For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযানের অংশ হওয়ার প্রস্তাব ফেরালেন জয়বর্ধনে

শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযানের ট্যাকটিকাল সদস্য হওয়ার প্রস্তাব ফেরালেন সে দেশের প্রাক্তন অধিনায়ক মাহিলা জয়াবর্ধনে।

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযানের ট্যাকটিকাল সদস্য হওয়ার প্রস্তাব ফেরালেন সে দেশের প্রাক্তন অধিনায়ক মাহিলা জয়াবর্ধনে। বিশ্বকাপ শুরুর ঠিক মুখে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে আক্রমণও করেছেন সে দেশের সর্বকালের অন্যতম সেরা ডান-হাতি ব্য়াটসম্যান।

শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযানের অংশ হওয়ার প্রস্তাব ফেরালেন জয়াবর্দনে

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রস্তাব সরাসরি প্রত্যাখান করে ক্ষোভ উগড়ে দিয়ে জয়াবর্ধনে সাফ জানিয়েছেন, এর থেকেও তাঁর কাছে আরও দরকারি কাজ আছে। সেগুলি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত কাজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেছেন জয়াবর্ধনে। আর তাছাড়া বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই তৈরি করা দল ইংল্যান্ডে পৌঁছে গেছে। সেই দলের জন্য এখন কোনও কিছু করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই অভিমানের সুরে জানিয়েছেন মাহেলা।

উল্লেখ্য, শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নতিকল্পে সেদেশের প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অরবিন্দ-ডি-সিলভাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। আট মাস ধরে গবেষণার পর ওই কমিটি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে যে রিপোর্ট জমা দিয়েছিল, তাতে দেশের আঞ্চলিক স্তরে ক্রিকেট স্ট্রাকচারের খোলনোলচে পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের সেই পরামর্শ কার্যত উড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তাই এবার বোর্ডের প্রস্তাব ফেরালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

তা বলে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে শ্রীলঙ্কা দলকে শুভেচ্ছা জানাতে কোনো কার্পণ্য করেননি আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ। মাহিলা জয়াবর্ধনের কথায়, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থাতেই ভালো খেলে শ্রীলঙ্কার ক্রিকেট দল। বিশ্বকাপের মতে বড় মঞ্চে সাফল্য পেতে খেলোয়াড়দের নিজের ওপর বিশ্বাস রাখতে বললেন জয়াবর্দনে। তাঁর কথায়, বিশ্বকাপের প্রতিটি গ্রুপ স্টেজের খেলাও নক আউট ভেবে খেলতে হবে।

English summary
Mahela Jayawardene declines Sri Lanka Cricket's offer for World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X