For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে রাজকোট মহারণ জিতে সিরিজে ফিরল ভারত

LIVE: ভারত বনাম অস্ট্রেলিয়া, ফের টস জিতে ফিল্ডিং অস্ট্রেলিয়ার

  • |
Google Oneindia Bengali News

রাজকোটে মরন বাঁচন ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রান হারিয়ে সিরিজে প্রত্যাবর্তন করল ভারত। ৩৪১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে ৩০৪ রানে ভারত অলআউট করে।

যার সুবাদে রাজকোটে ভারত ম্যাচ জিতল ৩৬ রানে। শামি ৩টি, সাইনি ২টি ও বুমরাহ ১টি উইকেট পেয়েছেন।

বাকি ৪ উইকেট দুই স্পিনার কুলদীপ ও জাদেজা ভাগ করে নিয়েছেন। রাজকোটে ম্যাচ জিতে সিরিজে প্রত্যাবর্তন করে স্কোরলাইন ১-১ করল ভারত। বেঙ্গালুরুতে রবিবার সিরিজ ফয়সলার ম্যাচ।

অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে রাজকোট মহারণ জিতে সিরিজে ফিরল ভারত

Newest First Oldest First
9:32 PM, 17 Jan

৩০৪ রানে অলরাউট অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ জিতল ৩৬ রানে।
9:31 PM, 17 Jan

অস্ট্রেলিয়ার ইনিংসের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন জসপ্রীত বুমরাহ।
9:31 PM, 17 Jan

ম্যাচের শেষ ওভারে অস্ট্রেলিয়াকে ৩৭ রান করতে হবে।
9:30 PM, 17 Jan

নভদীপ সাইনিও ২টি উইকেট তুলে নিয়েছেন।
9:22 PM, 17 Jan

৪৪ তম ওভারে ২ বলে ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামি। ম্যাচে শামি ৩টি উইকেট নিয়েছেন।
8:33 PM, 17 Jan

স্পিনার কুলদীপের বলে ৯৮ রানে বোল্ড স্মিথ। স্টিভের ব্য়াট ছুঁয়ে বল স্টাম্পে গিয়ে লাগে।
8:25 PM, 17 Jan

রাজকোটে সেঞ্চুরি হাতছাড়া স্মিথের।
8:00 PM, 17 Jan

৪৭ বলে ৪৬ রান করে লঙ অফে শামির হাতে ক্যাচ দিয়ে আউট লাবুসানে।
7:59 PM, 17 Jan

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। রবীন্দ্র জাদেজার শিকার হয়ে সাজঘরে ফিরলেন লাবুসানে।
6:56 PM, 17 Jan

৪৮ বলে ৩৩ রান করে ফিরলেন ফিঞ্চ।
6:55 PM, 17 Jan

রবীন্দ্র জাদেজার বলে স্টাম্প আউট হলেন ফিঞ্চ। অস্ট্রেলিয়া ৮২/২।
6:54 PM, 17 Jan

লোকেশ রাহুলের দুরন্ত স্টাম্পিং। আউট ফিঞ্চ। অজিদের জোড়া উইকেটের পতন।
6:18 PM, 17 Jan

দেখে নিন মনীশের অসাধারণ ক্য়াচ।
6:03 PM, 17 Jan

আউট ওয়ার্নার!!!, শামির বলে আউট ওয়ার্নার। এক হাতে অবিশ্বাস্য ক্যাচ মনীশ পান্ডের।
5:12 PM, 17 Jan

ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে ৩৪১ রান করতে হবে।
5:12 PM, 17 Jan

নির্ধারিত ৫০ ওভারে ভারতের ইনিংস শেষ ৩৪০ রানে। ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান করলে ভারত।
5:11 PM, 17 Jan

৫২ বলে ৮০ রান করে আউট লোকেশ রাহুল।
5:07 PM, 17 Jan

৪৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারত ৩৩৫ রানে পৌঁছল।
5:05 PM, 17 Jan

২৯ বলে রাহুল-জাদেজার হাফ সেঞ্চুরি পার্টনারশিপ
5:01 PM, 17 Jan

২৪ ইনিংসে বিরাট, ২৪ ইনিংসে ধাওয়ান, ২৫ ইনিংসে সিধু ও ২৭ ইনিংসে লোকেশ রাহুল ওডিআইয়ে ১০০০ রানের গণ্ডি ছুঁলেন।
5:00 PM, 17 Jan

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ দ্রুততম হিসেবে ওডিআইয়ে ১০০০ রান করলেন লোকেশ রাহুল
4:57 PM, 17 Jan

লোকেশ রাহুলের ব্যাটে ঝড়। ৪২ বলে ৬০ রানে পৌঁছলেন রাহুল।
4:54 PM, 17 Jan

সেঞ্চুরি মাঠে ফেলে এলেন বিরাট। ৭৮ রান করে জাম্পার শিকার হয়ে সাজঘরে ফিরলেন বিরাট।
4:22 PM, 17 Jan

৪৪ বলে খেলে বিরাট-রাহুল জুটিতে ৫০ রান টপকে গেল।
4:03 PM, 17 Jan

৫০ বলে হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান করেছে ভারত।
4:02 PM, 17 Jan

জাম্পার বলে আউট শ্রেয়স আইয়ার। ৭ রান করে বোল্ড হন আইয়ার।
3:36 PM, 17 Jan

৯৬ রানে আউট ধাওয়ান।
3:08 PM, 17 Jan

৬০ বলে হাফ সেঞ্চুরি করলেন ধাওয়ান। কেরিয়ারে এটি ২৯তম ওডিআই হাফ সেঞ্চুরি।
3:03 PM, 17 Jan

২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারত ১২০ রান তুলেছে।
2:54 PM, 17 Jan

ক্রিজে দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে বিরাট কোহলি ব্যাটিং করছেন।
READ MORE

English summary
LIVE: IND vs AUS: 2nd odi, Australia won the toss and elected to bowl first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X