For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনে এবার তরুণ ক্রিকেটারদের হেলিকপ্টার শট শেখাবেন ধোনি

অনলাইনে এবার তরুণ ক্রিকেটারদের হেলিকপ্টার শট শেখাবেন ধোনি

  • |
Google Oneindia Bengali News

করোনায় বন্ধ ভারতীয় ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঢাকে কাঠি পড়েছে। এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড ওডিআই সিরিজ খেলবে। এটাই করোনা পরবর্তী সময়ে প্রথম ওডিআই সিরিজ। মহামারীর এই সংকটের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে বল গড়ালেও ভারত কবে ম্যাচ খেলবে জানা নেই। আমিরশাহীতে আইপিএল দিয়েই হয়ত কোভিড পরবর্তী ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট-ধোনিরা। তার আগে ক্রিকেট পাঠশালায় তরুণদের শিক্ষা দেওয়ার কাজ নিয়ে ব্য়স্ত মাহি।

অনলাইনে কোচিং ধোনির

অনলাইনে কোচিং ধোনির

করোনা মহামারীর সময়টায় ক্রিকেট থেকে দূরে থেকেও যেন ক্রিকেটে মন পরে ধোনির। দেশে লকডাউন শুরুর প্রথম দিন থেকেই রাঁচির ফার্মহাউসে রয়েছেন ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক সেখানে স্ত্রী মেয়ে ও পরিবারকে নিয়ে রয়েছেন। আর রাঁচির এই ফার্ম হাউস থেকে অনলাইনে ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা রয়েছে ধোনির।

হইহই করে চলছে ধোনির পাঠশালা

হইহই করে চলছে ধোনির পাঠশালা

এই মুহূর্তে দোহা, দুবাই, সিঙ্গাপুরের পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশের চারটি ও রাজস্থানের দুই জায়গায় ধোনির ক্রিকেট অ্যাকাডেমির কাজ চলছে।

টি-২০ ব্যাটসম্যানদের উপর জোর

টি-২০ ব্যাটসম্যানদের উপর জোর

এবার জানা গিয়েছে ধোনি টি-২০ ব্যাটসম্যানদের উপর জোর দিচ্ছেন। সহজাতভাবে যারা চালিয়ে খেলতে পছন্দ করেন ধোনি তাঁদের অনলাইনে আলাদা করে নির্দেশ দিতে চলেছেন।

তরুণদের মধ্যে হেলিকপ্টার শট ছড়িয়ে দিতে চাইছেন ধোনি

তরুণদের মধ্যে হেলিকপ্টার শট ছড়িয়ে দিতে চাইছেন ধোনি

আরও জানা গিয়েছে, তরুণ ক্রিকেটারদের মধ্যে হেলিকপ্টার শট ছড়িয়ে দিতে চান ধোনি। ব্যাটিংয়ে তিনিই প্রথম অভিনব হেলিকপ্টার শটের আবিষ্কার করেছিলেন। রাঁচির ক্রিকেট জীবনে ধোনি এক বন্ধুর থেকে নাকি এই হেলিকপ্টার শট শিখেছিলেন। বোলারের মাপা ইয়র্কারও পা সরিয়ে ব্যাটের সুইংয়ে মাঠের বাইরে ফেলা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিই প্রথম তা দেখিয়েছিলেন। এবার নিজের অ্যাকাডেমিতে ধোনি এবার তরুণ ক্রিকেটারদের হেলিকপ্টার শট শেখাতে চলেছেন।

প্রয়াত সচিবকে শ্রদ্ধাজ্ঞাপনে আসন্ন মোহনবাগান দিবস থেকে শুরু হচ্ছে অঞ্জন মিত্র পুরস্কার প্রদানপ্রয়াত সচিবকে শ্রদ্ধাজ্ঞাপনে আসন্ন মোহনবাগান দিবস থেকে শুরু হচ্ছে অঞ্জন মিত্র পুরস্কার প্রদান

English summary
Mahendra Singh Dhoni to give online lessons to Cricket Students on Helicopter Shot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X