For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রী-র রহস্য মৃত্যুতে অভিযুক্ত বাংলার ক্রিকেটার একলাখ, স্তম্ভিত কলকাতা ময়দান

একদিন আগেই তাঁর বিরুদ্ধে উঠেছে স্ত্রী-কে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, কিন্তু ময়দান স্তম্ভিত একলাখ আহমেদের এই ঘটনা শুনে

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অফিস থেকে মাঠে আসতেন। নিয়মিত অনুশীলন করতেন। একলাখ আহমেদ সম্পর্কে প্রশ্ন করা হলে এমনটাই উত্তর দিচ্ছে ময়দান।

স্ত্রী-র রহস্য মৃত্যুতে অভিযুক্ত বাংলার ক্রিকেটার একলাখ, স্তম্ভিত কলকাতা ময়দান

২০০৮-০৯ সাল থেকে বাংলার ক্রিকেট মানচিত্রে রয়েছেন একলাখ আহমেদ। পেসার হিসেবে একটা সময় ভালই পারফর্ম করতেন ক্লাব ক্রিকেটে। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমে কেকেআরের দলেও ছিলেন তিনি। যদিও ১৪ টা ম্যাচে-র একটিতেও খেলেননি এই পেসার। তারপর বাইক অ্যাক্সিডেন্টের জেরে বছর তিনেক মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন একলাখ। গত মরশুমে ফের মোহনবাগান তাঁকে ক্লাব ক্রিকেটে ফেরার সুযোগ করে দেয়।

গত মরশুমে মোহনবাগানের কোচ ছিলেন পলাশ নন্দী। তাঁর মতে খুবই মিশুকে ছেলে ছিল একলাখ। নিয়মিত অনুশীলন করতেন। এমনকি চোট সারিয়ে দীর্ঘদিন বাদে মাঠে ফিরে ফের উইকেটও নিচ্ছিলেন তিনি। নিজের পরিবারের বিষয়েও জিজ্ঞাসা করলে জানাতেন ছেলে ও স্ত্রী-র কথা। কিন্তু কোথা থেকে কী হয়ে গেল তার কোনও দিশা পাচ্ছেন না বর্ষীয়ান এই কোচ।

স্ত্রী-র রহস্য মৃত্যুতে অভিযুক্ত বাংলার ক্রিকেটার একলাখ, স্তম্ভিত কলকাতা ময়দান

এদিকে গত মরশুমে মোহনবাগানের জার্সি গায়ে খেলা জয়জিৎ বসুও জানাচ্ছেন একেবারেই মাঠের যোগাযোগ ছিল তাঁদের মধ্যে। কিন্তু কখনই রগচটা বা অন্তর্মুখী হিসেবে তাঁকে দেখেননি তিনি। মাঠে এসে সকলের সঙ্গেই নিয়মিত মিশতেন এবং মন দিয়ে অনুশীলনও করতেন।

ময়দানে সিএবি- কর্মকর্তারাও হতবাক একলাখের সম্পর্কে এই ধরণের ঘটনা শুনে। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার বরাহনগরের বাড়িতে স্ত্রী-র সন্দেহজনক মৃত্যুর পর একলাখ আহমেদকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেফতার করে পুলিশ। একলাখের স্ত্রী-র পরিবারের অভিযোগ তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে বাইশ গজে এবার খুনের অভিযোগ ।

English summary
Maidan is shocked with Eklakh Ahamed's incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X