For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE মুস্তাক আলি ট্রফিতেও হ্যাটট্রিক দীপক চাহারের, ইডেনে এগিয়ে আনা হল গোলাপি বলের টেস্টের সময়

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন;খেলার দুনিয়ার প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মাই খেল-এর স্পোর্টস লাইভে। একনজরে দেখে নিন খেলার দুনিয়ায় এদিন কী কী হল

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন;খেলার দুনিয়ার প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মাই খেল বাংলার স্পোর্টস লাইভে। শিশির সমস্যা মোকাবিলায় ইডেন গার্ডেন্সে এগিয়ে আনা হল দিন-রাতের টেস্টের সময়। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন ১টায় শুরু হবে ম্যাচ। শেষ হবে ৮টায়।একনজরে আজ খেলার দুনিয়ায় কী কী হল দেখে নিন।

LIVE মুস্তাক আলি ট্রফিতেও হ্যাটট্রিক দীপক চাহারের, ইডেনে এগিয়ে আনা হল গোলাপি বলের টেস্টের সময়

Newest First Oldest First
8:17 PM, 12 Nov

সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং।
7:28 PM, 12 Nov

টেস্টে ভালো ব্যাট করে ওয়ান ডে-তে ফের ভারতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী অজিঙ্ক রাহানে।
7:27 PM, 12 Nov

শিশির সমস্যা মোকাবিলায় ইডেন গার্ডেন্সে এগিয়ে আনা হল দিন-রাতের টেস্টের সময়। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন ১টায় শুরু হবে ম্যাচ। শেষ হবে ৮টায়।
7:26 PM, 12 Nov

ম্য়াচ ফিক্সিং-কে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হল শ্রীলঙ্কায়। সে দেশের পার্লামেন্টে পাশ হল বিল।
4:29 PM, 12 Nov

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির ৪৮ ঘণ্টা না পেরোতেই এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হ্যাটট্রিক করলেন দীপক চাহার। রাজস্থানের হয়ে বিদর্ভের বিরুদ্ধে এই নজির গড়লেন চাহার।
4:18 PM, 12 Nov

একদিনের ক্রিকেটের ক্রম তালিকার পয়লা নম্বর স্থান ধরে রাখলেন ভারতের বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা।
3:38 PM, 12 Nov

ব্যাডমিন্টন সিঙ্গলসে ১০ম স্থানে উঠেছেন ভারতের সাই প্রণীত।
3:38 PM, 12 Nov

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডব্লুউএফ-র সদ্য প্রকাশিত তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে দেশের এই তরুণ শাটলারদের জুটি।
3:36 PM, 12 Nov

কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ পৌঁছলেন থাইল্যান্ড ওপেন জয়ী ভারতীয় ব্যাটমিন্টন তারকা সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেট্টি।
2:32 PM, 12 Nov

বোর্ড এমন সিদ্ধান্ত নিলেন দেশের শীর্ষ আদালতকে অপমান করা হবে বলেই মনে করছেন লোধা প্যানেলের সম্পাদক
2:31 PM, 12 Nov

১ ডিসেম্বর বিসিসিআই-র সাধারণ সভার বৈঠক। সেই বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহকে সচিব পদে তিন বছর বহাল রাখার জন্য বিশেষ উদ্যোগ নিতে পারে বিসিসিআই
2:29 PM, 12 Nov

সৌরভকেই বিসিসিআই সভাপতি রাখতে সংবিধান সংশোধন! অপমানিত হওয়ার আশঙ্কা সুপ্রিম কোর্টের লোধা প্যানেলের
2:29 PM, 12 Nov

সৌরভকেই বিসিসিআই সভাপতি রাখতে সংবিধান সংশোধন! অপমানিত হওয়ার আশঙ্কা সুপ্রিম কোর্টের লোধা প্যানেলের
1:43 PM, 12 Nov

এই ম্যাচ খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে ও ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা কতটা মুখিয়ে আছেন, এক ভিডিও বার্তায় সেকথা জানালেন তারা
1:43 PM, 12 Nov

২২ নভেম্বর দেশের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।
12:24 PM, 12 Nov

বিশ্বকাপের আগে ভারতীয় দল সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য আখতারের
12:24 PM, 12 Nov

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট বললেন আখতার।
12:23 PM, 12 Nov

রোহিত অ্যান্ড কোম্পানির প্রশংসায় পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।
12:06 PM, 12 Nov

এই খুদের আশ্চর্য কীর্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে তা দেখে এবার অবাক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
12:06 PM, 12 Nov

নেটিজেনরাও এমন ব্যাটিং দেখে মুগ্ধ। কেউ লিখলেন 'সচিন ইন মেকিং'।
12:06 PM, 12 Nov

বয়স মেরেকেটে দুই থেকে আড়াই বছর হবে! এই বয়সে ব্যাট ধরা মানা যায়! কিন্তু ব্যাট ধরে প্রতি বলে ক্রিকেটের ব্যাকরণ মেনে নিখুঁত ড্রাইভ! যা দেখে চোখ ছানাবড়া ক্রিকেটমহলের।
11:31 AM, 12 Nov

ইন্দোর টেস্টের পর ইডেন টেস্টের আগে মাত্র ৩ দিনের ছুটি পাবে ভারত। সেকারণেই ইন্দোরেই প্রস্তুতি শুরু করে দিতে চান কোহলি।
11:30 AM, 12 Nov

ইন্দোর ম্যাচের আগে গোধুলী বেলায় একেবারে দিন রাতের টেস্টের পরিবেশে মাঠের আলো জালিয়ে অনুশীলনের জন্য আর্জি জানিয়েছেন ভারত অধিনায়ক।
10:44 AM, 12 Nov

জার্মানির জেভারেভ ম্যাচ জিতলেন ৬-২, ৬-৪ ব্য়বধানে। এটাই চলতি মরসুমে বিশ্বের সাত নম্বর ২২ বছরের জেভারেভের সেরা পারফর্ম্যান্স। সেই সঙ্গে নাদালের বিরুদ্ধে এটাই জেভারেভের প্রথম জয়
10:44 AM, 12 Nov

টেনিসের এটিপি ফাইনালস টুর্নামেন্টের শুরুতেই হার রাফায়েল নাদালের। প্রথম রাউন্ডের ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন আলেকজান্ডার জেভারেভের কাছে হেরে বসলেন রাফা।
9:55 AM, 12 Nov

বৈঠক শেষে কাশ্মীরে ক্রিকেটে উন্নতির জন্য বোর্ডের পক্ষ থেকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মহারাজ।
9:55 AM, 12 Nov

সোমবার বোর্ডের হেড কোয়ার্টারে কাশ্মীর দলের অধিনায়ক পরভেজ রসুল,মেন্টর ইরফান পাঠান ও জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক বসেন সৌরভ।
9:54 AM, 12 Nov

রান তাড়া করতে নেমে ১০৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাই হোপ। ম্যাচের সেরা হয়েছেন তিনি।
9:54 AM, 12 Nov

জবাবে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই এই রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
9:54 AM, 12 Nov

প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৭ উইকেট হারিয়ে আফগানরা প্রতিপক্ষকে ২৫০ রানের টার্গেট ছুঁড়ে দেয়।
READ MORE

English summary
LIVE sports news updates and live coverage events on 12 november
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X