For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে ইন্দোর টেস্ট জয় ভারতের

LIVE ইন্দোরে চালকের আসনে বসে তৃতীয় দিনের খেলা শুরু ভারতের

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

ইন্দোরে চালকের আসনে থেকে তৃতীয় দিনের খেলা শুরু ভারতের। ৬০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। রাঁচির নেটে অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি। লিওনেল মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবেন সেনা জওয়ানরা। খেলার আরও খবর দেখে নিন এক নজরে।

LIVE ইন্দোরে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশ ৬০/৪

Newest First Oldest First
6:53 PM, 16 Nov

হংকংয়ের তারকা লি চেউক ইয়ুর কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন শ্রীকান্ত। ৪২ মিনিটের লড়াই শেষে প্রতিপক্ষ লি চেউক শ্রীকান্তকে ২১-৯, ২৫-২৩ ব্যবধানে পরাস্ত করেন।
6:52 PM, 16 Nov

হংকং ওপেন থেকে বিদায় কিদাম্বি শ্রীকান্তের
6:01 PM, 16 Nov

তাঁর পিছনে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা
6:00 PM, 16 Nov

পরিসংখ্যান বলছে, শেষ দুই বছরে ভারতের হয়ে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন শামি। সবকটি টেস্টের দ্বিতীয় ইনিংস মিলিয়ে মোট ৫১টি উইকেট নিয়েছেন তিনি।
5:59 PM, 16 Nov

টেস্ট ক্রিকেটে অনন্য নজিরের মালিক হলেন মহম্মদ শামি।
5:18 PM, 16 Nov

ইন্দোরে এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০ পয়েন্টে পৌঁছল ভারতীয় দল।
5:18 PM, 16 Nov

এরপর ২২ নভেম্বর ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত
5:17 PM, 16 Nov

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেট নিলেন মহম্মদ শামি।
5:17 PM, 16 Nov

প্রথম ইনিংসে ২৪৩ রান করার সুবাদে ম্যাচের সেরা মায়াঙ্ক আগারওয়াল।
3:39 PM, 16 Nov

বাংলাদেশকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে ইন্দোর টেস্ট জিতল ভারত। ৪ উইকেট নিলেন মহম্মদ শামি। রবীচন্দ্রন অশ্বিন নিলেন ৩ উইকেট।
2:36 PM, 16 Nov

আউট মেহেদি। বাংলাদেশের সপ্তম উইকেটের পতন। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে।
2:35 PM, 16 Nov

৫৫ রানে ক্রিজে মশফিকুর রহিম,মেহেদি হাসান খেলছেন ৩৮ রানে।
2:34 PM, 16 Nov

চা পান বিরতির পর ইন্দোরে খেলা শুরু বাংলাদেশ ১৯৩/৬
2:34 PM, 16 Nov

ধোনিকে সম্ভবত ছেড়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংস। এক ফ্যানের এই দাবি নাকোচ করল চেন্নাই।
2:17 PM, 16 Nov

অর্ধশতরান করলেন মুশফিকুর রহিম। মেহেদি হাসানের সঙ্গে ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছেন তিনি।
1:25 PM, 16 Nov

বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসের উইকেট তুলে নিলেন রবীচন্দ্রন অশ্বিন। ৬ উইকেট হারালেন টাইগার্সরা।
1:19 PM, 16 Nov

ভারতীয় পেসার মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সুনীল গাভাস্কর। টিম ইন্ডিয়ার পেসারকে চিতার সঙ্গে তুলনা করলেন সানি।
12:35 PM, 16 Nov

শ্রীলঙ্কার হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের প্রাক্তন প্রশিক্ষক মিকি আর্থার।
12:34 PM, 16 Nov

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে রজত শর্মার ইস্তফা।
12:33 PM, 16 Nov

বাংলাদেশি ব্যাটসম্যান মহম্মদুল্লাকে আউট করলেন ভারতের মহম্মদ শামি। ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ইন্দোরে প্রথম টেস্ট জয়ের সামনে ভারত।
11:45 AM, 16 Nov

ইন্দোরে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬০/৪। আগুন ঝরাচ্ছেন ভারতীয় পেসাররা।
10:54 AM, 16 Nov

বাংলাদেশি ব্যাটসম্য়ান মহম্মদ মিঠুনকে আউট করলেন মহম্মদ শামি।
10:49 AM, 16 Nov

বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হককে তুলে নিলেন মহম্মদ শামি।
10:14 AM, 16 Nov

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ।
9:30 AM, 16 Nov

ইন্দোরে ৪৯৩/৬ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে বাংলাদেশ।
9:26 AM, 16 Nov

ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবেন সেনা জওয়ানরা।
9:26 AM, 16 Nov

লিওনেল মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। খেলার ফল ১-০।
9:26 AM, 16 Nov

রাঁচির নেটে অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি।
9:25 AM, 16 Nov

ইন্দোরে চালকের আসনে থেকে তৃতীয় দিনের খেলা শুরু ভারতের। ৬০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা।

English summary
LIVE sports news updates and live coverage events on 16 november
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X