For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের মেয়াদ বৃদ্ধি, লকডাউন ৪.০তে আইপিএল নিয়ে কী সুখবর?

করোনা লকডাউনের মেয়াদ বৃদ্ধি, লকডাউন ৪.০তে আইপিএল নিয়ে কী সুখবর?

  • |
Google Oneindia Bengali News

দেশে প্রাণঘাতী করোনার সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে চতুর্থ দফার লকডাউন শুরু। দেশজুড়ে ১৮ মে থেকে ৩১ মে আরও দুসপ্তাহ লকডাউন চলবে। তবে চতুর্থ দফার লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। চতুর্থ দফার লকডাউনে আইপিএলের জন্য কী সুখবর নিয়ে এল একনজরে জেনে নেওয়া যাক।

চতুর্থ দফার লকডাউনে ক্রীড়াক্ষেত্রে কী ছাড় দেওয়া হয়েছে

চতুর্থ দফার লকডাউনে ক্রীড়াক্ষেত্রে কী ছাড় দেওয়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে চতুর্থ দফার লকডাউনে খেলার স্টেডিয়াম ও কমপ্লেক্সগুলি খোলা যাবে। তবে মাঠে দর্শকরা এখন প্রবেশ করতে পারবেন না।

কবে থেকে দেশে খেলার মাঠ বন্ধ

কবে থেকে দেশে খেলার মাঠ বন্ধ

২৫ মার্চ থেকে দেশে করোনা লকডাউন চলছে। তার আগে থেকে দেশের ক্রীড়াক্ষেত্র বন্ধ রাখা হয়। করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যেই প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত দেশের সব ক্রীড়ক্ষেত্র স্থগিত রাখা হয়। এরপর লকডাউনের মেয়াদ ক্রমেই বেড়েছে। দ্বিতীয় দফা, তৃতীয় দফার পর এবার সোমবার থেকে চতুর্থ দফার লকডাউন জারি।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও লকডাউনের মেয়াদ দীর্ঘ হওয়ার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। এবছর ফের আইপিএল হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।

আইপিএল নিয়ে আশার আলো

আইপিএল নিয়ে আশার আলো

করোনা লকডাউন ৪.০ তে শর্তসাপেক্ষে খেলার মাঠ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মাঠে দর্শকপ্রবেশ নিষেধ। সেক্ষেত্রে দর্শকশূন্য গ্যালারির সামনে আইপিএল শুরু নিয়ে আশার আলো তৈরি হল বলা চলে।

করোনার পর খেলার দুনিয়ায় দামামা বেজে গিয়েছে

করোনার পর খেলার দুনিয়ায় দামামা বেজে গিয়েছে

করোনাকে হারিয়ে শনিবার থেকে ফুটবলযজ্ঞ শুরু হয়েছে। মারণ ভাইরাসের আতঙ্ক কাটিয়ে ইউরোপে ফুটবল যুদ্ধ শুরু হয়েছে। হতাশা কাটিয়ে টিভির পর্দায় প্রাণের ফুটবলে মজেছেন ফ্যানেরা।পৃথিবীর মন খারাপ ভালো করে দিয়েছে বুন্দেসলিগার প্রত্যাবর্তন।

আইপিএল না হলে ক্ষতি কত

আইপিএল না হলে ক্ষতি কত

করোনা ধাক্কার কারণে আইপিএল পাকাপাকিভাবে না হয়ে বাতিল হলে বিসিসিআইয়ের প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে বলে অনুমান।

English summary
Lockdown 4.0: Sports complexes and stadiums will be permitted to open, hope for ipl 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X