For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ রানে ভারতের হার,২-০ এগিয়ে থেকে সিরিজ জিতল নিউজিল্যান্ড

LIVE: ভারত বনাম নিউজিল্যান্ড,দ্বিতীয় ওডিআই, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিরাটের

  • |
Google Oneindia Bengali News

ভারতকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৫১ রানে অলআউট করে ২২ রানে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউয়িরা। যার ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে নিউজিল্যান্ড দল জয় ছিনিয়ে নিল। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-৫ ব্যবধানে হারের মধুর বদলা নিল নিউজিল্যান্ড দল।

২২ রানে ভারতের হার,২-০ এগিয়ে থেকে সিরিজ জিতল নিউজিল্যান্ড

Newest First Oldest First
3:40 PM, 8 Feb

২৭৪ রান তাড়া করতে নেমে ভারত ২৫১ রানে থামল।
3:31 PM, 8 Feb

আউট জাদেজা। অকল্যান্ডে ম্যাচ হারল ভারত। সেই সঙ্গে সিরিজেও হার।
3:28 PM, 8 Feb

আউট চাহাল। ভারত ২৫১/৯। রান আউট হলেন চাহাল।
3:25 PM, 8 Feb

সিঙ্গলস নিলেন চাহাল। ১৫ বলে ভারতের ২৭ রান প্রয়োজন।
3:23 PM, 8 Feb

১৭ বলে প্রয়োজন ২৭ রান।
3:23 PM, 8 Feb

১৮ বলে ভারতের ২৮ রান প্রয়োজন
3:20 PM, 8 Feb

৬৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন জাদেজা। ওডিআইয়ে এটি জাদেজার ১২ তম হাফ সেঞ্চুরি।
3:02 PM, 8 Feb

ম্যাচ জিততে ৪২ বলে ভারতের ৬৮ রান প্রয়োজন।
2:27 PM, 8 Feb

২০ রানে ব্য়াটিং করছেন জাদেজা,তার সঙ্গী সাইনি ১১ রানে ব্যাটি করছেন। ২৫ ওভার শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে।
2:27 PM, 8 Feb

আউট শার্দুল। ভারতের সপ্তম উইকেটের পতন। ১৫ বলে ১৮ রানের ক্যামিও খেলে আউট শার্দুল।
1:51 PM, 8 Feb

৫৭ বলে ৫২ রান করে আউট শ্রেয়স আইয়ার। হাফ সেঞ্চুরি পাওয়ার পরই বেনেটের বলে উইকেটকিপার ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন।
1:39 PM, 8 Feb

২৫ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে।
1:21 PM, 8 Feb

ভারতের পঞ্চম উইকেটের পতন। আউট কেদার যাদব। ৯ রান করে সাজঘরে ফিরলেন।
1:12 PM, 8 Feb

১৮ ওভার শেষে ভারত ৮৩/৪।
12:48 PM, 8 Feb

গ্র্যান্ডহোমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন রাহুল।
12:48 PM, 8 Feb

বিরাটের পর এবার লোকেশ রাহুল আউট। বোল্ড আউট হলেন রাহুল।
12:33 PM, 8 Feb

আউট বিরাট। ১৫ রান করে সাউদির বলে বোল্ড হলেন বিরাট কোহলি। ভারতের তৃতীয় উইকেটের পতন।
12:26 PM, 8 Feb

৮.৪ ওভারে পঞ্চাশ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।
12:12 PM, 8 Feb

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। আউট পৃথ্বী শ। জেমিসনের বল বোল্ড আউট হলেন শ। ২৪ রান করে আউট হলেন শ।
12:00 PM, 8 Feb

৩ ওভার শেষে ভারত ২৮/১।
11:58 AM, 8 Feb

বেনেটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মায়াঙ্ক। ৩ রান করে ফিরলেন। ক্রিজে এলেন বিরাট কোহলি।
11:57 AM, 8 Feb

রান তাড়া করতে নেমে ভারতের প্রথম উইকেটে পতন। আউট মায়াঙ্ক আগারওয়াল।
11:21 AM, 8 Feb

টেলরের দুরন্ত ইনিংসে ম্যাচ ফিরল নিউজিল্যান্ড।
11:14 AM, 8 Feb

নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ২৭৩ রান হাঁকাল। ম্যাচ জিততে ভারতকে ২৭৪ রান করতে হবে।
11:13 AM, 8 Feb

অভিষেক ম্যাচে ২৪ বলে জেমিসন ২৫ রানে পৌঁছ গেলেন।
11:09 AM, 8 Feb

টেলারের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। ৪৯ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে এখন ২৫৯/৮
10:50 AM, 8 Feb

টেলারের হাফ সেঞ্চুরি। ৮ উইকেট হারিয়ে ২২৫ রানে পৌঁছল নিউজিল্যান্ড।
10:38 AM, 8 Feb

অষ্টম উইকেট হারিয়ে দুশো রানের গণ্ডি পার করল নিউজিল্যান্ড।
10:13 AM, 8 Feb

নিউজিল্যান্ডের সপ্তম উইকেটে পতন। ২২ রানে ক্রিজে টেলার।
10:13 AM, 8 Feb

এবার চাহালের বলে আউট ক্যাপম্যান। চাহালের হাতে ম্যাচের সহজতম ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন।
READ MORE

English summary
LIVE: India VS New Zealand 2nd odi: India Won the Toss and Elected to Bowl first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X