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে অবশিষ্ট তহবিল ১৩.৫০ কোটি টাকা।

04:32 pm

কলকাতা নাইট রাইডার্সের কাছে অবশিষ্ট তহবিল ১৪.৯০ কোটি টাকা।

04:32 pm

সানরাইজার্স হায়দরাবাদের কাছে অবশিষ্ট তহবিল ১৭ কোটি টাকা।

04:31 pm

দিল্লি ক্যাপিটালসের কাছে অবশিষ্ট তহবিল ২৪.৮৫ কোটি টাকা।

04:31 pm

রাজস্থান রয়্যালসের কাছে অবশিষ্ট তহবিল ২৫.৯০ কোটি টাকা।

04:30 pm

কিংস ইলেভেন পাঞ্জাবের অবশিষ্ট তহবিল ৩১.৯৫ কোটি টাকা।

04:22 pm

অবিক্রিত রইলেন ভারতীয় অল-রাউন্ডার স্টুয়ার্ট বিনি।

04:21 pm

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ক্রিস মরিসকে ১০ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

04:16 pm

ইংল্যান্ড অল-রাউন্ডার স্যাম কুরানকে ৫ কোটি ৫০ লাখ টাকায় কিনল চেন্নাই সুপার কিংস।

04:11 pm

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্সকে ১৫ কোটি ৫০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।

04:05 pm

অবিক্রিত রইলেন নিউজিল্যান্ডের অল-রাউন্ডার কলিন ডে গ্রান্ডহোম।

04:02 pm

অবিক্রিত রইলেন ইউসুফ পাঠান।

04:01 pm

ইংল্যান্ড অল রাউন্ডার ক্রিস ওকসকে দেড় কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

04:00 pm

অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ১০ কোটি ৭৫ লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব।

03:51 pm

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ৪ কোটি ৪০ লাখে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

03:45 pm

ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে দেড় কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।

03:43 pm

অবিক্রিত রইলেন হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারা।

03:42 pm

রবীন উথাপ্পাকে ৩ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

03:40 pm

৫ কোটি ২৫ লাখ টাকায় ইয়ন মর্গ্যানকে কিনল কলকাতা নাইট রাইডার্স।

03:38 pm

২ কোটি টাকায় ক্রিস লিনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

03:36 pm

অনুষ্ঠানে উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ।

03:34 pm

আইপিএল শুরুর বার্তা দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

03:27 pm

শুরু হচ্ছে আইপিএলের নিলাম।

02:49 pm

আইপিএলের নিলাম উপলক্ষ্যে কলকাতার গ্র্যান্ড হোটেলে পৌঁছলেন কেকেআর-র মালিক শাহরুখ খান।

02:22 pm

আইপিএলের নিলামে ১৫ বছরের কাবুলের স্পিনার ও ৪৮ বছরের বাবা তথা ক্রিকেটারের নাম ধরে ডাকাডাকি হবে।

02:21 pm

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আইপিএলের নিলাম। প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে।

01:45 pm

আইপিএল নিলামের পুলে আরও ৬ জন ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

12:51 pm

নিলামে মিডিল অর্ডার ব্যাটসম্যানের খোঁজ চালাবে দিল্লি ক্যাপিটালস।

12:07 pm

আইপিএলে প্রথমবার অন্য দল থেকে ক্রিকেটারদের লোনে নিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি।

11:39 am

মুম্বই ইন্ডিয়ান্সের অবশিষ্ট তহবিল ১৩.০৫ কোটি টাকা। ২ জন বিদেশি সহ ৭টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

11:38 am

চেন্নাই সুপার কিংসের অবশিষ্ট তহবিল ১৪.৬০ কোটি টাকা। ২ জন বিদেশি সহ ৫টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

11:37 am

সানরাইজার্স হায়দরাবাদের অবশিষ্ট তহবিল ১৭ কোটি টাকা। ২ জন বিদেশি সহ ৭টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

11:37 am

দিল্লি ক্যাপিটালসের অবশিষ্ট তহবিল ২৭.৮৫ কোটি টাকা। ৫ জন বিদেশি সহ ১১টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

11:35 am

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অবশিষ্ট তহবিল ২৭.৯০ কোটি টাকা। ৬ জন বিদেশি সহ ১২টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

11:35 am

রাজস্থান রয়্যালসের অবশিষ্ট তহবিল ২৮.৯০ কোটি টাকা। ৪ জন বিদেশি সহ ১১টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

11:33 am

কলকাতা নাইট রাইডার্সের অবশিষ্ট তহবিল ৩৫.৬৫ কোটি টাকা। ৪ জন বিদেশি সহ ১১টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

11:32 am

আইপিএল নিলামের জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের অবশিষ্ট তহবিল ৪২.৭০ কোটি টাকা। ৪ জন বিদেশি সহ ৯টি স্থান পূরণের জন্য দর হাঁকাতে পারবে তারা।

10:51 am

মোট ৭৩টি শূণ্যস্থানের জন্য দেশ ও বিদেশের ৩৩২ জন ক্রিকেটারের নাম ধরে ডাকাডাকি করবে ফ্রাঞ্চাইজিগুলি।

10:37 am

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং কোচ নির্বাচিত হলেন ওয়াসিম জাফর।

09:57 am

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বেস প্রাইজ নিয়ে আইপিএল নিলামে অংশ নিচ্ছেন কেকেআর থেকে পরিত্যক্ত রবীন উথাপ্পা। তাঁর বেস প্রাইজ দেড় কোটি।

09:55 am

২ কোটি টাকা বেস প্রাইজ নিয়ে নিলামে দর তুলবেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস লিন ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের।

09:54 am

নিলাম উপলক্ষ্যে ইতিমধ্যেই কলকাতায় আইপিএল খেলা সবকটি দলের ফ্রাঞ্চাইজি কর্তারা।

09:53 am

কলকাতার জনপ্রিয় গ্র্যান্ড হোটেলে দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে নিলাম।

09:51 am

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ উপেক্ষা করেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২০২০ আইপিএলের নিলাম।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

Story first published: Thursday, December 19, 2019, 9:47 [IST]
Other articles published on Dec 19, 2019
POLLS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more